ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 জুলাই পৃষ্ঠা ১৪-১৯
  • সতর্ক থাকুন এবং পাপ করা এড়িয়ে চলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সতর্ক থাকুন এবং পাপ করা এড়িয়ে চলুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কোন কোন পরিস্থিতিতে সতর্ক থাকব?
  • কীভাবে আমরা সতর্ক থাকতে পারি?
  • সবসময় সতর্ক থাকুন
  • সতর্ক থাকুন এবং আশীর্বাদ লাভ করুন
  • কীভাবে আমরা মন্দ আকাঙ্ক্ষাকে প্রতিরোধ করতে পারি?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • মানব দুর্বলতাকে জয় করা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে প্রলোভন প্রতিরোধ করা যায়
    ২০১৫ সচেতন থাক!
  • বাপ্তিস্মের পরও যিশুকে ‘অনুসরণ করে চলুন’
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 জুলাই পৃষ্ঠা ১৪-১৯

অধ্যয়ন প্রবন্ধ ২৯

গান ১২১ আত্মসংযম প্রয়োজন

সতর্ক থাকুন এবং পাপ করা এড়িয়ে চলুন

“জেগে থাকো এবং ক্রমাগত প্রার্থনা করো, যাতে তোমরা প্রলোভনের কাছে নতিস্বীকার না কর।”—মথি ২৬:৪১.

আমরা কী শিখব?

এই প্রবন্ধে আমরা জানতে পারব যে, কীভাবে আমরা পাপ করা থেকে দূরে থাকতে পারি এবং এমন কাজগুলো থেকে দূরে থাকতে পারি, যেগুলো আমাদের পাপ করার দিকে নিয়ে যেতে পারে।

১-২. (ক) যিশু তাঁর শিষ্যদের কোন বিষয়ে সতর্ক করেছিলেন? (খ) শিষ্যেরা কেন যিশুকে ছেড়ে চলে গিয়েছিল? (ছবিগুলোও দেখুন।)

যিশু তাঁর শিষ্যদের এই কথা বলেছিলেন: “হৃদয় উৎসুক বটে, কিন্তু দেহ দুর্বল।” (মথি ২৬:৪১খ) এই কথাগুলো থেকে বোঝা যায় যে, যিশু জানতেন আমরা সঠিক কাজ করতে চাই, কিন্তু নিখুঁত না হওয়ার কারণে আমরা পাপ করে ফেলি। তাই, এই কথাগুলো বলার মাধ্যমে যিশু তাঁর শিষ্যদের সাবধানও করছিলেন। তিনি বলেছিলেন, তারা যেন নিজেদের উপর অতিরিক্ত নির্ভর না করে। কিছু সময় আগে শিষ্যেরা যিশুকে সম্পূর্ণ আস্থা সহকারে বলেছিল, যা-ই ঘটুক না কেন, তারা কখনো তাঁকে ছাড়বে না। (মথি ২৬:৩৫) তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তারা জানত না যে, সমস্যা এলে খুব সহজেই তারা দুর্বল হয়ে পড়তে পারে। এই কারণে যিশু তাদের সাবধান করে বলেছিলেন: “জেগে থাকো এবং ক্রমাগত প্রার্থনা করো, যাতে তোমরা প্রলোভনের কাছে নতিস্বীকার না কর।”—মথি ২৬:৪১ক.

২ দুঃখের বিষয় হল, শিষ্যেরা জেগে থাকতে বা সতর্ক থাকতে পারেনি। এর ফলে কী হয়েছিল? সৈন্যেরা যখন যিশুকে গ্রেপ্তার করতে এসেছিল, তখন শিষ্যেরা ভয় পেয়ে তাঁকে ছেড়ে চলে গিয়েছিল। দুর্বলতার কারণে তারা ভুল করে ফেলেছিল। যদিও শিষ্যেরা বলেছিল যে, তারা যিশুকে ছাড়বে না, কিন্তু তারা সেই কাজটাই করেছিল।—মথি ২৬:৫৬.

কোলাজ: যিশু এবং তাঁর প্রেরিতেরা রাতের বেলায় গেৎশিমানী বাগানে রয়েছেন। ১. যিশু প্রেরিতদের সঙ্গে কথা বলছেন। ২. প্রেরিতেরা ঘুমাচ্ছে। ৩. যিশুকে গ্রেপ্তার করা হচ্ছে এবং প্রেরিতেরা পালিয়ে যাচ্ছে।

যিশু তাঁর শিষ্যদের জেগে থাকতে বলেছিলেন যাতে তারা প্রলোভনে না পড়ে। কিন্তু, তারা এমনটা করতে ব্যর্থ হয়েছিল এবং তাঁকে ছেড়ে পালিয়ে গিয়েছিল (১-২ অনুচ্ছেদ দেখুন)


৩. (ক) যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার জন্য কেন এটা গুরুত্বপূর্ণ যেন আমরা নিজেদের উপর অতিরিক্ত নির্ভর না করি? (খ) এই প্রবন্ধে আমরা কী জানতে পারব?

৩ আমাদের নিজেদের উপর অতিরিক্ত নির্ভর করা উচিত নয়। আমাদের কখনো এটা ধরে নেওয়া উচিত নয় যে, আমাদের দ্বারা কখনোই কোনো ভুল হবে না। এটা সত্যি যে, আমরা কখনো এমন কাজ করতে চাই না, যেটা দেখে যিহোবা দুঃখ পাবেন। কিন্তু, আমরা যেহেতু নিখুঁত নই, তাই খুব সহজেই আমরা খারাপ কাজ করার জন্য প্রলোভিত হতে পারি। (রোমীয় ৫:১২; ৭:২১-২৩) আমাদের সামনে হঠাৎ এমন পরিস্থিতি আসতে পারে, যখন খারাপ কাজ করা থেকে নিজেকে আটকানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। এইরকম সময়ে কীভাবে আমরা যিহোবা ও যিশুর প্রতি বিশ্বস্ত থাকতে পারি? যিশু যেমনটা বলেছিলেন, আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা কোনো খারাপ কাজ করে না ফেলি। এই প্রবন্ধে আমরা দেখব, কোন কোন পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকতে হবে। তারপর আমরা দেখব, কীভাবে আমরা সতর্ক থাকতে পারি। আর আমরা এটাও জানব, সবসময় সতর্ক থাকার জন্য আমাদের কী করতে হবে।

কোন কোন পরিস্থিতিতে সতর্ক থাকব?

৪-৫. কেন আমরা এমন ভুলগুলো থেকে নিজেদের দূরে রাখব, যেগুলো আমাদের বড়ো কোনো পাপ করার দিকে নিয়ে যেতে পারে?

৪ হতে পারে, কোনো ভুল ততটাও বড়ো নয়। কিন্তু, সেটার কারণেও যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, আমরা কোনো গুরুতর পাপও করে ফেলতে পারি।

৫ আমরা সবাই খারাপ কাজ করার জন্য প্রলোভিত হই। এর পাশাপাশি, আমাদের নিজেদেরও কিছু দুর্বলতা রয়েছে, যেগুলোর কারণে আমরা কোনো খারাপ কাজ করে ফেলতে পারি। যেমন, কারো কারো যৌন অনৈতিক কাজ করার প্রচণ্ড ইচ্ছা জাগতে পারে। আবার কেউ কেউ অন্যান্য খারাপ কাজ করতে চায়, যেমন পর্নোগ্রাফি দেখা এবং হস্তমৈথুন করা। কারো কারো আবার অন্যান্য দুর্বলতা থাকে, যেমন তারা মানুষকে ভয় পায়, খুব সহজেই রেগে যায় এবং গর্ব করে। তাই, যাকোব তার চিঠিতে লিখেছিলেন: “প্রত্যেকে নিজের কামনার দ্বারা আকর্ষিত হয়ে এবং প্ররোচিত হয়ে পরীক্ষায় পড়ে।”—যাকোব ১:১৪.

৬. কেন আমাদের নিজেদের সৎভাবে পরীক্ষা করতে হবে?

৬ আপনি কি জানেন, আপনার মধ্যে কোন কোন দুর্বলতা রয়েছে, যেগুলোর আপনাকে পাপ করার দিকে নিয়ে যেতে পারে? আমরা যদি মনে করি, আমাদের মধ্যে কোনো দুর্বলতা নেই এবং আমরা কখনোই কোনো পাপ করব না, তা হলে আমরা নিজেরাই নিজেদের ঠকাচ্ছি। (১ যোহন ১:৮) পৌল বলেছিলেন, ‘পরিপক্ব খ্রিস্টানেরাও’ যদি সতর্ক না থাকে, তা হলে তারা খারাপ কাজ করে ফেলতে পারে। (গালা. ৬:১) এটা গুরুত্বপূর্ণ যেন আমরা সৎভাবে নিজেদের পরীক্ষা করি এবং আমাদের দুর্বলতাগুলো জানার চেষ্টা করি।—২ করি. ১৩:৫.

৭. আমাদের কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? উদাহরণের সাহায্যে বুঝিয়ে বলুন।

৭ নিজেদের দুর্বলতাগুলো জানার পর আমরা কী করব? আসুন এটা বোঝার জন্য একটা উদাহরণ লক্ষ করি। যেমন, প্রাচীন কালে নগরগুলো প্রাচীর দিয়ে ঘেরা থাকত এবং তাতে দরজা থাকত। এই দরজাই প্রাচীরের সবচেয়ে দুর্বল অংশ ছিল আর শত্রুরা প্রায়ই দরজায় আক্রমণ করত। তাই, বিশেষ করে এটা খেয়াল রাখা হত যেন দরজায় আরও বেশি প্রহরীদের নিযুক্ত করা হয়। আমাদের দুর্বলতাগুলো হল সেই দরজার মতো। সেইজন্য নিজেদের দুর্বলতাগুলোর ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। এমনটা করলে আমরা খারাপ কাজ করা থেকে নিজেদের আটকাতে পারব।—১ করি. ৯:২৭.

কীভাবে আমরা সতর্ক থাকতে পারি?

৮-৯. হিতোপদেশ ৭ অধ্যায়ে বলা সেই যুবক কীভাবে পাপ করা থেকে নিজেকে আটকাতে পারত? (হিতোপদেশ ৭:৮, ৯, ১৩, ১৪, ২১)

৮ কীভাবে আমরা সতর্ক থাকতে পারি, যাতে আমরা পাপ করে না ফেলি? আসুন হিতোপদেশ ৭ অধ্যায়ে বলা একজন যুবকের উদাহরণের উপর মনোযোগ দিই আর দেখি যে, সে কীভাবে যৌন অনৈতিকতার ফাঁদে পড়েছিল। ২২ পদে লেখা আছে, “অমনি” সেই যুবক সেই পরকীয়া স্ত্রীর পিছন পিছন গিয়েছিল। তবে, আমরা যদি এর আগের পদগুলো দেখি, তা হলে আমরা বুঝতে পারব যে, এই সমস্ত কিছু হঠাৎ করেই ঘটেনি বরং এগুলো ধীরে ধীরে ঘটেছিল। এই যুবক এমন অনেক কাজ করেছিল, যেগুলোর ফলে সে পাপ করে ফেলেছিল।

৯ প্রথমত, সন্ধ্যা বেলায় সে “গলিতে . . . ঐ স্ত্রীর কোণের নিকটে” গিয়েছিল। এরপর সে ওই স্ত্রীর বাড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়েছিল। (পড়ুন, হিতোপদেশ ৭:৮, ৯.) এরপর সেই যুবক যখন সেই স্ত্রীকে দেখেছিল, তখন সে পালিয়ে যায়নি। সেই স্ত্রী যখন তাকে ধরে চুম্বন করেছিল, তখন সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেনি। শুধু তা-ই নয়, সে তার কথাও শুনছিল। সেই স্ত্রী তাকে বলেছিল, সে মঙ্গলার্থক বলি উৎসর্গ করেছে। সে হয়তো সেই যুবককে এটা দেখাতে চেয়েছিল যে, সে কোনো খারাপ মহিলা নয়। (পড়ুন, হিতোপদেশ ৭:১৩, ১৪, ২১.) সেই যুবক যদি সতর্ক থাকত এবং বিপদগুলো এড়িয়ে চলত, তা হলে সে পাপ করত না।

১০. হিতোপদেশ বইয়ে বলা সেই যুবকের মতো বর্তমানেও কীভাবে একজন খ্রিস্টান পাপ করে ফেলতে পারেন?

১০ সেই যুবকের সঙ্গে যা ঘটেছিল, সেটা যিহোবার যেকোনো উপাসকের সঙ্গে ঘটতে পারে। একজন খ্রিস্টান হয়তো কোনো গুরুতর পাপ করে ফেলতে পারেন এবং মনে করতে পারেন, সমস্ত কিছু হঠাৎ করে হয়ে গিয়েছে। অথবা তিনি চিন্তা করতে পারেন, “সমস্ত কিছু যে কীভাবে হয়ে গেল, তা আমি বুঝতেই পারিনি।” তিনি যদি মন দিয়ে চিন্তা করেন, তা হলে তিনি বুঝতে পারবেন যে, তিনি বোকার মতো কাজ করেছেন এবং কিছু ভুল পদক্ষেপ নিয়েছেন। তিনি হয়তো এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, যারা যিহোবাকে ভালোবাসে না। অথবা তিনি এমন আমোদপ্রমোদ করতে শুরু করেছিলেন, যেগুলো একজন খ্রিস্টানের জন্য উপযুক্ত নয়। অথবা তিনি হয়তো এমন ওয়েবসাইটে গিয়েছিলেন কিংবা এমন জায়গাগুলোতে গিয়েছিলেন, যেখানে একজন খ্রিস্টানের কখনোই যাওয়া উচিত নয়। আবার এটাও হতে পারে, তিনি হয়তো বাইবেল পড়া, প্রার্থনা করা, সভায় যাওয়া এবং প্রচারে অংশ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। হিতোপদেশ বইয়ে বলা সেই যুবকের মতো এই খ্রিস্টান হঠাৎই পাপ করে ফেলেননি। তিনি কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলেন, যেগুলোর কারণে তিনি পাপ করে ফেলেছিলেন।

১১. পাপ করা থেকে দূরে থাকার জন্য আমাদের কী করতে হবে?

১১ আমরা কী শিখি? আমাদের শুধু পাপ করা থেকেই দূরে থাকতে হবে এমন নয়, সেইসঙ্গে আমাদের এমন কাজগুলো থেকেও দূরে থাকতে হবে, যেগুলো আমাদের পাপের দিকে নিয়ে যায়। সেই যুবক ও পরকীয়া স্ত্রীর ঘটনাটা বলার পর রাজা শলোমন এই বিষয়টা বুঝিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “তুমি উহার মার্গে ভ্রমণ করিও না।” (হিতো. ৭:২৫) তিনি এও বলেছিলেন, “তুমি সেই স্ত্রী হইতে আপন পথ দূরে রাখ, তাহার গৃহ-দ্বারের নিকটে যাইও না।” (হিতো. ৫:৩, ৮) আমাদেরও এই পরামর্শ মেনে চলা উচিত। আমাদের এমন কাজ ও পরিস্থিতি থেকে দূরে থাকা উচিত, যেগুলো আমাদের পাপ করার জন্য প্রলোভিত করতে পারে।a কিন্তু, কিছু কাজ হয়তো একজন খ্রিস্টানের জন্য ভুল নয়। তবে, এটার কারণেও সে প্রলোভিত হতে পারে।—মথি ৫:২৯, ৩০.

১২. ইয়োব কোন বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ হয়েছিলেন এবং এই কারণে তিনি কীভাবে পাপ করা থেকে দূরে থাকতে পেরেছিলেন? (ইয়োব ৩১:১)

১২ আমাদের দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে, আমরা যেন এমন পরিস্থিতিগুলো থেকে দূরে থাকি, যেগুলোর ফলে আমরা পাপ করে ফেলতে পারি। ইয়োব এমনটাই করেছিলেন। তিনি তার “চোখের সঙ্গে চুক্তি” করেছিলেন যে, কোনো মহিলার দিকে তিনি খারাপ দৃষ্টিতে তাকাবেন না। (পড়ুন, ইয়োব ৩১:১.) এই দৃঢ়সংকল্পের কারণে ইয়োব ব্যভিচার থেকে অনেক দূরে থাকতে পেরেছিলেন। ইয়োবের মতো আমরাও যদি দৃঢ়সংকল্পবদ্ধ হই, তা হলে আমরা এমন কিছু করব না, যেগুলো আমাদের পাপ করার জন্য প্রলোভিত করতে পারে।

১৩. কেন আমাদের এটা খেয়াল রাখতে হবে যে, আমরা কোন বিষয়গুলো নিয়ে চিন্তা করি? (ছবিগুলোও দেখুন।)

১৩ পাপ করা থেকে দূরে থাকার জন্য আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে, আমরা কোন বিষয়গুলো নিয়ে চিন্তা করি। (যাত্রা. ২০:১৭) কেউ কেউ মনে করে, খারাপ কাজগুলো নিয়ে চিন্তা করার মধ্যে ভুল কিছু নেই। তারা বলে, “আমি তো শুধু চিন্তা করছি, আমি কখনোই এমনটা করব না।” কিন্তু সত্যিটা হল, একজন ব্যক্তি যখন মন্দ বিষয়গুলো নিয়ে বার বার চিন্তা করে, তখন তার মন্দ কাজ করার ইচ্ছা বেড়ে যায়। মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তা করা এমন যেন সে নিজের জন্য একটা গর্ত খুঁড়ছে এবং তাকে এটা খেয়াল রাখতে হবে যেন সেটাতে পড়ে না যায়। এটা ঠিক যে, আমাদের মনে মন্দ চিন্তা আসতে পারে। কিন্তু, গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা যেন সেটাকে সঙ্গেসঙ্গে আমাদের মন থেকে উপড়ে ফেলি এবং ভালো বিষয়গুলো দিয়ে আমাদের মন পূর্ণ করি। আমরা যখন এমনটা করি, তখন মন্দ বিষয়গুলো আমাদের মনে মূল বিস্তার করতে পারে না। কিন্তু, আমরা যদি এমনটা করতে ব্যর্থ হই, তা হলে এটা আমাদের মনে এমনভাবে মূল বিস্তার করবে, যেগুলো উপড়ে ফেলা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে এবং আমরা কোনো গুরুতর পাপ করে ফেলব।—ফিলি. ৪:৮; কল. ৩:২; যাকোব ১:১৩-১৫.

কোলাজ: ১. একজন ভাই রাতের বেলায় টিভি দেখছেন। ২. তিনি তার অফিসে একজন মহিলা সহকর্মীকে খারাপ দৃষ্টিতে দেখছেন। ৩. তিনি সেই মহিলার সঙ্গে বারে বসে মদ খাচ্ছেন।

আমাদের এমন কাজগুলো এবং পরিস্থিতিগুলো থেকে দূরে থাকতে হবে, যেগুলোর ফলে আমরা প্রলোভিত হতে পারি (১৩ অনুচ্ছেদ দেখুন)


১৪. প্রলোভনে না পড়ার জন্য আমাদের আর কী করতে হবে?

১৪ আমরা আর কী করতে পারি, যাতে আমরা প্রলোভনে না পড়ি? আমাদের এই বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে, যিহোবার আজ্ঞাগুলো মেনে চললে সবসময় আমরা উপকার পাব। কখনো কখনো আমাদের জন্য সঠিকভাবে চিন্তা করা এবং মন্দ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। কিন্তু, আমরা যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার প্রচেষ্টা করি, তা হলে আমরা এক অসাধারণ মনের শান্তি লাভ করব।

১৫. সঠিক কাজ করার ইচ্ছা বাড়ালে কীভাবে আমরা পাপ করা থেকে নিজেদের আটকাতে পারব?

১৫ পাপ করা থেকে নিজেদের আটকানোর জন্য আমাদের সঠিক কাজ করার ইচ্ছাও বাড়াতে হবে। আমরা যদি ‘মন্দকে ঘৃণা করি ও উত্তমকে ভালবাসি,’ তা হলে আমাদের সঠিক কাজ করার ইচ্ছাও বেড়ে যাবে এবং আমরা এমন পরিস্থিতিগুলো থেকে দূরে থাকতে পারব, যেগুলোর ফলে আমরা পাপ করে ফেলতে পারি। (আমোষ ৫:১৫) সঠিক কাজ করার ইচ্ছা বাড়ালে আমরা আরও একটা উপকার পাব। আমাদের সামনে হঠাৎ যদি এমন কোনো পরিস্থিতি চলে আসে, যখন আমাদের খারাপ কাজ করার জন্য প্রলোভিত করা হয় এবং সেখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে, তখনও আমরা আমাদের সংকল্পকে দৃঢ় রাখতে পারব এবং পাপ করা থেকে নিজেদের আটকাতে পারব।

১৬. ঈশ্বরের সেবায় ব্যস্ত থাকার মাধ্যমে কীভাবে আমরা সতর্ক থাকতে পারব? (ছবিগুলোও দেখুন।)

১৬ কীভাবে আমরা নিজেদের মধ্যে সঠিক কাজ করার ইচ্ছা বাড়াতে পারি? এর জন্য আমাদের ঈশ্বরের সেবার সঙ্গে জড়িত কাজগুলোতে ব্যস্ত থাকতে হবে। আমরা যখন সভাতে ও প্রচারে যাই, তখন আমাদের মধ্যে যিহোবাকে খুশি করার ইচ্ছা আরও বেড়ে যায় এবং আমরা খারাপ কাজ করার প্রলোভনে পড়ি না। (মথি ২৮:১৯, ২০; ইব্রীয় ১০:২৪, ২৫) ঈশ্বরের বাক্য পড়া এবং সেটি নিয়ে গভীরভাবে চিন্তা করার মাধ্যমে আমরা ভালো বিষয়গুলোকে ভালোবাসতে পারব এবং মন্দ বিষয়গুলো ঘৃণা করতে পারব। (যিহো. ১:৮; গীত. ১:২, ৩; ১১৯:৯৭, ১০১) মনে করে দেখুন, যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, “ক্রমাগত প্রার্থনা করো, যাতে তোমরা প্রলোভনের কাছে নতিস্বীকার না কর।” (মথি ২৬:৪১) আমরা যদি আমাদের পিতা যিহোবার কাছে প্রার্থনা করি, তা হলে তিনি আমাদের সতর্ক থাকতে সাহায্য করবেন এবং তাঁকে খুশি করার বিষয়ে আমাদের সংকল্প আরও দৃঢ় হবে।—যাকোব ৪:৮.

আমরা যদি ঈশ্বরের সেবার সঙ্গে জড়িত কাজগুলোতে ব্যস্ত থাকি, তা হলে আমরা খারাপ কাজ করার জন্য প্রলোভিত হব না। (১৬ অনুচ্ছেদ দেখুন)b


সবসময় সতর্ক থাকুন

১৭. পিতর কোন দুর্বলতার সঙ্গে বার বার লড়াই করতেন?

১৭ আমাদের হয়তো এমন কিছু দুর্বলতা রয়েছে, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু, আমাদের এমনও কিছু দুর্বলতা থাকতে পারে, যেগুলোর সঙ্গে আমাদের দীর্ঘসময় ধরে লড়াই করতে হয়। প্রেরিত পিতরের উদাহরণের উপর মনোযোগ দিন। মানুষকে ভয় পাওয়ার কারণে পিতর তিন বার যিশুকে অস্বীকার করেছিলেন। (মথি ২৬:৬৯-৭৫) কিন্তু, কিছু সময় পর তিনি মহাসভার সামনে সাহসের সঙ্গে সাক্ষ্য দিয়েছিলেন। (প্রেরিত ৫:২৭-২৯) এমনটা মনে হয় যে, তিনি তার এই দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। কিন্তু, এর কিছু বছর পর কী হয়েছিল, তা লক্ষ করুন। তিনি “ছিন্নত্বক ব্যক্তিদের ভয়ে” কিছু সময়ের জন্য ন-যিহুদি লোকদের সঙ্গে খাওয়া-দাওয়া করা বন্ধ করে দিয়েছিলেন। (গালা. ২:১১, ১২) আবারও পিতর মানুষকে ভয় পেয়েছিলেন। এমনটা মনে করা হয় যে, পিতর তার এই দুর্বলতাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি।

১৮. নিজেদের কিছু দুর্বলতার বিষয়ে আমরা কী মনে করতে পারি?

১৮ আমাদের সঙ্গেও এমনটা হতে পারে। আমাদের মনে হতে পারে, আমরা কোনো দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি। কিন্তু, পরেও সেই দুর্বলতা ফিরে আসতে পারে। এটা বোঝার জন্য একজন ভাইয়ের উদাহরণের উপর মনোযোগ দিন। ভাই বলেন: “দশ বছর আগেই আমি নোংরা ছবি ও ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম। আর আমার মনে হয়েছিল, আমি এই দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি। কিন্তু, এই দুর্বলতা একটা সাপের মতো আমার ভিতরে লুকিয়ে ছিল এবং সঠিক সময়ে এটা আমাকে আবার ছোবল মেরেছিল।” আনন্দের বিষয় হল, ভাই কখনো হাল ছেড়ে দেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে, এই দুর্বলতার সঙ্গে লড়াই করার জন্য তাকে প্রতিদিন প্রচেষ্টা করতে হবে। হয়তো নতুন জগৎ না আসা পর্যন্ত তাকে এটা করে চলতে হবে। নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করার জন্য ভাই তার স্ত্রী এবং প্রাচীনদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছিলেন।

১৯. আপনি যদি এখনও পর্যন্ত আপনার কোনো দুর্বলতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পেরে থাকেন, তা হলে আপনি কী করতে পারেন?

১৯ এটা ঠিক যে, কিছু দুর্বলতা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। কিন্তু, আপনি কী করতে পারেন, যাতে আপনি পাপ করে না ফেলেন? যিশুর এই পরামর্শ মেনে চলুন: “জেগে থাকো।” আপনার যখন মনে হয়, আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন, তখনও এমন কাজগুলো এবং পরিস্থিতিগুলো থেকে দূরে থাকুন, যেগুলোর ফলে আপনার দুর্বলতা আবারও ফিরে আসতে পারে। (১ করি. ১০:১২) মনে করে দেখুন, আপনি আপনার দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করার জন্য আগে কোন পদক্ষেপগুলো নিয়েছিলেন আর সেগুলোই করুন। বাইবেলে বলে, “ধন্য সেই ব্যক্তি, যে সর্ব্বদা ভয় রাখে।”—হিতো. ২৮:১৪; ২ পিতর ৩:১৪.

সতর্ক থাকুন এবং আশীর্বাদ লাভ করুন

২০-২১. (ক) আমরা যদি সতর্ক থাকি, তা হলে আমরা কোন কোন আশীর্বাদ লাভ করব? (খ) আমরা যদি নিজেদের দিক থেকে প্রচেষ্টা করি, তা হলে যিহোবা আমাদের জন্য কী করবেন? (২ করিন্থীয় ৪:৭)

২০ সতর্ক থাকার জন্য আমাদের প্রচেষ্টার প্রয়োজন আর আমাদের এই প্রচেষ্টা কখনোই ব্যর্থ হবে না। আমরা হয়তো পাপ করার ফলে “ক্ষণস্থায়ী সুখ” লাভ করব। কিন্তু, যিহোবার মান অনুযায়ী চললে আমরা সবসময় আনন্দে থাকতে পারব। (ইব্রীয় ১১:২৫; গীত. ১৯:৮) মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে, তারা যিহোবার আজ্ঞাগুলো পালন করেই আনন্দে থাকতে পারে। (আদি. ১:২৭) তাই, আমরা যখন তাঁর আজ্ঞাগুলো পালন করব, তখন আমাদের এক শুদ্ধ বিবেক থাকবে এবং পরবর্তী সময়ে আমরা অনন্তজীবন লাভ করতে পারব।—১ তীম. ৬:১২; ২ তীম. ১:৩; যিহূদা ২০, ২১.

২১ এটা ঠিক যে, আমাদের “দেহ দুর্বল।” কিন্তু, এর মানে এই নয় যে, আমরা অসহায় এবং আমাদের দুর্বলতাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারব না। যিহোবা আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি আমাদের দুর্বলতাগুলো নিয়ন্ত্রণ করার শক্তি দেবেন। (পড়ুন, ২ করিন্থীয় ৪:৭.) বাইবেল বলে যে, ঈশ্বর আমাদের অসাধারণ শক্তি দেন আর এর সামনে মানুষের শক্তি কিছুই নয়। কিন্তু, দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করার জন্য আমাদের নিজেদের শক্তিও ব্যবহার করতে হবে। আমাদের প্রতিদিন প্রচেষ্টা করতে হবে। আমরা যদি তা করি, তা হলে আমরা নিশ্চিত থাকতে পারব, যিহোবা আমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং প্রয়োজনের সময়ে আমাদের অসাধারণ শক্তি দেবেন। (১ করি. ১০:১৩) হ্যাঁ, যিহোবার সাহায্যে আমরা সতর্ক থাকতে পারব এবং পাপ করা থেকে দূরে থাকতে পারব।

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কোন কোন পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকতে হবে?

  • কীভাবে আমরা সতর্ক থাকতে পারি?

  • কেন আমাদের সবসময় সতর্ক থাকতে হবে?

গান ৪৫ আমার হৃদয়ের চিন্তা

a একজন ব্যক্তি যদি গুরুতর পাপ করে ফেলেন, তা হলে তিনি কী করতে পারেন? এই বিষয়ে জানার জন্য চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের পাঠ ৫৭-এর বিষয় ১-৩ এবং ২০২০ সালের নভেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকার ২২-২৯ পৃষ্ঠার ১২-১৭ অনুচ্ছেদে দেওয়া প্রবন্ধ “সামনের বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখুন” দেখুন।

b ছবি সম্বন্ধে বর্ণনা,: একজন ভাই সকালে ‘প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করুন’ বুকলেট পড়ছেন, দুপুরে খাওয়ার সময় বাইবেল পড়ছেন এবং সন্ধ্যায় সপ্তাহের মাঝের সভায় গিয়েছেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার