ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১৪৩
  • ধূমপান করা কি পাপ?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধূমপান করা কি পাপ?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • বাইবেল অনুযায়ী নিজের আনন্দের জন্য গাঁজা খাওয়া অথবা অন্যান্য ধরনের ড্রাগ নেওয়া কি ভুল?
  • ধূমপান করাকে ঈশ্বর কোন দৃষ্টিতে দেখেন?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আসন্ন বাধাগুলো কাটিয়ে উঠতে প্রস্তুত থাকুন
    সজাগ হোন!: একটা মিথ্যে বন্ধু
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১৪৩
একজন ব্যক্তি সিগারেট খাচ্ছেন

ধূমপান করা কি পাপ?

বাইবেলের উত্তর

বাইবেলে ধূমপানa করা অথবা অন্যান্য তামাক-জাতীয় দ্রব্য সেবন করার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু, বাইবেলে দেওয়া নীতি থেকে জানতে পারি, ঈশ্বর এমন অভ্যাসগুলো দেখে খুশি হন না, যেগুলো অশুচি এবং আমাদের শরীরকে ক্ষতি করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে, ঈশ্বর ধূমপান করাকে পাপ হিসেবে দেখেন।

  • জীবনের প্রতি সম্মান। “ঈশ্বর … লোকদের জীবন ও শ্বাস দেন।” (প্রেরিত ১৭:২৪, ২৫) জীবন হল ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক উপহার আর তাই আমাদের সিগারেট খাওয়ার মতো মন্দ অভ্যাসগুলোতে জড়িত হওয়া উচিত নয়, যেগুলোর কারণে আমাদের তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। পুরো পৃথিবীতে মানুষের মৃত্যুর একটা বড়ো কারণ হল ধূমপান, যদিও মানুষ এই ধরনের মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারে।

  • প্রতিবেশীর প্রতি ভালোবাসা। “তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে।” (মথি ২২:৩৯) কিন্তু, ধূমপান করলে প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখানো হয় না। যারা ধূমপান করে না, তবে ধূমপান করে এমন ব্যক্তিদের কাছাকাছি থাকে, তাদের সেই রোগব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যা ধূমপান করে এমন ব্যক্তিদের মধ্যে দেখা যায়।

  • পবিত্রতা। “তোমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলি হিসেবে উৎসর্গ করো।” (রোমীয় ১২:১) “এসো আমরা দেহ ও মনের সমস্ত অশুচিতা থেকে নিজেদের শুচি করি এবং ঈশ্বরের প্রতি গভীর সম্মান দেখিয়ে আরও বেশি করে পবিত্র হই।” (২ করিন্থীয় ৭:১) ধূমপান করা অস্বাভাবিক এক বিষয় আর তা করার মাধ্যমে মানুষ পবিত্র থাকতে পারে না অর্থাৎ শারীরিক দিক দিয়ে শুচি থাকতে পারে না। কারণ, যারা তামাক-জাতীয় দ্রব্য সেবন করে, তারা জেনে-শুনে নিজেদের শরীরে এমন বিষয়গুলো প্রবেশ করতে দেয়, যেগুলো তাদের শরীরের জন্য ক্ষতিকারক।

বাইবেল অনুযায়ী নিজের আনন্দের জন্য গাঁজা খাওয়া অথবা অন্যান্য ধরনের ড্রাগ নেওয়া কি ভুল?

বাইবেলে গাঁজা অথবা অন্যান্য ধরনের ড্রাগের বিষয়ে কিছু বলা হয়নি। তবে, এটিতে এমন কিছু নীতি দেওয়া হয়েছে, যেখান থেকে বোঝা যায় যে, এই ধরনের নেশা করা ভুল। আমরা এখনও পর্যন্ত যে-নীতিগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোর পাশাপাশি নীচে দেওয়া নীতিগুলোও কার্যকারী:

  • চিন্তা করার ক্ষমতা। “তুমি … তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে।” (মথি ২২:৩৭, ৩৮) “তোমরা পুরোপুরিভাবে সচেতন থাকো।” (১ পিতর ১:১৩) ড্রাগ নেওয়ার ফলে একজন ব্যক্তি সঠিকভাবে চিন্তা করতে পারে না। আবার অনেকে এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তারা সবসময় শুধু ড্রাগ নেওয়ার কথাই চিন্তা করতে থাকে, ভালো কিছু চিন্তা করতে পারে না।—ফিলিপীয় ৪:৮.

  • সরকারি আইনের প্রতি বাধ্যতা। ‘সরকারের ও কর্তৃপক্ষের বাধ্য থাকো।’ (তীত ৩:১) অনেক দেশে নির্দিষ্ট কিছু ড্রাগ ব্যবহার করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ঈশ্বরকে খুশি করার জন্য আমাদের অবশ্যই কর্তৃপক্ষের বাধ্য হতে হবে।—রোমীয় ১৩:১.

আমাদের স্বাস্থ্যের উপর তামাক-জাতীয় দ্রব্যের ক্ষতিকর প্রভাব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করে যে, প্রতি বছর প্রায় ৬০ লক্ষ ব্যক্তি তামাক-জাতীয় দ্রব্য সেবন করার ফলে রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এদের মধ্যে ৬ লক্ষ ব্যক্তি শুধুমাত্র অন্যদের ধূমপান করার কারণে রোগে আক্রান্ত হয়। যারা তামাক-জাতীয় দ্রব্য সেবন করে এবং যারা তাদের কাছাকাছি থাকে, তাদের উভয়েরই স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়ে, আসুন সেই বিষয়ে একটু মনোযোগ দিই।

ক্যান্সার। সিগারেটের ধোঁয়ার মধ্যে এমন ৫০-টা রাসায়নিক পদার্থ (কারসিনোজেনিক) থাকে, যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে, “এমনটা মনে করা হয়, যাদের ফুসফুসে ক্যান্সার রয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশ ব্যক্তিরই সিগারেটের ধোঁয়ার কারণে তা হয়েছে।” এর কারণে শরীরের অন্যান্য অঙ্গেও ক্যান্সার হতে পারে, যেমন মুখে, শ্বাসনালিতে, খাদ্যনালিতে, গলায়, বাক্‌যন্ত্রে (লারিনক্স), যকৃতে, অগ্নাশয়ে এবং মূত্রথলিতে।

শ্বাসরোগ। সিগারেটের ধোঁয়া থেকে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো শ্বাসরোগও বেড়ে যায়। যে শিশুরা এই ধরনের পরিবেশে নিশ্বাস নেয়, তাদেরও হাঁপানি অথবা সবসময় কাশি হওয়ার মতো বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে। অনেক সময় তাদের ফুসফুসের বৃদ্ধি ব্যাহত হয় আর সেটা সঠিকভাবে কাজ করে না।

হৃদ্‌রোগ। যারা ধূমপান করে, তাদের স্ট্রোক অথবা হৃদ্‌রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সিগারেটের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড থাকে, যা ফুসফুসের মাধ্যমে সহজেই রক্তে প্রবেশ করে আর অক্সিজেনের স্থান নিয়ে নেয়। এর ফলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় আর হৃৎপিণ্ডকে পুরো দেহে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করতে হয়।

গর্ভে থাকা শিশুর উপর এর প্রভাব। যে গর্ভবতী মহিলারা ধূমপান করে, তারা নির্দিষ্ট সময়ের আগেই সন্তান প্রসব করে এবং সেই সন্তানের ওজনও কম হয়। কোনো কোনো ক্ষেত্রে সেই সন্তানের মধ্যে কিছু খুঁত থাকে, যেমন তাদের ঠোঁট কাটা হয়। এ ছাড়া, তাদের শ্বাসকষ্ট হতে পারে আর এমনকী হঠাৎ মৃত্যুও হতে পারে।

a ধূমপান বলতে এখানে সিগারেট, চুরুট, পাইপ অথবা হুঁকোর সাহায্যে তামাকের ধোঁয়া সেবন করাকে বোঝায়। কিন্তু, এখানে যে-নীতিগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো একইভাবে তামাক চিবোনো বা খৈনি খাওয়া, পান ও সুপারি খাওয়া, নস্যি টানা, নিকোটিনযুক্ত ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করা এবং এই ধরনের অন্যান্য জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার