ঈশ্বরের বাক্যের গুপ্তধন
গর্বের চেয়ে নম্রতা উত্তম
গিদিয়োনের নম্রতা তাকে শান্তি স্থাপন করতে সাহায্য করেছিল (বিচার ৮:১-৩; প্রহরীদুর্গ ০০ ৮/১৫ ২৫ অনু. ৪)
গিদিয়োন নম্র ছিলেন আর তাই তিনি চেয়েছিলেন যেন লোকেরা তার পরিবর্তে যিহোবার প্রশংসা করে (বিচার ৮:২২, ২৩; প্রহরীদুর্গ ১৭.০১ ২০ অনু. ১৫)
অবীমেলক তার গর্বের কারণে নিজের ও সেইসঙ্গে অন্যদের জন্য ক্ষতি ডেকে এনেছিলেন (বিচার ৯:১, ২, ৫, ২২-২৪; প্রহরীদুর্গ ০৮ ২/১৫ ৯ অনু. ৯)
যখন একজন গৃহকর্তা রেগে যান, তখন নম্রতা আমাদের কেমন আচরণ করার জন্য সাহায্য করতে পারে?