ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w21 সেপ্টেম্বর পৃষ্ঠা ২০-২৫
  • যিহোবা ও ভাই-বোনদের প্রতি আপনার প্রেম বৃদ্ধি করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা ও ভাই-বোনদের প্রতি আপনার প্রেম বৃদ্ধি করুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা চান যেন আপনি তাঁর নিকটবর্তী হন
  • যিহোবার মতো ভাই-বোনদের প্রতি প্রেম দেখান
  • আপনার পিতা ও ভাই-বোনদের মূল্যবান হিসেবে দেখুন
  • আমাদের পিতা যিহোবা আমাদের খুব ভালোবাসেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • আমরা আমাদের পিতা যিহোবাকে খুব ভালোবাসি
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • ‘যিশু যাকে ভালোবাসতেন, সেই শিষ্যের’ কাছ থেকে শিক্ষা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • আপনি কি যিহোবাকে আপনার পিতা হিসেবে দেখেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
w21 সেপ্টেম্বর পৃষ্ঠা ২০-২৫

অধ্যয়ন প্রবন্ধ ৩৮

যিহোবা ও ভাই-বোনদের প্রতি আপনার প্রেম বৃদ্ধি করুন

‘আমার পিতা এবং তোমাদের পিতা, তাঁর কাছে আমি যাচ্ছি।’—যোহন ২০:১৭.

গান ২৩ যিহোবা, মোদের বল

সারাংশa

১. আমরা যিহোবাকে কী বলে ডাকতে পারি?

যিহোবার পরিবারে যিশু রয়েছেন, যিনি “সমস্ত সৃষ্টির প্রথমজাত” আর সেইসঙ্গে লক্ষ লক্ষ স্বর্গদূতও রয়েছেন। (কল. ১:১৫; গীত. ১০৩:২০) যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি বলেছিলেন যে, যারা যিহোবার প্রতি বিশ্বস্ত থাকে, তারাও যিহোবাকে পিতা বলে ডাকতে পারে। তাই, যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, যিহোবা “আমার পিতা এবং তোমাদের পিতা।” (যোহন ২০:১৭) আমরা যখন যিহোবার কাছে নিজেদের জীবন উৎসর্গ করি এবং বাপ্তিস্ম নিই, তখন আমরা এমন একটা পরিবারের অংশ হই, যেটা ভাই-বোনদের নিয়ে গড়ে উঠেছে।—মার্ক ১০:২৯, ৩০.

২. এই প্রবন্ধে আমরা কী শিখব?

২ কিছু লোকের পক্ষে যিহোবাকে পিতা হিসেবে দেখা কঠিন বলে মনে হয়। এমন কিছু লোকও রয়েছে, যারা ভাই-বোনদের প্রতি প্রেম প্রকাশ করতে পারে না। এই প্রবন্ধে আমরা যিশুর কাছ থেকে শিখব, কেন আমাদের যিহোবাকে পিতা হিসেবে দেখা উচিত। আমরা এও জানব, যিহোবার মতো কীভাবে আমরা আমাদের ভাই-বোনদের প্রতি প্রেম দেখাতে পারি।

যিহোবা চান যেন আপনি তাঁর নিকটবর্তী হন

৩. যিশু যে-প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তা থেকে কী বোঝা যায়?

৩ যিহোবা নিষ্ঠুর পিতা নন বরং তিনি হলেন একজন প্রেমময় পিতা। আমরা যেকোনো সময়ে তাঁর সঙ্গে কথা বলতে পারি। তাই, যিশু যখন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন: ‘আমাদের পিতা।’ (মথি ৬:৯) তিনি যিহোবাকে ‘সর্ব্বশক্তিমান,’ “সৃষ্টিকর্ত্তা” কিংবা “অনন্তকালীন রাজা” বলেননি। (আদি. ৪৯:২৫; যিশা. ৪০:২৮; ১ তীম. ১:১৭) যদিও বাইবেলে যিহোবাকে এভাবে সম্বোধন করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যিশু তাঁকে “পিতা” বলে সম্বোধন করেছিলেন।

৪. যিহোবা আমাদের কাছ থেকে কী চান?

৪ অনেক লোক ছোটোবেলায় তাদের বাবার কাছ থেকে ভালোবাসা পায় না। তাই, যিহোবাকে একজন প্রেমময় পিতা হিসেবে দেখা তাদের জন্য কঠিন বলে মনে হয়। আপনারও কি এমনটা মনে হয়? আস্থা রাখুন, যিহোবা আপনার অনুভূতি বোঝেন। বাইবেলে লেখা রয়েছে: “ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন।” (যাকোব ৪:৮) যিহোবা আপনাকে ভালোবাসেন এবং প্রতিজ্ঞা করেন যে, তাঁর মতো একজন উত্তম পিতা আপনি কোথাও পাবেন না।

৫. কীভাবে আমরা যিহোবার নিকটবর্তী হতে পারি? (লূক ১০:২২)

৫ যিশুর সাহায্যে আমরা যিহোবার নিকটবর্তী হতে পারি। যিশু যিহোবাকে খুব ভালোভাবে জানেন এবং তাঁর মধ্যে সেই সমস্ত গুণ আছে, যেগুলো যিহোবার রয়েছে। তাই, তিনি বলেছিলেন, “যে আমাকে দেখেছে, সে পিতাকেও দেখেছে।” (যোহন ১৪:৯) যিশু একজন বড়ো ভাইয়ের মতো আমাদের শিখিয়েছেন যে, আমাদের পিতা যিহোবাকে সম্মান করা উচিত, তাঁর কথা শোনা উচিত এবং তাঁকে খুশি করার প্রচেষ্টা করা উচিত। কিন্তু, যিশু বিশেষভাবে তাঁর নিজের জীবনধারা থেকে আমাদের শিখিয়েছেন, যিহোবা হলেন একজন প্রেমময় ও দয়ালু ঈশ্বর।—পড়ুন, লূক ১০:২২.

একজন প্রেমময় পিতার মতো, যিহোবা স্বর্গদূতের মাধ্যমে যিশুকে শক্তিশালী করছেন (৬ অনুচ্ছেদ দেখুন)c

৬. কোন কোন সময়ে যিহোবা যিশুর প্রার্থনা শুনেছিলেন?

৬ যিহোবা তাঁর সন্তানদের কথা শোনেন। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি যিহোবার কাছে অনেক বার প্রার্থনা করেছিলেন আর যিহোবা তাঁর কথা শুনেছিলেন। (লূক ৫:১৬) একবার যিশুকে এক বড়ো সিদ্ধান্ত নিতে হয়েছিল, তাঁকে ১২ জন প্রেরিত বাছাই করতে হত। তিনি যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন এবং যিহোবা তাঁর প্রার্থনা শুনেছিলেন। (লূক ৬:১২, ১৩) মারা যাওয়ার আগের রাতে, যিশু যখন খুব উদ্‌বিগ্নতার মধ্যে ছিলেন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছিলেন, তখন তিনি যিহোবার কাছে হৃদয় উজাড় করে প্রার্থনা করেছিলেন। সেই সময়ে যিহোবা তাঁর প্রিয় পুত্রের শুধুমাত্র প্রার্থনাই শোনেননি, কিন্তু সেইসঙ্গে তাঁকে শক্তিশালী করার জন্য একজন স্বর্গদূতকেও পাঠিয়েছিলেন।—লূক ২২:৪১-৪৪.

৭. যিহোবা যে আমাদের প্রার্থনা শোনেন, এটা জেনে আপনি কেমন অনুভব করেন?

৭ বর্তমানেও, যিহোবা আমাদের প্রার্থনা শোনেন। তিনি সঠিক সময়ে আর সবচেয়ে উত্তম উপায়ে আমাদের প্রার্থনার উত্তর দেন। (গীত. ১১৬:১, ২) ভারতে বসবাসরত একজন বোনের বিষয়ে লক্ষ করুন। তিনি প্রায়ই উদ্‌বিগ্নতার মধ্যে থাকতেন আর এই বিষয়ে তিনি যিহোবার কাছে অনেক বার প্রার্থনা করেছিলেন। বোন বলেন: “যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। ২০১৯ সালের মে মাসের JW ব্রডকাস্টিং-এ বলা হয়েছিল, আমরা কীভাবে উদ্‌বিগ্নতার সঙ্গে মোকাবিলা করতে পারি। এই কার্যক্রম একেবারে সঠিক সময়ে এসেছিল।”

৮. যিহোবা কোন কোন উপায়ে যিশুর প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেছিলেন?

৮ যিহোবা তাঁর সন্তানদের খুব ভালোবাসেন এবং তাদের যত্ন নিয়ে থাকেন। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন যিহোবা তাঁর যত্ন নিয়েছিলেন। (যোহন ৫:২০) তিনি যিশুর বিশ্বাসকে শক্তিশালী রাখার জন্য সাহায্য করেছিলেন। যিশু যখন দুঃখের মধ্যে ছিলেন, তখন যিহোবা তাঁকে উৎসাহিত করেছিলেন। অনেক বার, তিনি তাঁর পুত্রের প্রতি তাঁর ভালোবাসা খোলাখুলিভাবে প্রকাশ করেছিলেন। (মথি ৩:১৬, ১৭) যিশু কখনোই নিজেকে একা বলে মনে করেননি কারণ তিনি জানতেন, তাঁর প্রেমময় পিতা সবসময় তাঁর সঙ্গে রয়েছেন।—যোহন ৮:১৬.

৯. কীভাবে আমরা জানি যে, যিহোবা আমাদের ভালোবাসেন?

৯ যেভাবে যিহোবা যিশুর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন, একইভাবে তিনি আমাদের প্রতিও তাঁর ভালোবাসা দেখিয়ে থাকেন। তিনি আমাদের তাঁর প্রতি আকর্ষণ করেছেন এবং ভাই-বোনদের নিয়ে গড়ে ওঠা একটা বড়ো পরিবার দিয়েছেন। (যোহন ৬:৪৪) এই ভাই-বোনদের সঙ্গে সময় কাটানোর ফলে আমরা আনন্দ লাভ করি আর কঠিন সময়ে তারা আমাদের উৎসাহিত করে। যিহোবা আমাদের সাহায্য করেন, যাতে আমাদের বিশ্বাস শক্তিশালী থাকে এবং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ হয়। (মথি ৬:৩১, ৩২) আমরা যখন এই বিষয়ে চিন্তা করি যে, যিহোবা আমাদের কতটা ভালোবাসেন, তখন তাঁর প্রতি আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি পায়।

যিহোবার মতো ভাই-বোনদের প্রতি প্রেম দেখান

১০. আমাদের কার মতো ভাই-বোনদের প্রতি প্রেম দেখানো উচিত?

১০ যিহোবা আমাদের সমস্ত ভাই-বোনকে খুব ভালোবাসেন। কিন্তু, কখনো কখনো আমাদের পক্ষে হয়তো ভাই-বোনদের প্রতি ভালোবাসা দেখানো সহজ হয় না। আমরা সবাই আলাদা আলাদা পটভূমি কিংবা সংস্কৃতি থেকে এসেছি আর আমরা প্রায়ই ভুল করে ফেলি, যেটার কারণে আমরা একে অপরকে দুঃখ দিয়ে থাকি। তারপরও, আমাদের ভাই-বোনদের প্রতি ক্রমাগত প্রেম দেখানো উচিত। এই বিষয়ে আমরা যিহোবার কাছ থেকে শিখতে পারি।—ইফি. ৫:১, ২; ১ যোহন ৪:১৯.

১১. কীভাবে বোঝা যায় যে, যিশুও যিহোবার মতো ‘কোমল সমবেদনা’ দেখিয়ে থাকেন?

১১ যিহোবা ‘কোমল সমবেদনা’ দেখিয়ে থাকেন। (লূক ১:৭৮) এই গুণ যিশুর মধ্যেও ছিল। এই কারণে তিনি যখন দেখতেন, লোকেরা দুঃখকষ্টের মধ্যে রয়েছে, তখন তিনি তাদের কষ্ট বুঝতে পারতেন আর তাদের সাহায্য করার জন্য পদক্ষেপও নিতেন। (যোহন ৫:১৯) একবার, “অনেক লোকের ভিড় দেখে তিনি তাদের জন্য গভীর সমবেদনা বোধ করলেন কারণ তারা ক্ষতবিক্ষত ও অবহেলিত মেষের মতো ছিল, যেন পালকবিহীন মেষপাল।” (মথি ৯:৩৬) যিশু অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতেন আর সেই লোকদেরও সাহায্য করতেন, যারা “পরিশ্রান্ত ও ভারাক্রান্ত” ছিল।—মথি ১১:২৮-৩০; ১৪:১৪.

কোলাজ: ১. ভাই-বোনেরা একটা বাক্সে কিছু খাবারদাবার ভরছে। ২. একজন ভাই এক পরিবারের কাছে একটা খাবারের বাক্স পৌঁছাচ্ছেন।

যিহোবার মতো ভাই-বোনদের প্রতি সমবেদনা ও উদারতা দেখান (১২-১৪ অনুচ্ছেদ দেখুন)d

১২. কোন কোন উপায়ে আমরা ভাই-বোনদের প্রতি সমবেদনা দেখাতে পারি?

১২ আমাদেরও ভাই-বোনদের প্রতি সমবেদনা দেখানো উচিত। কিন্তু, আমরা এমনটা তখনই করতে পারব, যখন আমরা তাদের পরিস্থিতি বুঝব। উদাহরণ স্বরূপ, একজন বোনের হয়তো গুরুতর কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। হতে পারে, এই বিষয়ে তিনি অন্যদের সঙ্গে কথা বলেন না। আমরা কি তাকে সাহায্য করতে পারি? যেমন, রান্না করার কিংবা ঘর পরিষ্কার করার মাধ্যমে? কিংবা হতে পারে, একজন ভাইয়ের চাকরি চলে গিয়েছে। আমরা কি তাকে না জানিয়ে কিছু টাকাপয়সা দিতে পারি? এভাবে, যতক্ষণ পর্যন্ত না তিনি আরেকটা চাকরি খুঁজে পাচ্ছেন, ততক্ষণ তার কিছুটা সাহায্য হয়ে যাবে।

১৩-১৪. কীভাবে আমরা যিহোবার মতো উদার হতে পারি?

১৩ যিহোবা হলেন একজন উদার ব্যক্তি। (মথি ৫:৪৫) মানুষ কোনো কিছু চাওয়ার আগেই তিনি তাদের উত্তম বিষয়গুলো জুগিয়ে থাকেন। উদাহরণ স্বরূপ, আমাদের প্রত্যেকেরই সূর্যের প্রয়োজন। কিন্তু, আমাদের চাওয়ার আগেই তিনি প্রতিদিন আমাদের উপর সূর্য উদিত করেন। আর এমনকী সেই লোকদের উপরও, যারা তাঁর প্রতি কৃতজ্ঞ নয়। এটা থেকে আমরা যিহোবার প্রেম ও তাঁর উদারতা স্পষ্টভাবে দেখতে পাই। আমাদের যিহোবার মতো হওয়া উচিত। ভাই-বোনেরা আমাদের কাছ থেকে সাহায্য চাওয়ার আগে, আমাদের নিজে থেকে এগিয়ে গিয়ে তাদের সাহায্য করা উচিত।

১৪ উদাহরণ স্বরূপ, ২০১৩ সালে হাইয়ান নামে এক প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ফিলিপিনসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক ভাই-বোন তাদের ঘরবাড়ি ও অন্যান্য বিষয় হারিয়েছিল। আলাদা আলাদা দেশের ভাই-বোনেরা তাদের সাহায্য করেছিল। কেউ কেউ অর্থ দান করেছিল, আবার কেউ কেউ নির্মাণ প্রকল্পে অংশ নিয়েছিল। এই কারণে এক বছরের মধ্যেই প্রায় ৭৫০টা ঘর মেরামত করা হয়েছিল কিংবা সেগুলো আবারও নির্মাণ করা হয়েছিল। কোভিড-১৯ অতিমারির সময়েও, অনেক ভাই-বোন একে অপরকে সাহায্য করেছে। এভাবে আমরা যখন দ্রুত আমাদের ভাই-বোনদের সাহায্য করি, তখন আমরা দেখাই যে, আমরা তাদের কতটা ভালোবাসি।

১৫-১৬. লূক ৬:৩৬ পদ অনুযায়ী আমাদের পিতা যিহোবার মতো হওয়ার জন্য আমাদের কী করতে হবে?

১৫ যিহোবা খুবই করুণাময়। (পড়ুন, লূক ৬:৩৬.) তিনি প্রতিদিন আমাদের অনেক ভুল ক্ষমা করে দেন। (গীত. ১০৩:১০-১৪) যিশুও একজন করুণাময় ব্যক্তি ছিলেন। তাঁর শিষ্যেরা অনেক ভুল করেছিল, কিন্তু প্রতি বার তিনি তাদের ক্ষমা করে দিয়েছিলেন। যিশু নিজের জীবন দিয়েছিলেন, যাতে আমরা সবাই আমাদের পাপের ক্ষমা লাভ করতে পারি। (১ যোহন ২:১, ২) যিহোবা ও যিশু যেভাবে আমাদের প্রতি করুণা দেখিয়ে থাকেন, এটা আমাদের তাঁদের আরও নিকটবর্তী হতে সাহায্য করে।

১৬ আমাদেরও একে অপরকে “পুরোপুরিভাবে ক্ষমা” করা উচিত। (ইফি. ৪:৩২) তখনই ভাই-বোনদের প্রতি আমাদের ভালোবাসা গভীর হবে। কখনো কখনো তা করা কঠিন হতে পারে। কিন্তু তারপরও, আমাদের ক্রমাগত প্রচেষ্টা করা উচিত। একজন বোন এমনটাই করেছিলেন। তিনি যখন প্রহরীদুর্গ পত্রিকার “পরস্পরকে ক্ষমা করুন”b শিরোনামের একটা প্রবন্ধ পড়েন, তখন এটা তাকে অনেক সাহায্য করে। তিনি বলেন: “এই প্রবন্ধ আমাকে এটা বুঝতে সাহায্য করেছে যে, অন্যদের ক্ষমা করলে আমিই উপকৃত হব। এই প্রবন্ধে বলা হয়েছে, ক্ষমা করার অর্থ এই নয় যে, আমাদের তাদের অন্যায় আচরণ মেনে নিতে হবে অথবা এর ফলে সৃষ্ট অনুভূতিকে গুরুত্বহীন বলে মনে করতে হবে। এর পরিবর্তে, ক্ষমা করার অর্থ হল, এমন লোকদের জন্য নিজেদের মনে বিরক্তি পুষে না রাখা এবং নিজেদের শান্তি বজায় রাখা।” আমরা যখন মন থেকে আমাদের ভাই-বোনদের ক্ষমা করি, তখন আমরা দেখাই যে, আমরা তাদের কতটা ভালোবাসি আর আমাদের পিতা যিহোবার মতো হওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি।

আপনার পিতা ও ভাই-বোনদের মূল্যবান হিসেবে দেখুন

কোলাজ: ১. জেলে বন্দি রয়েছেন এমন একজন ভাইকে উৎসাহিত করার জন্য একটি ছোটো মেয়ে কিছু আঁকছে আর তার মা তাকে সাহায্য করছেন। ২. সেই ভাই সেই ছবি ও চিঠি দেখে হাসছেন।

অল্পবয়সি কিংবা বয়স্ক, প্রত্যেকেই সমস্ত দেশের ভাই-বোনদের প্রতি ভালোবাসা দেখায় (১৭ অনুচ্ছেদ দেখুন)e

১৭. মথি ৫:১৬ পদ অনুযায়ী কীভাবে আমরা যিহোবার গৌরব করতে পারি?

১৭ আমরা খুব খুশি যে, আমার এমন এক পরিবারের অংশ, যে-পরিবারের সদস্যেরা সারা পৃথিবীতে রয়েছে। আমরা চাই যেন বেশিরভাগ লোক এই পরিবারের অংশ হয়। তাই, আমাদের খেয়াল রাখা উচিত যেন আমরা এমন কিছু না করি, যেটার কারণে যিহোবা কিংবা তাঁর লোকদের বদনাম হয়। আমাদের সবার সঙ্গে ভালোভাবে আচরণ করা উচিত, যাতে লোকেরা যিহোবা সম্বন্ধে শেখে এবং তাঁর সেবা করে।—পড়ুন, মথি ৫:১৬.

১৮. কী আমাদের সাহসের সঙ্গে প্রচার করার ক্ষেত্রে সাহায্য করতে পারে?

১৮ আমরা যখন অন্যদের আমাদের পিতা যিহোবা সম্বন্ধে জানাই, তখন অনেক লোক আমাদের নিয়ে সমালোচনা করে কিংবা আমাদের সঙ্গে খারাপভাবে আচরণ করে। কিন্তু, আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। যিহোবা ও যিশু আমাদের সাহায্য করবেন। যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, তাদের এই বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই যে, তারা কী করবে। কেন? তিনি বলেছিলেন: “যা বলতে হবে, তা সেই সময়ে তোমাদের জানানো হবে। সেই সময়ে তোমরা যে কথা বলবে, এমন নয়, কিন্তু পিতার পবিত্র শক্তিই তোমাদের মধ্য দিয়ে কথা বলবে।”—মথি ১০:১৯, ২০.

১৯. কীভাবে রবার্ট সাক্ষ্য দিয়েছিলেন?

১৯ দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভাই রবার্টের উদাহরণ বিবেচনা করুন। তিনি সবেমাত্র বাইবেল সম্বন্ধে শিখতে শুরু করেছিলেন এমন সময়ে তাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য বলা হয়। কিন্তু, তিনি তা প্রত্যাখ্যান করেন আর এই কারণে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। রবার্ট বিচারককে বলেন, তিনি নিরপেক্ষ থাকতে চান কারণ তিনি তার ভাই-বোনদের অনেক ভালোবাসেন। তখন হঠাৎই, বিচারক তাকে জিজ্ঞেস করেন: “কারা তোমার ভাই-বোন?” সেই সময়ে রবার্টের সেই দিনের দৈনিক শাস্ত্রপদ মনে পড়ে যায়, যেটা ছিল মথি ১২:৫০ পদ: “যে-কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সে-ই আমার ভাই ও বোন ও মা।” বিচারক তাকে আরও অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন, যেগুলোর জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কিন্তু, যিহোবার পবিত্র শক্তির সাহায্যে তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। রবার্টের সাহস দেখে যিহোবা কতই-না খুশি হয়েছিলেন! আমরা যখন যিহোবার উপর নির্ভর করে সাহসের সঙ্গে সাক্ষ্য দিই, তখন তিনি তা দেখে আমাদের উপরও অনেক খুশি হন।

২০. আমাদের কী করা উচিত? (যোহন ১৭:১১, ১৫)

২০ আমরা খুব খুশি যে, আমরা এমন এক পরিবারের অংশ, যেখানে সবাই একে অপরকে অনেক ভালোবাসে। আমাদের পিতা যিহোবা এই পৃথিবীর সবচেয়ে উত্তম পিতা। আমাদের সবসময় আমাদের পরিবারকে মূল্যবান হিসেবে দেখা উচিত। শয়তান ও তার অনুসারীরা চায়, যেন আমরা যিহোবার প্রেমের উপর সন্দেহ করি আর আমাদের একতা নষ্ট হয়ে যাক। তাই, যিশু তাঁর পিতার কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি আমাদের যত্ন নেন আর আমাদের পরিবারের একতা বজায় রাখেন। (পড়ুন, যোহন ১৭:১১, ১৫.) বর্তমানেও, যিহোবা সেই প্রার্থনার উত্তর দিচ্ছেন। যিশুর মতো আমাদেরও কখনো যিহোবার প্রেমের উপর সন্দেহ করা উচিত নয়। আমাদের এইরকমও চিন্তা করা উচিত নয়, তিনি আমাদের কখনো সাহায্য করবেন না। তাই আসুন, আমরা ক্রমাগত যিহোবা ও আমাদের ভাই-বোনদের নিকটবর্তী হওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হই।

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কেন আপনি মনে করেন, যিহোবা হলেন একজন প্রেমময় পিতা?

  • কোন কোন উপায়ে আমরা ভাই-বোনদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি?

  • কীভাবে আমরা দেখাতে পারি, যিহোবা ও ভাই-বোনদের আমরা মূল্যবান হিসেবে দেখি?

গান ৩১ যিহোবার সাক্ষি মোরা!

a আমরা সবাই একটা বড়ো পরিবারের অংশ। এই পরিবারে আমাদের অনেক ভাই-বোন রয়েছে। সবাই একে অপরকে ভালোবাসে। আমরা চাই যেন আমাদের মধ্যে যে-ভালোবাসা রয়েছে, সেটা আরও গভীর হয়। কীভাবে তা হতে পারে? আমরা আমাদের পিতা যিহোবার কাছ থেকে শিখতে পারি। যেভাবে যিহোবা আমাদের প্রতি তাঁর প্রেম দেখিয়ে থাকেন, একইভাবে আমাদেরও ভাই-বোনদের প্রতি প্রেম দেখানো উচিত। এই বিষয়ে আমরা যিশু ও ভাই-বোনদের কাছ থেকেও শিখতে পারি।

b ২০১২ সালের ১৫ নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৬-৩০ পৃষ্ঠা দেখুন।

c ছবি সম্বন্ধে বর্ণনা: যিহোবা যিশুকে শক্তিশালী করার জন্য গেৎশিমানী বাগানে একজন স্বর্গদূতকে পাঠান।

d ছবি সম্বন্ধে বর্ণনা: কোভিড-১৯ অতিমারির সময়ে, কিছু ভাই-বোন অন্যদের কাছে খাবারদাবার পৌঁছাতে অনেক পরিশ্রম করেছে।

e ছবি সম্বন্ধে বর্ণনা: জেলে বন্দি রয়েছেন এমন একজন ভাইকে উৎসাহিত করার জন্য একটি ছোটো মেয়ে কিছু আঁকছে, যাতে সে চিঠির সঙ্গে সেটা পাঠাতে পারে আর তার মা তাকে সাহায্য করছেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার