ধূমপান করা কি পাপ?
বাইবেলের উত্তর
বাইবেলে ধূমপানa করা অথবা অন্যান্য তামাক-জাতীয় দ্রব্য সেবন করার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু, বাইবেলে দেওয়া নীতি থেকে জানতে পারি, ঈশ্বর এমন অভ্যাসগুলো দেখে খুশি হন না, যেগুলো অশুচি এবং আমাদের শরীরকে ক্ষতি করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে, ঈশ্বর ধূমপান করাকে পাপ হিসেবে দেখেন।
জীবনের প্রতি সম্মান। “ঈশ্বর … লোকদের জীবন ও শ্বাস দেন।” (প্রেরিত ১৭:২৪, ২৫) জীবন হল ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক উপহার আর তাই আমাদের সিগারেট খাওয়ার মতো মন্দ অভ্যাসগুলোতে জড়িত হওয়া উচিত নয়, যেগুলোর কারণে আমাদের তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। পুরো পৃথিবীতে মানুষের মৃত্যুর একটা বড়ো কারণ হল ধূমপান, যদিও মানুষ এই ধরনের মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারে।
প্রতিবেশীর প্রতি ভালোবাসা। “তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে।” (মথি ২২:৩৯) কিন্তু, ধূমপান করলে প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখানো হয় না। যারা ধূমপান করে না, তবে ধূমপান করে এমন ব্যক্তিদের কাছাকাছি থাকে, তাদের সেই রোগব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যা ধূমপান করে এমন ব্যক্তিদের মধ্যে দেখা যায়।
পবিত্রতা। “তোমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলি হিসেবে উৎসর্গ করো।” (রোমীয় ১২:১) “এসো আমরা দেহ ও মনের সমস্ত অশুচিতা থেকে নিজেদের শুচি করি এবং ঈশ্বরের প্রতি গভীর সম্মান দেখিয়ে আরও বেশি করে পবিত্র হই।” (২ করিন্থীয় ৭:১) ধূমপান করা অস্বাভাবিক এক বিষয় আর তা করার মাধ্যমে মানুষ পবিত্র থাকতে পারে না অর্থাৎ শারীরিক দিক দিয়ে শুচি থাকতে পারে না। কারণ, যারা তামাক-জাতীয় দ্রব্য সেবন করে, তারা জেনে-শুনে নিজেদের শরীরে এমন বিষয়গুলো প্রবেশ করতে দেয়, যেগুলো তাদের শরীরের জন্য ক্ষতিকারক।
বাইবেল অনুযায়ী নিজের আনন্দের জন্য গাঁজা খাওয়া অথবা অন্যান্য ধরনের ড্রাগ নেওয়া কি ভুল?
বাইবেলে গাঁজা অথবা অন্যান্য ধরনের ড্রাগের বিষয়ে কিছু বলা হয়নি। তবে, এটিতে এমন কিছু নীতি দেওয়া হয়েছে, যেখান থেকে বোঝা যায় যে, এই ধরনের নেশা করা ভুল। আমরা এখনও পর্যন্ত যে-নীতিগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোর পাশাপাশি নীচে দেওয়া নীতিগুলোও কার্যকারী:
চিন্তা করার ক্ষমতা। “তুমি … তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে।” (মথি ২২:৩৭, ৩৮) “তোমরা পুরোপুরিভাবে সচেতন থাকো।” (১ পিতর ১:১৩) ড্রাগ নেওয়ার ফলে একজন ব্যক্তি সঠিকভাবে চিন্তা করতে পারে না। আবার অনেকে এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তারা সবসময় শুধু ড্রাগ নেওয়ার কথাই চিন্তা করতে থাকে, ভালো কিছু চিন্তা করতে পারে না।—ফিলিপীয় ৪:৮.
সরকারি আইনের প্রতি বাধ্যতা। ‘সরকারের ও কর্তৃপক্ষের বাধ্য থাকো।’ (তীত ৩:১) অনেক দেশে নির্দিষ্ট কিছু ড্রাগ ব্যবহার করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ঈশ্বরকে খুশি করার জন্য আমাদের অবশ্যই কর্তৃপক্ষের বাধ্য হতে হবে।—রোমীয় ১৩:১.
a ধূমপান বলতে এখানে সিগারেট, চুরুট, পাইপ অথবা হুঁকোর সাহায্যে তামাকের ধোঁয়া সেবন করাকে বোঝায়। কিন্তু, এখানে যে-নীতিগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো একইভাবে তামাক চিবোনো বা খৈনি খাওয়া, পান ও সুপারি খাওয়া, নস্যি টানা, নিকোটিনযুক্ত ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করা এবং এই ধরনের অন্যান্য জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য।