ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w25 নভেম্বর পৃষ্ঠা ২২-২৭
  • “আপনি ঈশ্বরের কাছে খুবই মূল্যবান!”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “আপনি ঈশ্বরের কাছে খুবই মূল্যবান!”
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু কীভাবে লোকদের এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, তারা মূল্যবান?
  • নিজেকে যিহোবার দৃষ্টিতে দেখার চেষ্টা করুন—কীভাবে?
  • যিহোবা “সেই ব্যক্তিদের সুস্থ করেন, যাদের হৃদয় ভেঙে গিয়েছে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • যিহোবা আপনার প্রতি স্নেহ দেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • স্বর্গে যাওয়ার আগেও যিশু আমাদের অনেক কিছু শিখিয়েছিলেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • নম্র হোন এবং মেনে নিন যে, আপনি কিছু বিষয় জানেন না
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
w25 নভেম্বর পৃষ্ঠা ২২-২৭

অধ্যয়ন প্রবন্ধ ৪৭

গান ৩৮ তিনি সবল করবেন তোমায়

“ আপনি ঈশ্বরের কাছে খুবই মূল্যবান!”

“ তুমি অতিশয় প্রীতি-পাত্র।”—দানি. ৯:২৩.

আমরা কী শিখব?

যারা নিজেদের অযোগ্য বলে মনে করে, তাদের এই প্রবন্ধে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, তারা যিহোবার কাছে খুবই মূল্যবান।

১-২. কীভাবে আমরা নিজেদের এই নিশ্চয়তা দিতে পারি যে, আমরা যিহোবার দৃষ্টিতে মূল্যবান?

যিহোবা তাঁর সেবকদের খুবই ভালোবাসেন। কিন্তু, দুঃখের বিষয় হল তাঁর কিছু সেবক নিজেদের অযোগ্য বলে মনে করে। কেন? হতে পারে, কেউ হয়তো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে আর এই কারণে তারা এমনটা অনুভব করে। আপনিও কি নিজেকে অযোগ্য বলে মনে করেন? যদি তা-ই হয়, তা হলে আপনি কীভাবে নিজেকে এই নিশ্চয়তা দিতে পারেন যে, আপনি যিহোবার কাছে মূল্যবান?

২ যিহোবা বাইবেলে এমন কিছু বিবরণের কথা উল্লেখ করেছেন, যেটা থেকে জানা যায় যে, তিনি লোকদের কোন দৃষ্টিতে দেখেন। তাই, সেই বিবরণগুলো পড়ুন এবং সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন। ঈশ্বরের পুত্র যিশুও সবসময় লোকদের প্রতি প্রেম ও সম্মান দেখিয়েছিলেন। এইভাবে তিনি দেখিয়েছিলেন যে, যারা নিজেদের অযোগ্য বলে মনে করে তারা যিশু এবং তাঁর পিতার দৃষ্টিতে খুবই মূল্যবান। (যোহন ৫:১৯; ইব্রীয় ১:৩) এই প্রবন্ধে আমরা দুটো বিষয় দেখব, (১) যিশু কীভাবে লোকদের এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, তারা যিহোবার দৃষ্টিতে মূল্যবান এবং (২) কীভাবে আমরা নিজেদের এই নিশ্চয়তা দিতে পারি যে, যিহোবা আমাদের মূল্যবান বলে মনে করেন।—হগয় ২:৭.

যিশু কীভাবে লোকদের এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, তারা মূল্যবান?

৩. যিশু গালীলের লোকদের সঙ্গে কেমন আচরণ করেছিলেন?

৩ যিশু যখন তৃতীয় বার গালীলে প্রচার করতে গিয়েছিলেন, তখন বিভিন্ন এলাকা থেকে অনেক লোক তাঁর কথা শোনার জন্য এবং সুস্থ হওয়ার জন্য তাঁর কাছে এসেছিল। যিশু সেই লোকদের বিষয়ে বলেছিলেন যে, ‘তারা ক্ষতবিক্ষত ও অবহেলিত মেষের মতো, যেন পালকবিহীন মেষপাল।’ (মথি ৯:৩৬) তখনকার ধর্মগুরুরা সেই লোকদের খুবই তুচ্ছ বলে মনে করত এবং তাদের “অভিশপ্ত লোক” বলত। (যোহন ৭:৪৭-৪৯) কিন্তু, যিশু তাদের অনেক সম্মান করতেন। তিনি সময় বের করে তাদের শিক্ষা দিতেন এবং সুস্থ করতেন। (মথি ৯:৩৫) তিনি আরও বেশি লোককে সাহায্য করতে চেয়েছিলেন, তাই তিনি তাঁর প্রেরিতদেরও প্রচার করতে শিখিয়েছিলেন এবং তাদের সমস্ত ধরনের রোগব্যাধি ও শারীরিক অক্ষমতা দূর করার শক্তি দিয়েছিলেন।—মথি ১০:৫-৮.

৪. যিশু সাধারণ লোকদের সঙ্গে যেভাবে আচরণ করেছিলেন, সেখান থেকে আমরা কী শিখতে পারি?

৪ যারা যিশুর কথা শোনার জন্য তাঁর কাছে আসত, তাদের প্রতি তিনি প্রেম ও সম্মানের সঙ্গে আচরণ করতেন। এভাবে তিনি দেখিয়েছিলেন যে, তিনি এবং তাঁর পিতা সেই সমস্ত লোককে কতটা মূল্যবান বলে মনে করেন, যাদের সমাজে নীচু চোখে দেখা হয়। আপনি কি যিহোবার একজন সেবক এবং আপনিও কি নিজেকে অযোগ্য বলে মনে করেন? যদি তা-ই হয়, তা হলে চিন্তা করে দেখুন, যিশু সেইসমস্ত সাধারণ লোকের সঙ্গে কেমন আচরণ করতেন, যারা তাঁর কাছে আসত। আপনি যদি এইভাবে চিন্তা করেন, তা হলে আপনি নিশ্চিত হতে পারবেন যে, যিহোবার দৃষ্টিতে আপনি কতটা মূল্যবান।

৫. গালীলে যে-মহিলার সঙ্গে যিশুর দেখা হয়েছিল, তার সম্বন্ধে আমরা কী জানতে পারি?

৫ যিশু শুধুমাত্র একসঙ্গে অনেক লোককেই শিক্ষা দিতেন না, কিন্তু সেইসঙ্গে তিনি প্রত্যেক ব্যক্তির জন্য আলাদাভাবে চিন্তা করতেন। যেমন, যখন তিনি গালীলে প্রচার করছিলেন, তখন এমন একজন মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, যিনি ১২ বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিলেন। (মার্ক ৫:২৫) এই রোগের কারণে তিনি অশুচি ছিলেন আর যে-কেউ তাকে স্পর্শ করত, সেও অশুচি হয়ে যেত। এই রোগের কারণে তিনি লোকদের সঙ্গে মেলামেশা করতে পারতেন না এবং নিজেকে দূরে সরিয়ে রাখতেন। শুধু তা-ই নয়, তিনি উপাসনা করার জন্য সভা ঘরে যেতে পারতেন না এবং কোনো উৎসবে অংশগ্রহণও করতে পারতেন না। (লেবীয়. ১৫:১৯, ২৫) সেই মহিলা শুধুমাত্র তার রোগের কারণেই কষ্ট পাচ্ছিলেন না, কিন্তু মানসিকভাবেও হয়তো একেবারে ভেঙে পড়েছিলেন।—মার্ক ৫:২৬.

৬. যে-মহিলা রক্তস্রাব রোগে ভুগছিলেন, তিনি কীভাবে সুস্থ হয়ে উঠেছিলেন?

৬ সেই দুঃখী মহিলা চেয়েছিলেন, যিশু যেন তার কষ্ট দূর করে দেন। কিন্তু, তিনি সরাসরি যিশুর কাছে সাহায্য চাইতে যাননি। কেন? হতে পারে, তিনি তার শারীরিক অবস্থার জন্য লজ্জাবোধ করছিলেন। সেই মহিলা হয়তো ভেবেছিলেন যে, যদি অশুচি অবস্থায় তিনি ভিড়ের মধ্যে যান, তা হলে যিশু হয়তো তার উপর রেগে যাবেন এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেবেন। তাই, তিনি শুধুমাত্র যিশুর কাপড় স্পর্শ করেছিলেন। তার এই বিশ্বাস ছিল যে, এমনটা করলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। (মার্ক ৫:২৭, ২৮) আর সেটাই হয়েছিল! সেই মহিলা সত্যিই সুস্থ হয়ে গিয়েছিলেন। এরপর, যিশু যখন জিজ্ঞেস করেছিলেন, কে তাকে স্পর্শ করেছে, তখন সেই মহিলা সবার সামনে স্বীকার করেছিলেন যে, তিনিই যিশুকে স্পর্শ করেছেন। তখন যিশু তার সঙ্গে কেমন আচরণ করেছিলেন?

৭. যিশু সেই দুঃখী মহিলার প্রতি কেমন আচরণ করেছিলেন? (মার্ক ৫:৩৪)

৭ যিশু সেই মহিলার প্রতি প্রেম ও সম্মানের সঙ্গে আচরণ করেছিলেন। তিনি লক্ষ করেছিলেন, সেই মহিলা ‘ভয়ে কাঁপছেন।’(মার্ক ৫:৩৩) তাই তিনি সদয়ভাবে তার সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে সাহস জুগিয়েছিলেন। যিশু এমনকী সেই মহিলাকে “কন্যা” বলে ডেকেছিলেন। এটা বলার মাধ্যমে যিশু শুধুমাত্র তার প্রতি সম্মানই দেখাননি, কিন্তু সেইসঙ্গে তার প্রতি কোমল স্নেহও দেখিয়েছিলেন। (পড়ুন, মার্ক ৫:৩৪.) বাইবেলে উল্লেখিত এটাই একমাত্র ঘটনা, যেখানে যিশু সেই মহিলাকে কন্যা বলে ডেকেছিলেন কারণ তার পরিস্থিতি হয়তো খুবই কষ্টদায়ক ছিল এবং তিনি ‘ভয়ে কাঁপছিলেন।’ আপনি কি কল্পনা করতে পারেন, যিশুর এই কথাগুলো শুনে সেই মহিলা কতটা স্বস্তি পেয়েছিলেন? যিশু যদি সেই মহিলাকে আশ্বস্ত না করতেন, তা হলে তিনি হয়তো ঠিক হয়ে যেতেন, কিন্তু তার বিবেক সবসময় তাকে দোষী করত যে, তিনি অশুচি অবস্থায় যিশুকে স্পর্শ করেছিলেন। তাই, সেই মহিলাকে সুস্থ করার পর যিশু তাকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে, তিনি যিহোবার একজন প্রিয় কন্যা।

৮. ব্রাজিলের বোন মারিয়াকে কোন সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে হয়েছে?

৮ আজও যিহোবার কিছু সেবককে নানা ধরনের অসুস্থতার সঙ্গে লড়াই করতে হয়, তাই এই কারণে তারা নিজেদের মূল্যহীন বলে মনে করে। উদাহরণ স্বরূপ, ব্রাজিলের একজন বোন মারিয়ারa কথা চিন্তা করুন, যিনি অগ্রগামী হিসেবে সেবা করেন। জন্ম থেকেই তার দুটো পা এবং বাঁ-হাত নেই। বোন বলেন, “স্কুলের বাচ্চারা আমাকে নিয়ে সবসময় হাসিঠাট্টা করত এবং আমাকে বিভিন্ন নামে ডাকত। এমনকী আমার পরিবারের সদস্যেরাও আমাকে নীচু চোখে দেখত।”

৯. মারিয়া কীভাবে এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে, তিনি যিহোবার দৃষ্টিতে মূল্যবান?

৯ কোন বিষয়টা মারিয়াকে সাহায্য করেছিল? মারিয়া একজন যিহোবার সাক্ষি হওয়ার পর, ভাই-বোনেরা তার বিশ্বাসকে অনেক দৃঢ় করে আর এর ফলে তিনি নিজেই বুঝতে পারেন যে, যিহোবা তাকে কোন দৃষ্টিতে দেখেন। বোন বলেন, “আমি বলে বোঝাতে পারব না যে, কত ভাই-বোন আমাকে সাহায্য করেছিল। আমাকে যদি তাদের সবার নাম খাতায় লিখতে হয়, তা হলে আমি একটা খাতার মধ্যে সেগুলো লিখে শেষ করতে পারব না। এত চমৎকার এবং প্রেমময় একটা পরিবার আমাকে দেওয়ার জন্য আমি যিহোবাকে অনেক ধন্যবাদ দিই।” সেই ভাই-বোনেরা মারিয়াকে আশ্বস্ত করেছিল যে, যিহোবার দৃষ্টিতে তিনি খুবই মূল্যবান।

১০. মগ্দলীনী মরিয়ম কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন আর এই কারণে তিনি কেমন অনুভব করতেন? (ছবিগুলোও দেখুন।)

১০ এখন আসুন আমরা আরও একজন মহিলার উদাহরণের উপর মনোযোগ দিই, যাকে যিশু সুস্থ করেছিলেন। তিনি ছিলেন মগ্দলীনী মরিয়ম। তার উপর সাতটা মন্দ স্বর্গদূত ভর করেছিল। (লূক ৮:২) এর ফলে, তিনি হয়তো নানা রকমের অদ্ভুত আচরণ করতেন আর লোকেরা তার কাছ থেকে দূরে থাকত। একবার চিন্তা করে দেখুন, এই অবস্থার কারণে মরিয়ম নিজেকে কতটা অসহায় এবং একা মনে করতেন। লোকেরা যখন তাকে এড়িয়ে চলত, তখন তার কতই-না খারাপ লাগত! এটা মনে করা হয় যে, যিশুই মরিয়মের শরীর থেকে মন্দ স্বর্গদূতদের বের করে দেন আর এরপরই মরিয়ম তাঁর শিষ্য হন। যিশু আর কীভাবে মরিয়মকে এই নিশ্চয়তা দেন যে, তিনি যিহোবার দৃষ্টিতে খুবই মূল্যবান?

কোলাজ: ১. যিশু দুঃখী মগ্দলীনী মরিয়মকে লক্ষ করেন, যখন তিনি অন্ধকার একটা গলিতে হাঁটু গেড়ে বসেছিলেন। ২. মগ্দলীনী মরিয়ম আনন্দের সঙ্গে যিশু ও তাঁর শিষ্যদের অনুসরণ করেন।

যিশু মগ্দলীনী মরিয়মকে কীভাবে এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, তিনি যিহোবার দৃষ্টিতে মূল্যবান? (১০-১১ অনুচ্ছেদ দেখুন)


১১. যিশু মগ্দলীনী মরিয়মকে কীভাবে এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, তিনি যিহোবার দৃষ্টিতে মূল্যবান? (ছবিগুলোও দেখুন।)

১১ যিশু যখন বিভিন্ন জায়গায় প্রচার করতে যান,তখন তিনি মগ্দলীনী মরিয়মকে তাঁর সঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানান।b এই কারণে মগ্দলীনী মরিয়ম যিশুর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছিলেন। আর যে-দিন যিশুকে পুনরুত্থিত করা হয়েছিল, সেই দিনই তিনি মরিয়মের সঙ্গে দেখা করেন। শিষ্যদের মধ্যে মরিয়মই ছিলেন প্রথম, যার সঙ্গে যিশু সেই দিন কথা বলেছিলেন। যিশু তাকে একটা কাজের দায়িত্বও দিয়েছিলেন। যিশু মরিয়মকে বলেছিলেন, প্রেরিতদের কাছে গিয়ে এই কথা জানাতে যে, তাঁকে আবারও জীবিত করা হয়েছে। তিনি মরিয়মের সঙ্গে যেভাবে আচরণ করেছিলেন সেটা দেখায় যে, মরিয়ম যিহোবার দৃষ্টিতে কতটা মূল্যবান!—যোহন ২০:১১-১৮.

১২. বোন লিডিয়ার কেন মনে হত যে, তিনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নন?

১২ মগ্দলীনী মরিয়মের মতো আজও অনেক ভাই-বোনকে তুচ্ছ করা হয় এবং নীচু চোখে দেখা হয়। স্পেনের একজন বোন লিডিয়ার কথা ভাবুন। তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, তখন তার মা গর্ভপাত করার কথা ভেবেছিলেন। যখন লিডিয়া বড়ো হয়ে উঠছিলেন, তখন তার মা তার প্রতি কোনো যত্ন নেননি। তিনি লিডিয়াকে অবহেলা করতেন এবং তাকে খারাপ খারাপ কথা বলতেন। বোন বলেন, “আমার মা আমাকে ভালোবাসতেন না, তাই আমি সবসময় চাইতাম যেন লোকেরা আমাকে ভালোবাসে আর আমার বন্ধু হয়। কিন্তু, আমার মনে হত যে, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই। মায়ের কথাবার্তা থেকে আমি এটা বুঝতে পেরেছিলাম যে, আমি খুবই খারাপ।”

১৩. লিডিয়া কীভাবে এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে, তিনি যিহোবার দৃষ্টিতে মূল্যবান?

১৩ এরপর, লিডিয়া বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন এবং যিহোবার কাছে প্রার্থনা করেন। শুধু তা-ই নয়, লিডিয়া ভাই-বোনদের সঙ্গেও মেলামেশা করতে থাকেন, যারা তাকে খুব ভালোবাসত এবং তাকে সাহস জোগাত। এর ফলে, লিডিয়া নিশ্চিত হতে পেরেছিলেন যে, তিনি যিহোবার দৃষ্টিতে কতটা মূল্যবান। লিডিয়া বলেন, “আমার স্বামী প্রায়ই আমাকে বলে যে, ও আমাকে খুব ভালোবাসে। ও সবসময় আমাকে বলে, আমার কোন গুণটা ওর খুব ভালো লাগে আর এর জন্যও আমাকে অনেক প্রশংসা করে। আমার বন্ধুরাও এমনটাই করে।” আপনার মণ্ডলীতে কি এমন কোনো ভাই বা বোন রয়েছে, যাকে আপনি এই নিশ্চয়তা দিতে পারেন যে, সে যিহোবার দৃষ্টিতে মূল্যবান?

নিজেকে যিহোবার দৃষ্টিতে দেখার চেষ্টা করুন—কীভাবে?

১৪. প্রথম শমূয়েল ১৬:৭ পদ থেকে কীভাবে আমরা নিজেদের যিহোবার দৃষ্টিতে দেখতে পারি? (“যিহোবার লোকেরা তাঁর কাছে কেন মূল্যবান?” শিরোনামের বাক্স দেখুন।)

১৪ মনে রাখবেন, মানুষ আমাদের যেভাবে দেখে, যিহোবা আমাদের সেই দৃষ্টিতে দেখেন না। (পড়ুন, ১ শমূয়েল ১৬:৭.) আপনি দেখতে কেমন, আপনি ধনী না গরীব, আপনি পড়াশোনা জানেন কি জানেন না, এর উপর ভিত্তি করে জগতের লোক আপনাকে বিচার করার চেষ্টা করে। (যিশা. ৫৫:৮, ৯) কিন্তু, যিহোবার কাছে এগুলোর কোনো মূল্য নেই। তাই, জগতের লোকদের মতো নয়, কিন্তু যিহোবার দৃষ্টিতে নিজেকে দেখার চেষ্টা করুন। আপনি চাইলে বাইবেলে সেই ব্যক্তিদের বিষয়ে পড়তে পারেন, যারা একসময় নিজেদের একেবারে অযোগ্য বলে মনে করত। যেমন, আপনি যদি এলিয়, নয়মী ও হান্নার সম্বন্ধে পড়েন, তা হলে এটা বুঝতে পারবেন যে, যিহোবা তাদের কতটা ভালোবাসতেন। আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার নিজেরও হয়তো কিছু অভিজ্ঞতা আছে, যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে, যিহোবা আপনাকে খুব ভালোবাসেন এবং আপনি তাঁর কাছে খুবই মূল্যবান। আপনি চাইলে সেই অভিজ্ঞতাগুলো লিখে রাখতে পারেন। এ ছাড়া, আপনি আমাদের প্রকাশনায় আত্মসম্মানের অভাব সম্বন্ধে যে-প্রবন্ধ এবং ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখতে পারেন।c

যিহোবার লোকেরা তাঁর দৃষ্টিতে কেন এত মূল্যবান?

যিহোবা মানুষকে পশুপাখির চেয়ে আলাদাভাবে সৃষ্টি করেছেন। যিহোবা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন, যাতে আমরা তাঁর সঙ্গে এক দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারি এবং তাঁর বন্ধু হতে পারি। (আদি. ১:২৭; গীত. ৮:৫; ২৫:১৪; যিশা. ৪১:৮) এর থেকে আমরা বুঝতে পারি যে, আমরা অসহায় নই, কিন্তু যিহোবার দৃষ্টিতে অনেক মূল্যবান। কিন্তু, এটা বিশ্বাস করার পিছনে আমাদের আরও বড়ো একটা কারণ রয়েছে। এটা হল, আমরা যিহোবার নিকটবর্তী হয়েছি, আমরা তাঁর আজ্ঞা পালন করি এবং আমরা আমাদের জীবন তাঁর কাছে উৎসর্গ করেছি। তাই, আমরা আমাদের সৃষ্টিকর্তা এবং ঈশ্বরের দৃষ্টিতে আরও বেশি মূল্যবান।—যিশা. ৪৯:১৫.

১৫. দানিয়েল কেন যিহোবার “অতিশয় প্রীতি-পাত্র” ছিলেন? (দানিয়েল ৯:২৩)

১৫ মনে রাখবেন, আপনি যিহোবার একজন বিশ্বস্ত সেবক, তাই আপনি তাঁর দৃষ্টিতে মূল্যবান। একটা সময়ে দানিয়েল খুবই নিরূৎসাহিত ও ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন হয়তো তার বয়স ৯০-এরও বেশি ছিল। (দানি. ৯:২০, ২১) সেই সময়ে যিহোবা কীভাবে দানিয়েলকে সাহস জুগিয়েছিলেন? তিনি স্বর্গদূত গাব্রিয়েলকে তার কাছে পাঠিয়েছিলেন। স্বর্গদূত গাব্রিয়েল দানিয়েলকে বলেন যে, যিহোবা তার প্রার্থনা শুনেছেন এবং তিনি যিহোবার “অতিশয় প্রীতি-পাত্র।” (পড়ুন, দানিয়েল ৯:২৩.) কিন্তু, দানিয়েল যিহোবার দৃষ্টিতে কেন মূল্যবান ছিলেন? দানিয়েলের মধ্যে অনেক ভালো গুণ ছিল, তবে সবচেয়ে বড়ো বিষয় হল, তিনি একজন ধার্মিক এবং বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। (যিহি. ১৪:১৪) যিহোবা তাঁর বাক্য বাইবেলে দানিয়েলের বিবরণ লিখিয়েছেন, যাতে আমরা সেটা থেকে সান্ত্বনা পেতে পারি। (রোমীয় ১৫:৪) যিহোবা আজও আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের মূল্যবান হিসেবে দেখেন, কারণ আমরা যিহোবার নৈতিক মানগুলো মেনে চলি এবং সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে তাঁর সেবা করি।—মীখা ৬:৮; ইব্রীয় ৬:১০.

১৬. কীভাবে আপনি নিজেকে এই নিশ্চয়তা দিতে পারেন যে, যিহোবা আপনার পিতা এবং আপনাকে খুব ভালোবাসেন?

১৬ মনে রাখবেন, যিহোবা আপনার পিতা এবং তিনি আপনাকে খুব ভালোবাসেন। যিহোবা আপনার মধ্যে ভুলগুলো দেখেন না, কিন্তু আপনাকে সাহায্য করতে চান। (গীত. ১৩০:৩; মথি ৭:১১; লূক ১২:৬, ৭) এই বিষয়ে চিন্তা করে অনেক লোক উপকৃত হয়েছে, যারা নিজেদের অযোগ্য বলে মনে করত। স্পেনের একজন বোন মিসেলের কথা চিন্তা করুন। তার স্বামী বছরের পর বছর ধরে তাকে গালিগালাজ করত এবং খারাপ খারাপ কথা বলত। এই কারণে বোন মিসেল নিজেকে একেবারে অসহায় বলে মনে করতেন। মিসেল বলেন, “যখন আমার নিজেকে অযোগ্য বলে মনে হয়, তখন আমি ভাবি, আমি যেন যিহোবার কোলে রয়েছি এবং তিনি আমাকে খুব ভালোবাসেন। এটা চিন্তা করে, আমি অনেক স্বস্তি পাই।” (গীত. ২৮:৯) লক্ষ করুন, দক্ষিণ আফ্রিকার একজন বোন লরেন, যখন হতাশ হয়ে পড়েন, তখন তিনি কী চিন্তা করেন: “আমি যখন ভাবি, যিহোবা কীভাবে আমাকে প্রেমের সঙ্গে আকর্ষণ করেছেন, এত বছর ধরে আমাকে তাঁর কাছে রেখেছেন এবং আমাকে সুযোগ দিয়েছেন, যাতে আমি তাঁর বিষয়ে অন্যদের শেখাই, তাই আমি নিশ্চিত যে, আমি তাঁর দৃষ্টিতে একেবারেই অযোগ্য নই বরং অনেক মূল্যবান।”—হোশেয় ১১:৪.

১৭. কীভাবে আমরা জানতে পারি যে, আমাদের উপর যিহোবার অনুমোদন রয়েছে? (গীতসংহিতা ৫:১২) (ছবিও দেখুন।)

১৭ নিশ্চিত থাকুন যে, আপনার উপর যিহোবার অনুমোদন রয়েছে। (পড়ুন, গীতসংহিতা ৫:১২.) দায়ূদ বলেছিলেন, যিহোবার অনুমোদন “একটা বড়ো ঢালের মতো” যেটার মানে হল, তিনি ধার্মিক ব্যক্তিদের ভালোবাসেন এবং তাদের রক্ষা করেন। আপনি যখন মনে রাখবেন যে, আপনার উপর যিহোবার অনুমোদন রয়েছে এবং তিনি আপনার সঙ্গে থাকবেন, তখন এটা আপনাকে সুরক্ষিত রাখবে আর আপনি এই চিন্তা করবেন না যে, আপনি কোনো কাজের নন। কিন্তু, কীভাবে আপনি জানতে পারবেন যে, আপনার উপর যিহোবার অনুমোদন রয়েছে? যেমনটা আমরা ইতিমধ্যেই দেখেছি, যিহোবা তাঁর বাক্য বাইবেলের মাধ্যমে আমাদের বলেন যে, তিনি আমাদের বিষয়ে কেমন অনুভব করেন। এ ছাড়া, তিনি প্রাচীনদের, ভালো বন্ধুদের এবং অন্যান্য ভাই-বোনদের মাধ্যমে আমাদের এই নিশ্চয়তা দেন যে, আমরা তাঁর দৃষ্টিতে কতটা মূল্যবান। কিন্তু, অন্যেরা যখন আমাদের উৎসাহ দেয়, তখন আমাদের কী করা উচিত?

একজন বোন হাসিমুখে প্রচারে যোগ দেওয়ার জন্য কিংডম হল থেকে বের হয়ে আসছেন এবং আরেকজন বোন তার কাঁধে হাত দিয়ে রয়েছেন।

আমরা যদি মনে রাখি, আমাদের উপর যিহোবার অনুমোদন রয়েছে, তা হলে আমরা এটা ভেবে উদ্‌বিগ্ন হব না যে, আমরা কোনো কিছুর যোগ্য নই (১৭ অনুচ্ছেদ দেখুন)


১৮. কেউ যখন আপনার প্রশংসা করে, তখন কেন আপনার সেটা গ্রহণ করা উচিত?

১৮ যারা আপনাকে জানে এবং আপনাকে ভালোবাসে, তারা যখন আপনার প্রশংসা করে, তখন সেই প্রশংসা গ্রহণ করুন এবং খুশি হোন। মনে রাখবেন, যিহোবা ভাই-বোনদের মাধ্যমেও আমাদের এই নিশ্চয়তা দেন যে, আমাদের উপর তাঁর অনুমোদন রয়েছে। বোন মিসেল যার সম্বন্ধে আগে উল্লেখ করা হয়েছিল, তিনি বলেন, “কেউ যখন আমার প্রশংসা করে, তখন সেটা গ্রহণ করা আমার জন্য খুব কঠিন হয়। আর আমার মনে হয়, আমি সেটা পাওয়ার যোগ্য নই। কিন্তু, যিহোবা চান কেউ যখন আমার প্রশংসা করে, তখন আমি যেন সেটা গ্রহণ করি আর তাই আমি এটা করার চেষ্টা করছি।” প্রাচীনেরাও মিসেলকে অনেক সাহায্য করেছিল। বর্তমানে তিনি অগ্রগামী হিসেবে এবং বেথেল রিমোট ভলেন্টিয়ার হিসেবে সেবা করছেন।

১৯. কেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আপনি যিহোবার দৃষ্টিতে মূল্যবান?

১৯ যিশু আমাদের মনে করিয়ে দেন, আমরা যিহোবার দৃষ্টিতে কতটা মূল্যবান। (লূক ১২:২৪) তাই, আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা আমাদের মূল্যবান হিসেবে দেখেন। আসুন, আমরা যেন এটা কখনো ভুলে না যাই এবং অন্যদেরও এই নিশ্চয়তা দিই যে, তারা যিহোবার দৃষ্টিতে অনেক মূল্যবান!

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • যিশু লোকদের কীভাবে এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, তারা যিহোবার দৃষ্টিতে মূল্যবান?

  • যে-মহিলা রক্তস্রাব রোগে ভুগছিলেন, তাকে যিশু কীভাবে সাহায্য করেছিলেন?

  • নিজেকে যিহোবার দৃষ্টিতে দেখার জন্য আমাদের কী করা উচিত?

গান ১৩৯ নিজেকে পরমদেশে কল্পনা করুন

a কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

b এটা মনে করা হয় যে, মগ্দলীনী মরিয়ম হলেন সেই মহিলাদের মধ্যে একজন যিনি যিশুর এবং তাঁর শিষ্যদের সঙ্গে ভ্রমণ করতেন। এই মহিলারা নিজেদের ধন-সম্পত্তি ব্যবহার করে যিশু এবং প্রেরিতদের সেবা করেছিলেন।—মথি ২৭:৫৫, ৫৬; লূক ৮:১-৩.

c উদাহরণ স্বরূপ, যিহোবার নিকটবর্তী হোন বইয়ের অধ্যায় ২৪ এবং খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার জন্য বাইবেলের নীতি বইয়ের “নিজেদের বিষয়ে সন্দেহ করা” বিষয়ের অধীনে দেওয়া শাস্ত্রপদগুলো এবং বাইবেলের ঘটনাগুলো পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার