ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp24 নং ১ পৃষ্ঠা ৬-৯
  • কোনটা সঠিক আর কোনটা ভুল: একটি বই আমাদের সঠিক নির্দেশনা দেয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কোনটা সঠিক আর কোনটা ভুল: একটি বই আমাদের সঠিক নির্দেশনা দেয়
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৪
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের ঈশ্বরের নির্দেশনা প্রয়োজন
  • যেভাবে বাইবেল ঈশ্বরের নির্দেশনা সম্বন্ধে জানায়
  • পরিবারের জন্য আরও সাহায্য
    ২০১৮ সজাগ হোন!
  • কী আমাদের এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • কোনটা সঠিক আর কোনটা ভুল: আপনাকে অবশ্যই যা বাছাই করতে হবে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৪
  • সাহায্য লাভ করুন
    ২০২০ সজাগ হোন!
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৪
wp24 নং ১ পৃষ্ঠা ৬-৯

কোনটা সঠিক আর কোনটা ভুল : একটি বই আমাদের সঠিক নির্দেশনা দেয়

আমরা যা মনে করি অথবা অন্যেরা যা মনে করে, আমরা যখন সেটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিই, তখন আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি না যে, সেই সিদ্ধান্ত সবসময় সঠিক হবে। পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের জানায়, কেন এমনটা হয়। এ ছাড়া, বাইবেল আমাদের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে সাহায্য করে। এই নির্দেশনা অনুসরণ করে আমরা জীবনে সুখী হতে পারি এবং আনন্দ খুঁজে পেতে পারি।

আমাদের ঈশ্বরের নির্দেশনা প্রয়োজন

বাইবেলে যিহোবাa ঈশ্বর আমাদের জানান, মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়নি যে, তারা নিজে নিজে তাদের সঠিক পথ বাছাই করতে পারে। এর পরিবর্তে তিনি চান, মানুষ যেন তাঁর কথা শোনে। (যিরমিয় ১০:২৩) তাই, তিনি সঠিক নির্দেশনা দেওয়ার জন্য বাইবেলে ভালো পরামর্শ দিয়েছেন। তিনি আমাদের ভালোবাসেন আর চান না, আমরা এমন খারাপ সিদ্ধান্ত নিই, যেগুলো আমাদের জীবনে সমস্যা নিয়ে আসে এবং আমাদের দুঃখ দেয়। (দ্বিতীয় বিবরণ ৫:২৯; ১ যোহন ৪:৮) সবচেয়ে বড়ো বিষয় হল, সৃষ্টিকর্তা হিসেবে তাঁর অগাধ প্রজ্ঞা ও জ্ঞান রয়েছে আর তিনি মানুষের নৈতিক নির্দেশনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারেন। (গীতসংহিতা ১০০:৩; ১০৪:২৪) তবুও, ঈশ্বর কখনো মানুষকে তাঁর মান অনুযায়ী চলার জন্য জোর করেন না।

যিহোবা ঈশ্বর প্রথম মানব দম্পতি আদম ও হবাকে প্রকৃত সুখ পাওয়ার জন্য যা যা প্রয়োজন, সেই সবকিছুই জুগিয়েছিলেন। (আদিপুস্তক ১:২৮, ২৯; ২:৮, ১৫) এ ছাড়া, তিনি তাদের কিছু সাধারণ নির্দেশনা দিয়েছিলেন এবং আশা করেছিলেন, যেন তারা সেগুলো মেনে চলে। কিন্তু তারা তাঁর নির্দেশনা মেনে চলবে কি না, সেটা তিনি তাদের উপরই ছেড়ে দিয়েছিলেন। (আদিপুস্তক ২:৯, ১৬, ১৭) দুঃখের বিষয় হল, ঈশ্বরের মান অনুসরণ করার পরিবর্তে তারা নিজেদের মান অনুযায়ী চলা বেছে নিয়েছিল। (আদিপুস্তক ৩:৬) এর পরিণতি কী হয়েছে? মানুষ যখন নিজেদের জন্য কোনটা ঠিক ও কোনটা ভুল, তা বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন কি তারা আরও ভালো কিছু লাভ করেছে? না। ইতিহাস প্রমাণ দেয়, ঈশ্বরের মান অগ্রাহ্য করে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে।—উপদেশক ৮:৯.

আমরা যেখানেই বসবাস করি না কেন অথবা যে-পরিবারেই বড়ো হয়ে উঠি না কেন, আমরা যদি বাইবেলের নির্দেশনা অনুসরণ করি, তা হলে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। (২ তীমথিয় ৩:১৬, ১৭; “সমস্ত লোকের জন্য একটা বই” শিরোনামের বাক্সটা দেখুন।) এই ক্ষেত্রে বাইবেল কীভাবে আমাদের সাহায্য করে, তা বিবেচনা করুন।

কেন বাইবেলকে “ঈশ্বরের বাক্য” বলা হয়, সেই সম্বন্ধে আরও জানুন।—১ থিষলনীকীয় ২:১৩. jw.org ওয়েবসাইটে বাইবেলের গ্রন্থকার কে? শিরোনামের ভিডিওটা দেখুন।

সমস্ত লোকের জন্য একটা বই

আমরা আশা করতে পারি, একজন বিজ্ঞ ও প্রেমময় সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য এমন নির্দেশনা জোগাবেন, যেটা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আসুন, আমরা বাইবেল সম্বন্ধে কিছু তথ্য বিবেচনা করে দেখি:

বিভিন্ন জাতির লোক বাইবেল পড়ছে। নীচের দিকে ছাপানো ও ডিজিটাল ফরম্যাটে একাধিক বাইবেল দেখা যাচ্ছে।
  • ৩,৫০০+ ভাষায় সম্পূর্ণ অথবা আংশিক বাইবেল পাওয়া যায়। পৃথিবীতে এত ভাষায় আর অন্য কোনো বই অনুবাদ করা হয়নি।

  • ৫০০,০০,০০,০০০+ সংখ্যায় বাইবেলের কপি ছাপানো হয়েছে আর তাই এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিতরিত বই।

বাইবেল কোনো জাতি, দেশ, গোষ্ঠী অথবা সংস্কৃতির মধ্যে ভেদাভেদ করে না। এটি সত্যিই সমস্ত মানুষের জন্য একটা বই।

jw.org ওয়েবসাইটে অনলাইনে বাইবেল পড়ুন (২৫০টারও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে)

একজন ব্যক্তি আঙুল দিয়ে মিলিয়ে বাইবেল পড়ছে।

কেন কেউ কেউ মনে করে যে, বাইবেল তাদের সাহায্য করতে পারবে না?

কোনো কোনো ব্যক্তি দাবি করে, বাইবেল সঠিকভাবে নৈতিক নির্দেশনা দিতে পারে না। তারা এই ধরনের আপত্তি জানায়।

কেউ কেউ বলে থাকে: “বাইবেল পরস্পরবিরোধী।”

সত্য বিষয়টা হল: প্রথমে বাইবেলের কোনো কোনো অংশ পড়লে মনে হতে পারে, সেগুলো পরস্পরবিরোধী অর্থাৎ বাইবেল এক জায়গায় একরকম বলে, আবার আরেক জায়গায় আরেক রকম বলে। কিন্তু আমরা যদি বিবেচনা করে দেখি যে, কখন ও কোথায় তা লেখা হয়েছিল এবং লেখকের দৃষ্টিভঙ্গি কী, তা হলে আমরা হয়তো বুঝতে পারব, আসলে সেগুলো পরস্পরবিরোধী নয়।

কিছু নির্দিষ্ট উদাহরণ জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “Are There Contradictions in the Bible?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

কেউ কেউ বলে থাকে: “যারা বাইবেল মেনে চলে বলে দাবি করে, তারাই তো খারাপ কাজ করে, তা হলে বাইবেল পড়ে লাভ কী?”

সত্য বিষয়টা হল: যে-ব্যক্তিরা বাইবেলের শিক্ষা অনুযায়ী চলে না, তাদের খারাপ আচার-আচরণের জন্য বাইবেলকে দায়ী করা যায় না। এটি ভবিষ্যদ্‌বাণী করে, অনেকে বাইবেল মেনে চলার দাবি করবে, কিন্তু আসলে সেই অনুযায়ী কাজ করবে না আর তাদের মধ্যে এমনকী ধর্মীয় নেতারাও রয়েছে। বাইবেল আমাদের এও জানায়, “তাদের কারণে সত্যের পথ নিন্দিত হবে।”—২ পিতর ২:১, ২.

অনেক ধর্মীয় নেতা রয়েছে, যারা বাইবেলের শিক্ষা অনুযায়ী চলে না আর সেটার একটা উদাহরণ জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “ধর্মের উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে” শিরোনামের ভিডিওটা দেখুন।

কেউ কেউ বলে থাকে: “বাইবেল অন্যদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করে না।”

সত্য বিষয়টা হল: বাইবেল অন্য ব্যক্তিদের প্রতি সম্মান দেখাতে উৎসাহিত করে। এটি বলে না . . .

  • আমরা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করি।—ফিলিপীয় ২:৩.

  • যাদের বিশ্বাস ও মূল্যবোধ আমাদের চেয়ে আলাদা, তাদের আমরা অসম্মান করি।—১ পিতর ২:১৭.

  • আমরা নিজেদের ধারণা অন্যদের উপর চাপিয়ে দিই।—মথি ১০:১৪.

অন্য দিকে বাইবেল জানায়, ঈশ্বর সবসময় লোকদের সঙ্গে সদয়ভাবে আচরণ করেন আর তিনি চান, আমরাও যেন একইরকম আচরণ করি।—রোমীয় ৯:১৪.

আরও তথ্যের জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “বাইবেলের দৃষ্টিভঙ্গি—সহনশীলতা” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

যেভাবে বাইবেল ঈশ্বরের নির্দেশনা সম্বন্ধে জানায়

বাইবেল আমাদের জানায়, শুরু থেকে ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন ছিল। এটি আমাদের বুঝতে সাহায্য করে, ঈশ্বরের দৃষ্টিতে কোনটা ঠিক, কোনটা ভুল; কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর। (গীতসংহিতা ১৯:৭, ১১) বাইবেল থেকে আমরা এমন নীতিগুলো পাই, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো হয়ে যায় না আর তা আমাদের রোজকার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

উদাহরণ হিসেবে, হিতোপদেশ ১৩:২০ পদের পরামর্শ বিবেচনা করুন: “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।” এই নীতি প্রাচীন কালে যেমন প্রযোজ্য ছিল, বর্তমানেও প্রযোজ্য। বাইবেলে এই ধরনের প্রচুর ব্যাবহারিক এবং মূল্যবান নীতি পাওয়া যায়।—“বাইবেলের অনন্ত প্রজ্ঞা” শিরোনামের বাক্সটা দেখুন।

কিন্তু আপনি হয়তো অবাক হয়ে এই প্রশ্ন করতে পারেন, “কীভাবে আমি নিশ্চিত হতে পারি যে, বাইবেলের পরামর্শ আমাকে সাহায্য করবে?” পরবর্তী প্রবন্ধে কিছু বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্বন্ধে বিবেচনা করা হবে।

a ঈশ্বরের ব্যক্তিগত নাম হল যিহোবা।—গীতসংহিতা ৮৩:১৮, NW.

বাইবেলের অনন্ত প্রজ্ঞা

যদিও বাইবেল লেখা প্রায় দু-হাজার বছর আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটি বর্তমানেও আমাদের সাহায্য করে। মানুষের স্বভাব পরিবর্তিত হয়নি। আমরা এখনও সুখী হতে চাই এবং ভালোভাবে জীবনযাপন করতে চাই। (উপদেশক ১:৯) বাইবেলের প্রজ্ঞা, যেটা কখনো পুরোনো হয়ে যায় না, সেটা আমাদের এই গন্তব্যে পৌঁছোতে সাহায্য করতে পারে।

সততা

  • “আমরা সমস্ত বিষয়ে সৎভাবে জীবনযাপন করতে চাই।”—ইব্রীয় ১৩:১৮.

  • “যে চুরি করে, সে আর চুরি না করুক; বরং পরিশ্রম করুক।”—ইফিষীয় ৪:২৮.

সম্পর্ক

  • “প্রত্যেকে কেবল নিজের উপকারের জন্য চেষ্টা না করুক, কিন্তু অন্যের উপকারের জন্য চেষ্টা করুক।”—১ করিন্থীয় ১০:২৪.

  • “একে অন্যকে সহ্য করো এবং পরস্পরকে পুরোপুরিভাবে ক্ষমা করো।”—কলসীয় ৩:১৩.

সিদ্ধান্ত নেওয়া

  • “যে অবোধ, সে সকল কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক নিজ পাদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে।”—হিতোপদেশ ১৪:১৫.

  • “সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়।”—হিতোপদেশ ২২:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার