ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w21 জুন পৃষ্ঠা ৩১
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • খ্রীষ্টের ব্যবস্থা
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন
    ২০১৭-২০১৮ সালের সীমা সম্মেলনের বিষয়সূচি—শাখা প্রতিনিধির সঙ্গে
  • প্রাথমিক খ্রিস্টান এবং মোশির ব্যবস্থা
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খ্রীষ্টপূর্ব ব্যবস্থা
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
w21 জুন পৃষ্ঠা ৩১

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

প্রেরিত পৌল আসলে কী বোঝাতে চেয়েছিলেন, যখন তিনি বলেছিলেন: “কারণ আইনের দ্বারা আমি আইনের কাছে মারা গিয়েছি?”—গালা. ২:১৯.

প্রেরিত পৌল।

▪ পৌল লিখেছিলেন: “কারণ আইনের দ্বারা আমি আইনের কাছে মারা গিয়েছি, যেন ঈশ্বরের জন্য জীবিত হতে পারি।”—গালা. ২:১৯.

রোমীয় সাম্রাজ্যের গালাতিয়া প্রদেশের মণ্ডলীগুলোকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর সময়ে পৌল এই কথাটা লিখেছিলেন। সেখানকার কিছু খ্রিস্টান মিথ্যা শিক্ষকদের দ্বারা প্রভাবিত হচ্ছিল। সেই ব্যক্তিরা শেখাচ্ছিল যে, পরিত্রাণ লাভ করার জন্য একজন ব্যক্তিকে মোশির ব্যবস্থা মেনে চলতে হবে, বিশেষ করে ত্বকচ্ছেদ করতে হবে। কিন্তু, পৌল জানতেন যে, ঈশ্বর এখন আর বিশ্বাসীদের কাছ থেকে ত্বকচ্ছেদ করার বিষয়টা আশা করেন না। তিনি এই শিক্ষাগুলোকে মিথ্যা বলে প্রমাণিত করার জন্য জোরালো যুক্তি দিয়েছিলেন আর যিশু খ্রিস্টের মুক্তির মূল্যের বলিদানের উপর ভাইদের বিশ্বাস আরও শক্তিশালী করেছিলেন।—গালা. ২:৪; ৫:২.

বাইবেল স্পষ্টভাবে বলে যে, একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার চারপাশের বিষয়গুলো সম্বন্ধে কিছুই জানতে পারেন না অথবা সেগুলোর দ্বারা প্রভাবিতও হন না। (উপ. ৯:৫) পৌল যখন বলেছিলেন: “আমি আইনের কাছে মারা গিয়েছি,” তখন আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন যে, মোশির ব্যবস্থা তার জীবনে আর কোনো প্রভাব ফেলবে না। তিনি নিশ্চিত ছিলেন যে, মুক্তির মূল্যের বলিদানের উপর তার বিশ্বাসের কারণে তিনি ‘ঈশ্বরের জন্য জীবিত হয়েছেন।’

পৌলের পরিস্থিতির এই পরিবর্তন “আইনের দ্বারা” ঘটেছিল। কীভাবে? তিনি এর আগের পদগুলোতে ব্যাখ্যা করেছিলেন যে, “একজন ব্যক্তিকে ব্যবস্থায় যা বলা আছে, তা পালন করার কারণে নয়, বরং যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করার কারণে ধার্মিক বলে ঘোষণা করা হয়।” (গালা. ২:১৬) এটা ঠিক যে, ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পাদন করেছিল। পৌল গালাতীয়দের কাছে ব্যাখ্যা করেছিলেন: “অপরাধ প্রকাশ করার জন্য” ব্যবস্থা দেওয়া হয়েছিল আর “এই ব্যবস্থা সেই বংশধর না আসা পর্যন্ত কার্যকর ছিল, যাঁর কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল।” (গালা. ৩:১৯) হ্যাঁ, ব্যবস্থা লোকদের এই বিষয়টা উপলব্ধি করতে সাহায্য করেছিল যে, অসিদ্ধ ও পাপী ব্যক্তিরা নিখুঁতভাবে ব্যবস্থা পালন করতে পারবে না আর তাদের এক সর্বশেষ ও সিদ্ধ বলিদানের প্রয়োজন রয়েছে। তাই, ব্যবস্থাই লোকদের “সেই বংশধর” অর্থাৎ খ্রিস্টের দিকে পরিচালিত করেছিল। যিশু খ্রিস্টের উপর বিশ্বাস দেখানোর মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের কাছে ধার্মিক বলে গণ্য হতে পারবে। (গালা. ৩:২৪) পৌল এটা বলেছিলেন কারণ ব্যবস্থাই তাকে যিশুকে গ্রহণ করতে এবং তাঁর উপর বিশ্বাস গড়ে তুলতে পরিচালিত করেছিল। এভাবেই পৌল “আইনের কাছে মারা” গিয়েছিলেন আর “ঈশ্বরের জন্য জীবিত হতে” পেরেছিলেন। তিনি আর ব্যবস্থার অধীনে ছিলেন না কিন্তু ঈশ্বরের অধীনে ছিলেন।

রোমীয়দের উদ্দেশে লেখা চিঠির মধ্যে পৌল একইরকম যুক্তি তুলে ধরেছিলেন। “হে আমার ভাইয়েরা, তোমরা ব্যবস্থার কাছে মারা গিয়েছ। . . . আমরা আর ব্যবস্থার কাছে আবদ্ধ নই।” (রোমীয় ৭:৪, পাদটীকা, ৬) এখানে এবং গালাতীয় ২:১৯ পদে পৌল ব্যবস্থার দ্বারা পাপী সাব্যস্ত হয়ে মারা যাওয়ার কথা বলছিলেন না বরং তিনি ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার কথা বলছিলেন। তাই, তিনি এবং তার মতো অন্যেরা আর ব্যবস্থার অধীনে ছিলেন না। তারা খ্রিস্টের মুক্তির মূল্যের উপর বিশ্বাস করার দ্বারা স্বাধীন হয়েছিলেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার