ঈশ্বরের বাক্যের গুপ্তধন
ভুল বোঝাবুঝির একটা ঘটনা থেকে শেখা
জর্ডনের পূর্ব দিকে বসবাসরত বংশগুলো এক বিশাল বড়ো বেদি তৈরি করেছিল (যিহো ২২:১০)
অন্যান্য বংশ এই দোষারোপ করেছিল যে, তারা “বিশ্বাসঘাতকতা” করেছে (যিহো ২২:১২, ১৫, ১৬ NW; প্রহরীদুর্গ ০৬ ৪/১৫ ৫ অনু. ৩)
যাদের ভুলভাবে দোষারোপ করা হয়েছিল, তারা শান্তভাবে উত্তর দিয়েছিল আর এতে রক্তপাত এড়ানো গিয়েছিল (যিহো ২২:২১-৩০; প্রহরীদুর্গ ০৮ ১১/১৫ ১৮ অনু. ৫)
আমাদের যখন ভুলভাবে দোষারোপ করা হয়, তখন আমরা কেমন প্রতিক্রিয়া দেখাব, সেই বিষয়ে এই বিবরণ আমাদের কী শিক্ষা দেয়? এ ছাড়া, আমাদের কাছে যখন সমস্ত তথ্য থাকে না, তখন কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর গুরুত্ব সম্বন্ধে এই বিবরণ আমাদের কী শিক্ষা দেয়?—হিতো ১৫:১; ১৮:১৩.