ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w18 ডিসেম্বর পৃষ্ঠা ৯
  • আপনার কি মনে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি মনে আছে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার কি মনে আছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • যিহোবা সবার প্রতি চিন্তা দেখান
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
  • “আমি মুখের উপরেই তাঁহার প্রতিরোধ করিলাম”
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৯
  • বুঝে-শুনে বিবাহসাথি বাছাই করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
w18 ডিসেম্বর পৃষ্ঠা ৯

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

কোন শাস্ত্রীয় প্রমাণ দেখায় যে, আমাদের প্রতি ঈশ্বরের সহানুভূতি রয়েছে?

প্রাচীন ইস্রায়েলীয়রা যখন মিশরে দাস ছিল, তখন ঈশ্বর তাদের দুঃখ সম্বন্ধে জানতেন এবং তিনি তাদের দুঃখে দুঃখিত হয়েছিলেন। (যাত্রা. ৩:৭; যিশা. ৬৩:৯) আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট হয়েছি আর আমরাও সহানুভূতি দেখাতে পারি। তিনি আমাদের প্রতি সেইসময়ও সহানুভূতি দেখান, যখন আমরা হয়তো নিজেদের তাঁর প্রেমের অযোগ্য বলে মনে করি।—প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ) ১৮.৩, পৃষ্ঠা ৮-৯.

কীভাবে যিশুর শিক্ষাগুলো লোকেদের ভেদাভেদের মনোভাব কাটিয়ে উঠতে সাহায্য করেছিল?

যিশুর সময়ে অনেক যিহুদির মনে ভেদাভেদের মনোভাব ছিল। খ্রিস্ট নম্রতা দেখানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন এবং শিখিয়েছিলেন যে, নিজের জাতির বিষয়ে গর্ব করাটা অন্যায়। তিনি তাঁর অনুসারীদের একে অন্যকে ভাই-বোন হিসেবে দেখার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন।—প্রহরীদুর্গ ১৮.০৬, পৃষ্ঠা ৯-১০.

ঈশ্বর যে-কারণে মোশিকে প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে দেননি, সেখান থেকে আমরা কী শিখি?

মোশি যিহোবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। (দ্বিতীয়. ৩৪:১০) প্রান্তরের মধ্যে দিয়ে যাত্রা করার ৪০ বছরের শেষের দিকে লোকেরা জল না পাওয়ার কারণে আবারও অভিযোগ করেছিল। ঈশ্বর মোশিকে পাথরের উদ্দেশে কথা বলতে বলেছিলেন। এর পরিবর্তে, মোশি পাথরে আঘাত করেছিলেন। যিহোবা হয়তো এই কারণে প্রচণ্ড রেগে গিয়েছিলেন যে, মোশি তাঁর নির্দেশনাগুলো অনুসরণ করেননি অথবা হয়তো এই কারণে রেগে গিয়েছিলেন যে, মোশি সেই অলৌকিক কাজের জন্য ঈশ্বরকে গৌরব প্রদান করেননি। (গণনা. ২০:৬-১২) এটা আমাদের শেখায় যে, যিহোবার বাধ্য হওয়া এবং তাঁকে গৌরব প্রদান করা কতটা গুরুত্বপূর্ণ।—প্রহরীদুর্গ ১৮.০৭, পৃষ্ঠা ১৩-১৪.

আমরা যদি বাহ্যিক বিষয়গুলোর দ্বারা বিচার করি, তা হলে কীভাবে আমরা সহজেই ভুল করে ফেলতে পারি?

তিনটে বিষয় রয়েছে, যেগুলো অন্যদের সম্বন্ধে আমাদের ধারণার উপর প্রভাব ফেলতে পারে: একজন ব্যক্তির বর্ণ অথবা জাতি, তার আর্থিক অবস্থা এবং তার বয়স। এটা গুরুত্বপূর্ণ যেন আমরা ঈশ্বরের মতো করে অন্যদের পক্ষপাতহীনভাবে দেখার চেষ্টা করি। (প্রেরিত ১০:৩৪, ৩৫)—প্রহরীদুর্গ ১৮.০৮, পৃষ্ঠা ৮-১২.

কোন কোন উপায়ে বয়স্ক খ্রিস্টানরা অন্যদের সাহায্য করতে পারেন?

কোনো বয়স্ক খ্রিস্টানের কার্যভার পরিবর্তিত হওয়া সত্ত্বেও তিনি ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান আর তিনি অন্যদের সাহায্য করার জন্য অনেক কিছু করতে পারেন। তিনি ন-সাক্ষি বিবাহসাথিদের সাহায্য করতে, নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করতে, বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে এবং নিজের পরিচর্যা বৃদ্ধি করতে পারেন।—প্রহরীদুর্গ ১৮.০৯, পৃষ্ঠা ৮-১১.

খ্রিস্টানদের শিক্ষাদানের হাতিয়ার বাক্সে কোন বিষয়গুলো রয়েছে?

কনট্যাক্ট কার্ড ও আমন্ত্রণপত্র রয়েছে। সুন্দরভাবে তৈরি করা আটটা ট্র্যাক্ট আর সেইসঙ্গে প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকা রয়েছে। এই হাতিয়ার বাক্সে কয়েকটা ব্রোশার, অধ্যয়নের দুটো মৌলিক বই এবং চারটে ব্যাবহারিক ভিডিও রয়েছে, যার অন্তর্ভুক্ত হল কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটা।—প্রহরীদুর্গ ১৮.১০, পৃষ্ঠা ১৬.

হিতোপদেশ ২৩:২৩ পদের জোরালো পরামর্শ অনুযায়ী কীভাবে একজন খ্রিস্টান ‘সত্য ক্রয় করিতে’ পারেন?

আমরা সত্যের জন্য অর্থ দিই না। তবে, এটা লাভ করার জন্য আমাদের সময় ব্যয় করতে হয় এবং প্রচেষ্টা করতে হয়।—প্রহরীদুর্গ ১৮.১১, পৃষ্ঠা ৪.

হোশেয় তার স্ত্রী গোমরের সঙ্গে যেভাবে আচরণ করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখতে পারি?

যদিও গোমর একাধিক বার ব্যভিচার করেছিলেন, তারপরও হোশেয় তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি তাদের বিবাহবন্ধন শেষ করে দেননি। একজন খ্রিস্টানের সাথি যদি যৌন অনৈতিকতায় লিপ্ত হন, তা হলে সেই নির্দোষ ব্যক্তি তার সাথিকে ক্ষমা করতে পারেন। যখন তিনি আবারও তার দোষী সাথির সঙ্গে যৌন সম্পর্ক করতে শুরু করেন, তখন বিবাহবিচ্ছেদ করার কোনো উপযুক্ত কারণ আর থাকে না।—প্রহরীদুর্গ ১৮.১২, পৃষ্ঠা ১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার