AspctStyle/stock.adobe.com
যিশু যুদ্ধ শেষ করবেন
যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি লোকদের প্রতি মহৎ প্রেম দেখিয়েছিলেন। তিনি এমনকী তাদের জন্য নিজের জীবনও দিয়েছিলেন। (মথি ২০:২৮; যোহন ১৫:১৩) খুব তাড়াতাড়ি তিনি আবারও দেখাবেন যে, তিনি আমাদের ভালোবাসেন। কীভাবে? ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে তিনি তাঁর ক্ষমতাকে ব্যবহার করে “সারা পৃথিবীতে যুদ্ধ শেষ করে” দেবেন।—গীতসংহিতা ৪৬:৯.
যিশু যা করবেন, সেই বিষয়ে বাইবেল কী বলে, তা লক্ষ করুন:
“যে-গরিব ব্যক্তিরা সাহায্য চেয়ে কাঁদে, তিনি তাদের উদ্ধার করবেন, দুঃখী লোকদের ও সেইসঙ্গে যাদের সাহায্য করার মতো কেউ নেই, তিনি তাদের উদ্ধার করবেন। দুঃখী ও গরিব লোকদের দেখে তার মায়া হবে, তিনি গরিব লোকদের জীবন বাঁচাবেন। তিনি তাদের অত্যাচার ও দৌরাত্ম্য থেকে উদ্ধার করবেন, তাদের রক্ত তার চোখে মূল্যবান হবে।”—গীতসংহিতা ৭২:১২-১৪.
যিশু ইতিমধ্যে আমাদের জন্য যা-কিছু করেছেন এবং ভবিষ্যতে যা-কিছু করবেন, সেগুলোর প্রতি কীভাবে আমরা উপলব্ধি দেখাতে পারি? একটা উপায় হল, “ঈশ্বরের রাজ্যের সুসমাচার” সম্পর্কে আরও জানার মাধ্যমে, যে-সুসমাচার যিশু প্রচার করেছিলেন। (লূক ৪:৪৩) “What is the Kingdom of God?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।