বুধবার, ১৫ অক্টোবর
আমিই আলফা ও ওমেগা।—প্রকা. ১:৮.
আলফা হল গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর এবং ওমেগা হল শেষ অক্ষর। যিহোবা যখন নিজেকে আলফা ও ওমেগা বলেছিলেন, তখন এক অর্থে তিনি বোঝাতে চেয়েছিলেন, তিনি যে-কাজটা শুরু করেন, সেটা তিনি অবশ্যই শেষ করেন। আদম ও হবাকে সৃষ্টি করার পর ঈশ্বর কহিলেন, “তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত কর।” (আদি. ১:২৮) এভাবে, যিহোবা যখন তাঁর উদ্দেশ্য সম্বন্ধে বলেছিলেন, তখন সেটা একটা শুরু ছিল। এটা এমন যেন সেইসময় যিহোবা বলেছিলেন, “আলফা।” ভবিষ্যতে, আদম ও হবার নিখুঁত সন্তানদের মাধ্যমে এই পৃথিবী পূর্ণ হবে, সবাই ঈশ্বরের বাধ্য হবে এবং এই পৃথিবী এক সুন্দর পরমদেশে পরিণত হবে। পরবর্তী সময়ে, যিহোবার উদ্দেশ্য যখন পরিপূর্ণ হবে, তখন তিনি যেন বলবেন, “ওমেগা।” যিহোবা যখন শুরুতে “আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুব্যূহ” সৃষ্টি করার কাজ শেষ করেছিলেন, তখন তিনি একটা গ্যারান্টি দিয়েছিলেন। যিহোবা সপ্তম দিনকে আলাদা রেখেছেন, যাতে তিনি পৃথিবী ও মানুষের জন্য তাঁর উদ্দ্যেশ্য পূরণ করতে পারেন। তাই, যখন তিনি সপ্তম দিনকে পবিত্র বলেছিলেন, তখন তিনি যেন এই গ্যারান্টি দিচ্ছিলেন যে, সপ্তম দিনের শেষে তাঁর উদ্দেশ্য ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে যাবে।—আদি ২:১-৩. প্রহরীদুর্গ ২৩.১১ ৫ অনু. ১৩-১৪
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর
তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত কর, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল কর।—যিশা. ৪০:৩.
ব্যাবিলন থেকে ইজরায়েল পর্যন্ত যাত্রা করা অনেক কঠিন ছিল আর এই যাত্রার জন্য তাদের প্রায় চার মাস সময় লাগতে পারত। কিন্তু, যিহোবা যিহুদিদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি পথে আসা যেকোনো বাধা দূর করে দেবেন। যে-যিহুদিরা যিহোবার প্রতি বিশ্বস্ত ছিল, তারা জানত, এই যাত্রা করার জন্য তাদের ত্যাগস্বীকার করতে হবে। কিন্তু, তারা এটাও জানত, এই ত্যাগস্বীকার সেই আশীর্বাদের তুলনায় কিছুই নয়, যেটা তারা ইজরায়েলে ফিরে গিয়ে পাবে। সবচেয়ে বড়ো আশীর্বাদ এটা হবে যে, তারা এখন খুব ভালোভাবে যিহোবার উপাসনা করতে পারবে। ব্যাবিলন নগরে যিহোবার কোনো মন্দির ছিল না আর সেইসঙ্গে কোনো বেদিও ছিল না, যেটার উপর মোশির ব্যবস্থা অনুযায়ী বলি উৎসর্গ করতে হত। আর সেই বলিগুলো উৎসর্গ করার জন্য সেখানে যাজকদেরও কোনো ব্যবস্থা ছিল না। এ ছাড়া, তারা এমন লোকদের মাঝে ছিল, যারা মিথ্যা দেব-দেবীদের উপাসনা করত এবং যিহোবার মানগুলোকে একটুও পরোয়া করত না। সেই লোকদের সংখ্যা যিহুদিদের চেয়ে অনেক বেশি ছিল। এই সমস্ত কারণে হাজার হাজার বিশ্বস্ত যিহুদি তাদের দেশে ফিরে আসার জন্য উৎসুক হয়ে ছিল, যেখানে তারা আবারও বিশুদ্ধ উপাসনা শুরু করতে পারত। প্রহরীদুর্গ ২৩.০৫ ১৪-১৫ অনু. ৩-৪
শুক্রবার, ১৭ অক্টোবর
আলোর সন্তান হিসেবে চলো।—ইফি. ৫:৮.
‘আলোর সন্তান হিসেবে চলার’ জন্য আমাদের পবিত্র শক্তির সাহায্য নিতে হবে। কেন? কারণ এই জগৎ অনৈতিকতায় ভরে গিয়েছে আর এর মধ্যে নিজেদের শুদ্ধ রাখা সহজ নয়। (১ থিষল. ৪:৩-৫, ৭, ৮) কিন্তু, পবিত্র শক্তির সাহায্যে আমরা জগতের সেইসমস্ত চিন্তাভাবনা ও মনোভাবকে নিজেদের উপর প্রভাব ফেলতে দেব না, যেগুলো যিহোবার চিন্তাভাবনার সঙ্গে মেলে না। এ ছাড়া, পবিত্র শক্তির সাহায্যে আমরা ‘ধার্মিক হতে এবং সত্যের সঙ্গে মিল রেখে জীবনযাপন করতে’ পারব। (ইফি. ৫:৯) পবিত্র শক্তি পাওয়ার একটা উপায় হল, এটার জন্য যিহোবার কাছে প্রার্থনা করা। যিশু বলেছিলেন, ‘[যিহোবার] কাছে যারা চায়, তিনি তাদের পবিত্র শক্তি দেবেন।’ (লূক ১১:১৩) এ ছাড়া, আমরা যখন সভায় প্রত্যেকের সঙ্গে যিহোবার উপাসনা করি, তখন আমরা পবিত্র শক্তি পাই। (ইফি. ৫:১৯, ২০) পবিত্র শক্তি যখন আমাদের মধ্যে কাজ করে, তখন আমরা এমনভাবে জীবনযাপন করি, যেটা দেখে যিহোবা খুশি হন। প্রহরীদুর্গ ২৪.০৩ ২৩-২৪ অনু. ১৩-১৫