ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp22 নং ১ পৃষ্ঠা ১২-১৩
  • ৪ | ঈশ্বরের কাছ থেকে সাহায্য নিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ৪ | ঈশ্বরের কাছ থেকে সাহায্য নিন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের শিক্ষা:
  • এর অর্থ:
  • আপনি যা করতে পারেন:
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • ঘৃণার উপর জয়লাভ!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
  • ঘৃণার চক্রের পিছনে কী রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২২
wp22 নং ১ পৃষ্ঠা ১২-১৩
কয়েক জন লোক একটি বড়ো খোলা বাইবেলের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে। বাইবেলটি তাদের আলোকিত করছে। আর তাদের ছায়া দেখাচ্ছে, আগে তারা কীভাবে ঘৃণা প্রকাশ করত।

ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা

৪ | ঈশ্বরের কাছ থেকে সাহায্য নিন

বাইবেলের শিক্ষা:

“পবিত্র শক্তির ফল হল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব,বিশ্বাস, মৃদুতা, আত্মসংযম।”—গালাতীয় ৫:২২, ২৩.

এর অর্থ:

ঈশ্বরের সাহায্যে ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। তাঁর পবিত্র শক্তি আমাদের মধ্যে এমন কিছু গুণ গড়ে তুলতে পারে, যেগুলো আমরা হয়তো নিজেদের ক্ষমতায় কখনোই গড়ে তুলতে পারতাম না। তাই, ঘৃণা কাটিয়ে ওঠার জন্য নিজের ক্ষমতার উপর নির্ভর না করে আমরা যদি ঈশ্বরের সাহায্যের উপর নির্ভর করি, তা হলে বেশি ভালো হবে। এমনটা করলে প্রেরিত পৌলের মতো আমরাও একই বিষয় অনুভব করতে পারব, যিনি লিখেছিলেন: “যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।” (ফিলিপীয় ৪:১৩) আর আমরা বলতে পারব: “সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে।”—গীতসংহিতা ১২১:২.

আপনি যা করতে পারেন:

“যিহোবা আমাকে এক উগ্র ও হিংস্র ব্যক্তি থেকে এক শান্ত ব্যক্তিতে পরিণত করেছেন।”—ওয়াল্ডো

যিহোবার কাছে প্রার্থনা করে তাঁর পবিত্র শক্তি চান। (লূক ১১:১৩) তাঁর কাছ থেকে সাহায্য চান যেন আপনি ভালো ভালো গুণ গড়ে তুলতে পারেন। বাইবেলে উল্লেখিত প্রেম, শান্তি, ধৈর্য ও আত্মসংযম গুণগুলো নিয়ে অধ্যয়ন করুন, যেগুলো আপনাকে আপনার মন থেকে ঘৃণা মুছে ফেলতে সাহায্য করবে। এই গুণগুলো নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করুন। এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করুন, যারা নিজেদের জীবনেও তা করার চেষ্টা করছে। তারা আপনাকে “প্রেম দেখানোর এবং উত্তম কাজ করার ব্যাপারে . . . অনুপ্রাণিত করতে” পারে।—ইব্রীয় ১০:২৪, পাদটীকা।

বাস্তব জীবনের অভিজ্ঞতা—ওয়াল্ডো

প্রচণ্ড ঘৃণার অনুভূতি কাটিয়ে ওঠেন

ওয়াল্ডো।

ওয়াল্ডো বড়ো হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এত আঘাত ও কষ্ট পেয়েছিলেন যে, তার মন ঘৃণায় ভরে যায়। তিনি বলেন: “ড্রাগস ব্যাবসায়ীদের সঙ্গে সবসময় রাস্তায় আমার মারামারি হত . . . একবার আমার বিপক্ষের গুন্ডামাস্তানেরা আমাকে মেরে ফেলার জন্য একজন কুখ্যাত খুনিকে ভাড়া করেছিল। সে এক বার আমাকে ছোরা মেরেছিল, তবে আমি কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচে যাই।”

ওয়াল্ডোর স্ত্রী যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন। কিন্তু, এই বিষয়টা ওয়াল্ডোর একেবারেই পছন্দ হয় না। তিনি বলেন: “আমি সাক্ষিদের ঘৃণা করতাম আর বেশিরভাগ সময় তাদেরকে চিৎকার করে গালিগালাজ করতাম। কিন্তু, তারা সবসময় শান্তভাবে উত্তর দিত।”

কিছু সময় পর, ওয়াল্ডো নিজেও বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন। তিনি বলেন: “আমি যা শিখছিলাম, তা কাজে লাগানো আমার পক্ষে সহজ ছিল না। আমি ধরেই নিয়েছিলাম, আমি আর কখনো আমার উগ্র মেজাজ নিয়ন্ত্রণ করতে পারব না।” কিন্তু, বাইবেল থেকে তিনি যা শিখেছিলেন, সেটার কারণে এক বিরাট পরিবর্তন আসে।

ওয়াল্ডো এভাবে ব্যাখ্যা করেন: “আমি যার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতাম, তার নাম আলাহান্দ্রো। একদিন তিনি আমাকে গালাতীয় ৫:২২, ২৩ পদ পড়ে দেখতে বলেন। . . . তিনি বলেছিলেন, আমি যদি সেই গুণগুলো গড়ে তুলতে চাই, তা হলে আমার নিজের ক্ষমতার উপর নয় বরং ঈশ্বরের পবিত্র শক্তির উপর নির্ভর করতে হবে। সেই সত্য বিষয়টা আমার মনোভাবকে পুরোপুরি পালটে দিয়েছিল!”

ঈশ্বরের সাহায্যের উপর নির্ভর করার পরই ওয়াল্ডো ঘৃণার চক্র থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছিলেন। তিনি বলেন: “আমার পরিবারের সদস্যেরা এবং পুরোনো বন্ধুরা বিশ্বাসই করতে পারে না যে, আমি কতটা পালটে গিয়েছি। যিহোবা আমাকে এক উগ্র ও হিংস্র ব্যক্তি থেকে এক শান্ত ব্যক্তিতে পরিণত করেছেন।”

২০১৪ সালের ১ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১২-১৩ পৃষ্ঠায় ওয়াল্ডো সম্বন্ধে আরও পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার