ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গালাতীয় ১-৩
“আমি মুখের উপরেই তাঁহার প্রতিরোধ করিলাম”
কীভাবে এই বিবরণ আমাদের নীচে উল্লেখিত বিষয়গুলো সম্বন্ধে শিক্ষা দেয়?
আমাদের সাহসী হতে হবে।—প্রহরীদুর্গ ১৮.০৩ ৩১-৩২ অনু. ১৬
লোকভয় হল একটা ফাঁদ।—অন্তর্দৃষ্টি-২ ৫৮৭ অনু. ৩, ইংরেজি
যিহোবার লোকেরা, যাদের মধ্যে নেতৃত্বদানকারী ব্যক্তিরাও রয়েছে, সিদ্ধ নয়।—প্রহরীদুর্গ ১০ ৬/১৫ ১৭-১৮ অনু. ১২
আমাদের মধ্যে গেঁথে থাকা যেকোনো ভেদাভেদের মনোভাব দূর করার জন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা করে চলতে হবে।—প্রহরীদুর্গ ১৮.০৮ ৯ অনু. ৫