ঈশ্বরের বাক্যের গুপ্তধন
অহংকারের পরিণতি অপমান
রাজা শৌল মনে করেছিলেন, তিনি খুব কঠিন এক পরিস্থিতির মধ্যে রয়েছেন (১শমূ ১৩:৫-৭)
শৌল বিনয়ী মনোভাব দেখাননি এবং যিহোবার নির্দেশনা মেনে চলেননি। এর পরিবর্তে, তিনি অহংকারী মনোভাব দেখিয়ে কাজ করেছিলেন (১শমূ ১৩:৮, ৯; প্রহরীদুর্গ ০০ ৮/১ ১৩ অনু. ১৭)
যিহোবা শৌলকে শাসন করেছিলেন (১শমূ ১৩:১৩, ১৪; প্রহরীদুর্গ ০৭ ৬/১৫ ২৭ অনু. ৮)
একজন ব্যক্তির যা করার অধিকার নেই, তিনি যখন তাড়াহুড়ো করে অথবা বোকার মতো তা করেন, তখন তিনি অহংকারী মনোভাব দেখান। অহংকারের বিপরীত বৈশিষ্ট্য হল বিনয়ী মনোভাব। কোন কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি অহংকারী মনোভাব দেখিয়ে ফেলতে পারেন?