ঈশ্বরের বাক্যের গুপ্তধন
আপনার অধীনে থাকা লোকদের সঙ্গে যিহোবার মতো করে আচরণ করুন
যিহোবার মতো কর্তৃত্ব আর কারো নেই (১রাজা ২২:১৯; নিকটবর্তী হোন ৫৯ অনু. ৫)
যিহোবা তাঁর অধীনে থাকা লোকদের সমাদর করেন (১রাজা ২২:২০-২২; প্রহরীদুর্গ ২১.০২ ৩ অনু. ৯)
যিহোবা একজন স্বর্গদূতের কাজে আশীর্বাদ করেছিলেন (১রাজা ২২:২৩; অন্তর্দৃষ্টি-২ ২৪৫, ইংরেজি)
যিহোবা তাঁর অধীনে থাকা লোকদের সঙ্গে যেভাবে আচরণ করেন, তা থেকে বিশেষভাবে প্রাচীনেরা এবং পরিবারের মস্তকেরা অনেক কিছু শিখতে পারে। (ইফি ৬:৪; ১পিতর ৩:৭; ৫:২, ৩) তারা যখন যিহোবার মতো করে আচরণ করে, তখন তাদের অধীনে থাকা ব্যক্তিরা সুখী থাকে।