প্রশ্ন বাক্স
◼ আপনাকে যদি প্রচার করতে নিষেধ করা হয়, তাহলে আপনার কী করা উচিত?
কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে, পুলিশ কোনো ধরনের পরিচর্যায় রত প্রকাশকদের কাছে এসে জানিয়েছে যে, তারা আইন ভঙ্গ করছে আর এরপর তাদেরকে প্রচার করতে নিষেধ করেছে। এইরকম করতে বলা হলে, আপনার তৎক্ষণাৎ এবং ভদ্রভাবে এলাকা ত্যাগ করা উচিত। (মথি ৫:৪১; ফিলি. ৪:৫) আমাদের বৈধ অধিকারগুলো সম্বন্ধে আলোচনায় জড়িত হওয়ার দ্বারা আপনি নিজে নিজে বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন না। যদি সম্ভব হয়, তাহলে কৌশলে সেই পুলিশ অফিসারের নাম ও তিনি যে-থানার অধীনে আছেন, সেটার নাম জেনে নিন। এরপর তৎক্ষণাৎ প্রাচীনদের বিষয়টা জানান, যারা এই ঘটনার ব্যাপারে শাখা অফিসের সঙ্গে পরে যোগাযোগ করবে। একইভাবে, আপনাকে যদি কোনো সুপারিনটেন্ডেন্ট কিংবা অন্য কোনো প্রতিনিধি, অ্যাপার্টমেন্ট বিল্ডিং অথবা কমপ্লেক্স ত্যাগ করতে বলেন, তাহলে তৎক্ষণাৎ আপনার তা করা উচিত ও প্রাচীনদের জানানো উচিত। কর্তৃপক্ষের সঙ্গে কোমল ও নম্রভাবে আচরণ করা অযথা ঝামেলা রোধ করার ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে।—হিতো. ১৫:১; রোমীয় ১২:১৮.