panitan/stock.adobe.com
যিশু দরিদ্রতা দূর করবেন
যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি লোকদের প্রতি মহৎ প্রেম দেখিয়েছিলেন। তিনি বিশেষ করে সেই ব্যক্তিদের প্রতি প্রেম দেখিয়েছিলেন, যারা গরিব ছিল আর কষ্টের মধ্যে ছিল। (মথি ৯:৩৬) তিনি এমনকী তাদের জন্য নিজের জীবনও দিয়েছিলেন। (মথি ২০:২৮; যোহন ১৫:১৩) খুব তাড়াতাড়ি তিনি আবারও দেখাবেন যে, তিনি আমাদের ভালোবাসেন। কীভাবে? ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে তিনি তাঁর ক্ষমতাকে ব্যবহার করে সারা পৃথিবী থেকে দরিদ্রতা দূর করে দেবেন।
যিশু যা করবেন, সেই বিষয়ে বাইবেলের একটা গীত কী বলে, তা লক্ষ করুন:
“রাজা যেন দুঃখীদের পক্ষসমর্থন করেন, গরিবদের সন্তানদের রক্ষা করেন এবং প্রতারকদের পিষে দেন।”—গীতসংহিতা ৭২:৪.
যিশু ইতিমধ্যে আমাদের জন্য যা-কিছু করেছেন এবং ভবিষ্যতে যা-কিছু করবেন, একটা উপায় হল, “ঈশ্বরের রাজ্যের সুসমাচার” সম্বন্ধে জানা, যে-সুসমাচার যিশু প্রচার করেছিলেন। (লূক ৪:৪৩) “What Is the Kingdom of God?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।