পাদটীকা
b একইভাবে, একটা নির্দিষ্ট বয়সের পর অনেক দায়িত্বপ্রাপ্ত ভাই তাদের কার্যভার অল্পবয়সি ভাইদের দিয়ে দিয়েছেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া “বয়স্ক খ্রিস্টানরা—যিহোবা আপনাদের আনুগত্যকে মূল্যবান বলে মনে করেন” এবং ২০১৮ সালের অক্টোবর মাসের প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া “পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও মনের শান্তি বজায় রাখুন” শিরোনামের প্রবন্ধগুলো দেখুন।