ঈশ্বরের বাক্যের গুপ্তধন
শৌল প্রথমে নম্র ও বিনয়ী ছিলেন
শৌল বিনয়ী ছিলেন আর তিনি রাজা হতে চাননি (১শমূ ৯:২১; ১০:২০-২২; প্রহরীদুর্গ ২০.০৮ ১০ অনু. ১১)
অন্যেরা যখন তার সম্বন্ধে ভালো কথা বলেনি, তখন তিনি রেগে যাননি (১শমূ ১০:২৭; ১১:১২, ১৩; প্রহরীদুর্গ ১৪ ৩/১৫ ৯ অনু. ৮)
শৌল যিহোবার পবিত্র শক্তির নির্দেশনা অনুযায়ী কাজ করেছিলেন (১শমূ ১১:৫-৭; প্রহরীদুর্গ ৯৫ ১২/১৫ ১০ অনু. ১)
আমরা যদি নম্র হই, তা হলে আমরা আমাদের সুযোগ ও ক্ষমতাকে যিহোবার কাছ থেকে পাওয়া উপহার হিসেবে দেখব। (রোমীয় ১২:৩, ১৬; ১করি ৪:৭) এ ছাড়া, আমরা যদি নম্র হই, তা হলে আমরা নিজেদের উপর নয় বরং যিহোবার নির্দেশনার উপর নির্ভর করব।