ঈশ্বরের বাক্যের গুপ্তধন
কঠিন পরিস্থিতির মধ্যে বড়ো হওয়া সত্ত্বেও তুমি যিহোবার সেবা করতে পারো
হিষ্কিয়ের বাবা রাজা আহস খুবই মন্দ কাজ করেছিলেন (২বংশা ২৮:১; প্রহরীদুর্গ ১৬.০২ ১৪ অনু. ৮)
বাবার খারাপ উদাহরণ সত্ত্বেও হিষ্কিয় যিহোবাকে সেবা করা বেছে নিয়েছিলেন (২বংশা ২৯:১-৩; প্রহরীদুর্গ ১৬.০২ ১৫ অনু. ৯-১১)
হিষ্কিয় অন্যদের এই উৎসাহ দিয়েছিলেন যে, তাদের বাবারা অবিশ্বস্ত হলেও তারা যেন যিহোবাকে সেবা করা বন্ধ করে না দেয় (২বংশা ২৯:৪-৬)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘যে-অল্পবয়সিদের বাবা-মায়েরা যিহোবাকে সেবা করে না, তাদের আমি কীভাবে উৎসাহ দিতে পারি?’