ঈশ্বরের বাক্যের গুপ্তধন
বুঝে-শুনে বিবাহসাথি বাছাই করুন
শলোমন সেই নারীদের বিয়ে করে বোকার মতো কাজ করেছিলেন, যারা মিথ্যা দেব-দেবীর উপাসনা করত (১রাজা ১১:১, ২; প্রহরীদুর্গ ১৮.০৭ ১৮ অনু. ৭)
শলোমনের স্ত্রীরা ধীরে ধীরে তার হৃদয়কে যিহোবার কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল (১রাজা ১১:৩-৬; প্রহরীদুর্গ ১৯.০১ ১৫ অনু. ৬)
যিহোবা শলোমনের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন (১রাজা ১১:৯, ১০; প্রহরীদুর্গ ১৮.০৭ ১৯ অনু. ৯)
ঈশ্বরের বাক্য অবিবাহিত খ্রিস্টানদের পরামর্শ দেয়, যেন তারা ‘প্রভুর অনুসারীকে’ বিয়ে করে। (১করি ৭:৩৯) তবে, কোনো ব্যক্তি বাপ্তাইজিত হলেই যে তিনি একজন সাথি হিসেবে উপযুক্ত হবেন এমন নয়। সেই ব্যক্তি কি আপনাকে পূর্ণহৃদয়ে যিহোবার সেবা চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন? সেই ব্যক্তি কি যথেষ্ট সময় ধরে যিহোবার প্রতি গভীর ভালোবাসা দেখিয়ে চলছেন? বিয়ের জন্য রাজি হওয়ার আগে আপনি যাকে বিয়ে করবেন, তার সম্বন্ধে ভালোভাবে জানার জন্য সময় করে নিন।