ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তুমি তোমার এই বলেতেই গমন কর”
যিহোবা গিদিয়োনকে খুবই কঠিন এক কার্যভার দিয়েছিলেন (বিচার ৬:২-৬, ১৪)
গিদিয়োন নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন (বিচার ৬:১৫; প্রহরীদুর্গ ০২ ২/১৫ ৬-৭)
যিহোবার বল বা শক্তির কারণেই গিদিয়োন সফল হয়েছিলেন (বিচার ৭:১৯-২২; প্রহরীদুর্গ ০৫ ৭/১৫ ১৬ অনু. ৩)
যিহোবা চান, আমাদের যে-শক্তি আছে, তা যেন আমরা তাঁকে উপাসনা করার জন্য ব্যবহার করি। তাঁর পবিত্র শক্তি আমাদের যেকোনো দুর্বলতা কাটিয়ে ওঠার এবং সফল হওয়ার জন্য সাহায্য করতে পারে।—যিশা ৪০:৩০, ৩১.