জেগে থাকুন!
খ্রিস্টান হওয়ার মানে কী?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
বর্তমানে সারা পৃথিবীতে অনেক লোক গর্বের সঙ্গে নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দেয়। কিন্তু অনেক সময় তারা অন্যদের সঙ্গে খুব খারাপ আচরণ করে। কেউ কেউ স্বার্থপর, অসৎ এবং নির্দয় আবার কেউ কেউ তাদের সঙ্গীর প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ে। এই লোকদের আচরণের কারণে কিছু লোক চিন্তা করতে পারে, ‘খ্রিস্টান হওয়ার মানে কী?’
প্রকৃত খ্রিস্টান বলতে যা বোঝায়
‘আমি একজন খ্রিস্টান’ এই কথাটা বলা অনেক সহজ। কিন্তু, এটাই যথেষ্ট নয়। বাইবেল বলে, একজন ব্যক্তিকে খ্রিস্টান হতে গেলে যিশুর শিষ্য হতে হবে। (প্রেরিত ১১:২৬) যিশু বলেছিলেন: “তোমরা যদি সবসময় আমার কথা অনুযায়ী কাজ কর, তা হলে তোমরা সত্যিই আমার শিষ্য” (যোহন ৮:৩১) তবে এটা ঠিক যে, আমরা কেউই যিশুর কথা পুরোপুরিভাবে মেনে চলতে পারি না। কিন্তু, একজন প্রকৃত খ্রিস্টান যিশুর শিক্ষা অনুযায়ী চলার জন্য কঠোর প্রচেষ্টা করে এবং প্রতিদিন নিজের কাজ ও সিদ্ধান্তের মাধ্যমে তা দেখায়। এই বিষয়ে কিছু উদাহরণ লক্ষ্য করুন।
খ্রিস্টানেরা নিঃস্বার্থ প্রেম দেখায়
যিশু যা বলেছিলেন: “আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরকে প্রেম করো; আমি যেমন তোমাদের প্রেম করেছি, তেমনই তোমরাও পরস্পরকে প্রেম করো। তোমাদের মধ্যে যদি প্রেম থাকে, তা হলেই সকলে জানবে, তোমরা আমার শিষ্য।”—যোহন ১৩:৩৪, ৩৫.
যিশু যা করেছিলেন: লোকদের সামাজিক পদমর্যাদা বা পটভূমি বিচার না করে, যিশু সবার প্রতি নিঃস্বার্থ প্রেম দেখিয়েছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করেছিলেন, ক্ষুধার্তদের খাইয়েছিলেন আর এমনকী অন্যদের জন্য নিজের জীবনও দিয়েছিলেন।—মথি ১৪:১৪-২১; ২০:২৮.
খ্রিস্টানেরা যেভাবে তা দেখায়: উদারতা দেখিয়ে, পক্ষপাতহীন থেকে এবং ক্ষমা করে, খ্রিস্টানেরা নিঃস্বার্থ প্রেম দেখায়। যাদের প্রয়োজন রয়েছে তাদের সাহায্য করার জন্য তারা বিভিন্ন ত্যাগস্বীকার করে।—১ যোহন ৩:১৬.
খ্রিস্টানেরা সৎ হয়
যিশু যা বলেছিলেন: “আমিই … সত্য”—যোহন ১৪:৬.
যিশু যা করেছিলেন: যিশু যা-কিছু বলেছিলেন ও করেছিলেন তার মধ্যে সততা ছিল। তিনি অন্যদের সঙ্গে কখনোই ছলনা করেননি এবং বিভ্রান্তিকর কথা বলেননি। যিশুর সততার কথা সবাই জানত এমনকী এর জন্য তাঁকে অনেক বিরোধিতার মুখেও পড়তে হয়েছিল।—মথি ২২:১৬; ২৬:৬৩-৬৭.
খ্রিস্টানেরা যেভাবে তা দেখায়: খ্রিস্টানেরা মিথ্যা কথা বলে না। তারা ট্যাক্স দেয়, চুরি করে না আর কাজের জায়গায় কোনোরকম ফাঁকি দেয় না। (রোমীয় ১৩:৫-৭; ইফি. ৪:২৮) খ্রিস্টানেরা অন্যদের ঠকায় না, পরীক্ষায় টুকলি করে না অথবা বিভিন্ন নথিপত্রে বা চাকরির আবেদনে কোনো কারচুপি করে না।—ইব্রীয় ১৩:১৮.
খ্রিস্টানেরা দয়া দেখায়
যিশু যা বলেছিলেন: “তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের সতেজ করব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও এবং আমার কাছ থেকে শেখো, কারণ আমি মৃদুশীল ও নম্রমনা; এতে তোমরা সতেজতা লাভ করবে। কারণ আমার জোয়াল বহন করা সহজ এবং আমার ভার হালকা।”—মথি ১১:২৮-৩০.
যিশু যা করেছিলেন: যিশু কোমল স্বভাবের ছিলেন আর তাই যে-কেউ তাঁর কাছে আসতে পারত। তিনি বাচ্চাদের কাছে ডেকে নিতেন, বিষণ্ণ ব্যক্তিদের সান্ত্বনা দিতেন এবং সবসময় অন্যদের সম্মান করতেন।—মার্ক ১০:১৩-১৫; লূক ৯:১১.
খ্রিস্টানেরা যেভাবে তা দেখায়: খ্রিস্টানেরা অন্যদের সঙ্গে সবসময় সদয়ভাবে কথা বলে। তারা অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে না বা নোংরা কথা বলে না। (ইফি. ৪:২৯, ৩১, ৩২) তারা অন্যদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখায় আর বিভিন্ন সুযোগ খোঁজে যাতে অন্যদের সাহায্য করা যায়।—গালা. ৬:১০.
খ্রিস্টানেরা তাদের বিবাহসাথির প্রতি বিশ্বস্ত থাকে
যিশু যা বলেছিলেন: “ঈশ্বর যা যুক্ত করেছেন, মানুষ তা আলাদা না করুক।”—মার্ক ১০:৯.
যিশু যা করেছিলেন: যদিও যিশু বিবাহিত ছিলেন না, তবুও তিনি বিবাহসাথিদের একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকতে উৎসাহিত করেন। (মথি ১৯:৯) তিনি এমন কিছু কাজ সম্বন্ধে সতর্ক করেন যা একটা বিয়েকে ভেঙে দিতে পারে।—মথি ৫:২৮.
খ্রিস্টানেরা যেভাবে তা দেখায়: খ্রিস্টানেরা সেইসমস্ত বিষয় এড়িয়ে চলে, যে-গুলো তাদের বিবাহসাথির প্রতি অসম্মান নিয়ে আসে। (ইব্রীয় ১৩:৪) বিবাহসাথিরা একে অন্যের প্রতি আচরণ করার সময় প্রেম ও সম্মান দেখায়।—ইফি. ৫:২৮, ৩৩.