Kokkinakis v. Greece: Droit réservé
উপরে বাম দিক থেকে ডান দিকে: পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের বোর্ড অভ্ এডুকেশন বনাম বার্নেট; কোকিনাকিস্ বনাম গ্রিস; ট্যাগান্রগ এল.আর.ও এবং অন্যান্য বনাম রাশিয়া; চা এবং অন্যান্য বনাম দক্ষিণ কোরিয়া
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
সুসমাচারের “পক্ষসমর্থন করার আর তা প্রচার করার বৈধ অধিকার”
ইজরায়েলীয়েরা পুনরায় মন্দির নির্মাণ করার সময় বিরোধীরা যখন সেই কাজ বন্ধ করার চেষ্টা করেছিল, তখন নির্মাণকারীরা সেই কাজ চালিয়ে যাওয়ার বৈধ অধিকার লাভ করার জন্য যথাসাধ্য করেছিল। (ইষ্রা ৫:১১-১৬) খ্রিস্টানেরাও সুসমাচারের পক্ষসমর্থন করার আর তা প্রচার করার বৈধ অধিকার লাভ করার জন্য যথাসাধ্য করেছে। (ফিলি ১:৭) তা করার জন্য ১৯৩৬ সালে বিশ্বপ্রধান কার্যালয়ে আইন সংক্রান্ত বিভাগ গঠন করা হয়েছে। বর্তমানে বিশ্বপ্রধান কার্যালয়ের আইন সংক্রান্ত বিভাগ সারা পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত আইনি বিষয়গুলোর দেখাশোনা করার কাজ করে থাকে। কীভাবে এই বিভাগ ঈশ্বরের রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত কাজগুলো করার ক্ষেত্রে এবং ঈশ্বরের লোকদের উপকার লাভ করতে সাহায্য করেছে?
বিশ্বপ্রধান কার্যালয়ে আইন সংক্রান্ত বিভাগে ট্যুর শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
আইন সংক্রান্ত বিষয়ে যিহোবার সাক্ষিরা কোন কোন সমস্যার মুখোমুখি হয়েছে?
আমরা কোন কোন আইনি বিজয় লাভ করেছি? একটা উদাহরণ দিন
সুসমাচারের “পক্ষসমর্থন করার আর তা প্রচার করার বৈধ অধিকার লাভ” করায় সাহায্য করার জন্য আমরা প্রত্যেকে কী করতে পারি?
আমাদের ওয়েবসাইটে কোথায় ঈশ্বরের লোকদের আইন সংক্রান্ত বিষয়ে তথ্য রয়েছে এবং সেই সমস্ত যিহোবার সাক্ষির তালিকা রয়েছে, যারা তাদের বিশ্বাসের জন্য জেলে আছে?