বাইবেলের শব্দগুলোর মানে
‘ঈশ্বরের কাছ থেকে পাওয়া দান’ ভালোভাবে ব্যবহার করুন
আমরা যখন ভাই-বোনদের সঙ্গে সময় কাটাই, তখন আমরা অনেক উৎসাহিত হই। কিন্তু, এই উৎসাহ শুধুমাত্র একে অন্যের সঙ্গে সময় কাটানোর মাধ্যমেই পাওয়া যায় না, এর জন্য আমাদের আরও কিছু করতে হবে। বাইবেল বলে, আমাদের একে অন্যকে শক্তিশালী করার ক্ষমতা হল, “ঈশ্বরের কাছ থেকে পাওয়া” একটা “দান।” (রোমীয় ১:১১, ১২) কীভাবে আমরা এই দান আরও ভালোভাবে ব্যবহার করতে পারি?
আপনার কথার মাধ্যমে অন্যদের উৎসাহিত করুন। যেমন, আমরা সভাতে মন্তব্য করতে পারি। তবে, আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন নিজেদের উপর নয় বরং যিহোবা, তাঁর বাক্য এবং তাঁর লোকদের উপর ভাই-বোনদের মনোযোগ আকর্ষণ করাই। এ ছাড়া, ভাই-বোনদের সঙ্গে কথা বলার সময় আমরা এমন বিষয় নিয়ে কথা বলতে পারি, যেটা তাদের বিশ্বাসকে শক্তিশালী করবে।
আপনার সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে অন্যদের উৎসাহিত করুন। যেমন, অনেকে তাদের ব্যক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও পূর্ণসময়ের সেবা করা বেছে নিয়েছে। অন্যেরা আবার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত সমস্যা অথবা ব্যস্ত কাজের তালিকা থাকা সত্ত্বেও নিয়মিতভাবে সপ্তাহের মাঝের সভায় যোগ দেয়।
আপনি কি আপনার কথা ও কাজের মাধ্যমে ভাই-বোনদের উৎসাহিত করেন? আর আপনি কি লক্ষ করেছেন, কীভাবে ভাই-বোনেরা তাদের কথা ও কাজের মাধ্যমে আপনাকে উৎসাহিত করে?