ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp21 নং ৩ পৃষ্ঠা ১২-১৪
  • কী আমাদের এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কী আমাদের এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যেখান থেকে আমরা সবচেয়ে উত্তম নির্দেশনা লাভ করতে পারি
  • যে-সত্য শিক্ষাগুলো ঈশ্বরকে খুশি করে
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কোনটা সঠিক আর কোনটা ভুল: একটি বই আমাদের সঠিক নির্দেশনা দেয়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৪
  • বাইবেল সম্বন্ধে আপনি কী মনে করেন?
    বাইবেল সম্বন্ধে আপনি কী মনে করেন?
  • “মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
wp21 নং ৩ পৃষ্ঠা ১২-১৪
একজন ব্যক্তি বাইবেল পড়ছেন।

কী আমাদের এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?

আগের প্রবন্ধগুলোতে আমরা যেমন দেখেছি, অনেকে মনে করে ভাগ্য, উচ্চশিক্ষা, ধনসম্পদ এবং একজন ভালো ব্যক্তি হলেই উত্তম ভবিষ্যৎ লাভ করা যায়। কিন্তু, আপনি যদি এই বিষয়গুলোর দ্বারা এক উত্তম ভবিষ্যৎ লাভ করার চেষ্টা করেন, তা হলে বিষয়টা এমন যেন আপনি একটা ভুল মানচিত্র দিয়ে এক নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এর অর্থ কি এই, ভবিষ্যতের জন্য আমরা কোনো নির্ভরযোগ্য নির্দেশনা লাভ করতে পারব না? না, তা নয়!

যেখান থেকে আমরা সবচেয়ে উত্তম নির্দেশনা লাভ করতে পারি

কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সাধারণত এমন কারো কাছ থেকে সাহায্য নিতে চাই, যিনি আমাদের চেয়ে বয়সে বড়ো ও অভিজ্ঞ। একইভাবে, আমাদের ভবিষ্যতের জন্য আমরা এমন কারো কাছ থেকে নির্ভরযোগ্য নির্দেশনা লাভ করতে পারি, যিনি আমাদের চেয়ে আরও অনেক বয়স্ক ও জ্ঞানী। আমরা তাঁর নির্দেশনা এমন একটি বই থেকে লাভ করতে পারি, যেটি প্রায় ৩,৫০০ বছর আগে লেখা হয়েছিল। এটি হল বাইবেল।

কেন আমরা বাইবেলের উপর নির্ভর করতে পারি? কারণ এটি নিখিলবিশ্বের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী ব্যক্তির কাছ থেকে এসেছে। বাইবেলে বলা হয়েছে, তিনি “অনেক দিনের বৃদ্ধ” এবং তিনি “অনাদিকাল হইতে অনন্তকাল” পর্যন্ত রয়েছেন। (দানিয়েল ৭:৯; গীতসংহিতা ৯০:২) তিনি ‘আকাশমণ্ডলের সৃষ্টিকর্ত্তা সদাপ্রভু, স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়াছেন।’ (যিশাইয় ৪৫:১৮) তিনি বলেছেন, তাঁর নাম হল যিহোবা।—যাত্রাপুস্তক ৩:১৫.

সৃষ্টিকর্তা সমস্ত মানুষের জন্য এই বাইবেল দিয়েছেন, তা তাদের সংস্কৃতি বা জাতি যা-ই হোক না কেন। বাইবেলে যে-পরামর্শ রয়েছে, তা সবসময়ের জন্য কার্যকরী এবং সমস্ত জায়গার লোকদের জন্য উপকারজনক। বাইবেল সবচেয়ে বেশি ভাষায় পাওয়া যায় এবং এটি সবচেয়ে বেশি লোকের কাছে রয়েছে। এর অর্থ হল, সমস্ত জায়গার লোক বাইবেল পড়তে পারে এবং এটি থেকে নির্দেশনা লাভ করতে পারে। এই বিষয়গুলো বাইবেলের এই কথাগুলোর সঙ্গে মিলে যায়:

“ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে-কেউ তাঁকে ভয় করে এবং সঠিক কাজ করে, তাকে ঈশ্বর গ্রহণ করেন।”—প্রেরিত ১০:৩৪, ৩৫.

একজন প্রেমময় বাবা অথবা মা যেমন একজন সন্তানকে নির্দেশনা দিয়ে থাকেন, তেমনই একজন প্রেমময় পিতা হিসেবে যিহোবা ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদের নির্দেশনা দেন। (২ তীমথিয় ৩:১৬) আপনি বাইবেলের উপর বিশ্বাস করতে পারেন কারণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি জানেন, আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো।

আমরা বাইবেলের উপর নির্ভর করতে পারি

কোলাজ: ১. একজন ব্যক্তি পাতাল ট্রেনে করে যাওয়ার সময় তার স্মার্টফোন থেকে পড়ছেন। ২. তার স্মার্টফোনে বাইবেল দেখা যাচ্ছে।

ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেল যা বলে, সেটার উপর আমরা নির্ভর করতে পারি, কারণ বর্তমানে আমরা যে-বিষয়গুলো ঘটতে দেখছি, সেগুলো সম্বন্ধে বাইবেলে প্রায় ২,০০০ বছর আগে লেখা হয়েছে।

ঘটনা:

“এক জাতি আরেক জাতিকে এবং এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করবে। বড়ো বড়ো ভূমিকম্প হবে এবং একের-পর-এক স্থানে খাদ্যের অভাব ও মহামারি দেখা দেবে।”—লূক ২১:১০, ১১.

আচরণ:

“শেষকালে পরিস্থিতি কঠিন ও বিপদজনক হবে। কারণ লোকেরা নিজেদের ভালোবাসবে, টাকাপয়সাকে ভালোবাসবে, অহংকারী হবে, উদ্ধত হবে, নিন্দা করবে, বাবা-মায়ের অবাধ্য হবে, অকৃতজ্ঞ হবে, আনুগত্য দেখাবে না, স্নেহ দেখাবে না, আপোশ করতে চাইবে না, অপবাদ দেবে, সংযমের অভাব দেখাবে, হিংস্র হবে, ভালো বিষয়কে ঘৃণা করবে, বিশ্বাসঘাতকতা করবে, নিজের ইচ্ছামতো কাজ করবে, গর্বে অন্ধ হয়ে যাবে, ঈশ্বরকে ভালোবাসবে না বরং আমোদপ্রমোদকে ভালোবাসবে।”—২ তীমথিয় ৩:১-৪.

ভবিষ্যতে যে-বিষয়গুলো ঘটবে, সেই বিষয়ে বাইবেল কীভাবে এত সঠিকভাবে বলে দিয়েছে? কোনো সন্দেহ নেই, লোয়িং নামে হংকংয়ের একজন ব্যক্তির সঙ্গে আপনি একমত হবেন, যিনি বলেছেন: “ভবিষ্যতে যে-বিষয়গুলো ঘটবে, সেগুলো সম্বন্ধে বাইবেলে অনেক আগেই বলা হয়েছে। কোনো মানুষের পক্ষে এত সঠিকভাবে তা বলা সম্ভব নয়। তাই, বাইবেল নিশ্চয়ই এমন কারো কাছ থেকে এসেছে, যিনি আমাদের চেয়ে আরও অনেক জ্ঞানী।”

বাইবেলে বলা শত শত ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হয়েছে। এগুলো প্রমাণ দেয়, বাইবেল সত্যিই ঈশ্বরের বাক্য। যিহোবা বলেন, “আমি ঈশ্বর, আমার তুল্য কেহ নাই। আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি।” (যিশাইয় ৪৬:৯, ১০) তাই, ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেল যা বলে, আপনি তা বিশ্বাস করতে পারেন।

বাইবেলের নির্দেশনা এখন ও চিরকালের জন্য উপকারজনক

বাবা-মা তাদের দুই সন্তানের হাত ধরে আনন্দের সঙ্গে একটা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন।

আপনি যখন বাইবেলের নির্দেশনা মেনে চলবেন, তখন উপকার লাভ করবেন। কিছু উদাহরণ লক্ষ্য করুন।

টাকাপয়সা ও কাজ সম্বন্ধে উত্তম পরামর্শ

“পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টি অপেক্ষা শান্তিসহ পূর্ণ এক মুষ্টি ভাল।”—উপদেশক ৪:৬.

যেভাবে সুখী পরিবার লাভ করা যায়

“তোমরা প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে নিজের মতো ভালোবেসো; আর স্ত্রীর উচিত, যেন সে তার স্বামীকে গভীর সম্মান করে।”—ইফিষীয় ৫:৩৩.

যেভাবে অন্যদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা যায়

“ক্রোধ হইতে নিবৃত্ত হও, কোপ ত্যাগ কর, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য্য করিবে।”—গীতসংহিতা ৩৭:৮.

আপনি যদি বাইবেলের পরামর্শ মেনে চলেন, তা হলে এখনই আপনার জীবন আরও ভালো হবে ও সেইসঙ্গে ভবিষ্যতে এক উত্তম জীবন লাভ করবেন। বাইবেলে আমরা ঈশ্বরের অনেক অপূর্ব প্রতিজ্ঞা পাই, যেগুলোর মধ্যে রয়েছে

লোকেরা শান্তিতে ও নিরাপদে বাস করবে

“মৃদুশীলেরা . . . শান্তির বাহুল্যে আমোদ করিবে।”—গীতসংহিতা ৩৭:১১.

সবার জন্য বাড়ি এবং প্রচুর খাবার থাকবে

“আর লোকেরা গৃহ নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে।”—যিশাইয় ৬৫:২১.

কেউ অসুস্থ হবে না অথবা মারা যাবে না

“মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না।”—প্রকাশিত বাক্য ২১:৪.

এইরকম এক ভবিষ্যৎ লাভ করার জন্য আপনাকে কী করতে হবে? পরের প্রবন্ধটা লক্ষ্য করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার