পাদটীকা
b যদিও মতভেদ রয়েছে, তবুও কেউ কেউ দাগানের মন্দিরকে এলের মন্দির বলে শনাক্ত করে। ফরাসি পণ্ডিত এবং যিরূশালেম স্কুল অফ বিবলিক্যাল স্টাডিস এর অধ্যাপক রলাং ডি ভো বলেন যে, দাগান—বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৬:২৩ এবং ১ শমূয়েল ৫:১-৫ পদের দাগোন—হল এলের সঠিক নাম। দি এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন বলে যে, সম্ভবত “দাগান যেকোনোভাবেই হোক [এলের] সঙ্গে সম্পর্কযুক্ত অথবা অন্তর্ভুক্ত।” রাস শামরার পাঠ্যাংশগুলোতে, বাল দেবতাকে দাগানের পুত্র বলা হয়েছে কিন্তু ‘পুত্রের’ অর্থ এখানে স্পষ্ট নয়।