ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবার ‘অনন্তস্থায়ী বাহুযুগলে’ আশ্রয় নেওয়ার চেষ্টা করুন
যিহোবা চান যেন আমরা তাঁর সঠিক মান বজায় রাখি (দ্বিতীয় ৩৩:২৬; অন্তর্দৃষ্টি-২ ৫১, ইংরেজি)
যিহোবা আমাদের সাহায্য করার জন্য ইচ্ছুক মনে তাঁর শক্তি ব্যবহার করেন (দ্বিতীয় ৩৩:২৭; প্রহরীদুর্গ ১১ ১০/১৫ ২৬-২৭ অনু. ১৮)
যিহোবার নিস্তার বা পরিত্রাণ করার ক্ষমতার উপর আমাদের আস্থা রাখতে হবে, যেমনটা মোশি রেখেছিলেন (দ্বিতীয় ৩৩:২৯; প্রহরীদুর্গ ১১ ৯/১৫ ১৯-২০ অনু. ১৬)
যিহোবার অনন্তস্থায়ী বাহু বিভিন্ন পরীক্ষার সময় আমাদের সাহায্য করে। এই পরীক্ষার অন্তর্ভুক্ত হল, যখন আমরা অসুস্থ থাকি অথবা হতাশ হয়ে পড়ি, শোকার্ত হই অথবা ভুল করে অনুতপ্ত হই।