গান ৩৫
‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ণয় করো’
১. কোন কা-জে দে-ব বে-শি গু-রু-ত্ব,
রোজ নি-র্ণয় কর-তে হ-বে।
আজ স-ত্যের প-থে চল-তে হ-লে যে
বি-চ-ক্ষণ হ-তে হ-বে।
(কোরাস)
যা ম-ন্দ, তা ত্যাগ ক-রি আজ।
হ্যাঁ, ভা-লো কাজ
ক-রে চ-লি আর যি-হো-বার হৃ-দয়
ক-রে যে জয়,
ক-রি কাজ সব-চেয়ে যা জ-রু-রি।
২. কোন কাজ যে সব-চেয়ে গু-রু-ত্ব-পূ-র্ণ?
নি-শ্চয় তা রা-জ্যের প্র-চার।
আজ স-ত্য জান-তে যা-রা ক্ষু-ধা-র্ত
তা-দের-কে খুঁ-জি বার বার।
(কোরাস)
যা ম-ন্দ, তা ত্যাগ ক-রি আজ।
হ্যাঁ, ভা-লো কাজ
ক-রে চ-লি আর যি-হো-বার হৃ-দয়
ক-রে যে জয়,
ক-রি কাজ সব-চেয়ে যা জ-রু-রি।
৩. কর-লে সব কাজ যা গু-রু-ত্ব-পূ-র্ণ
পা-ব যে তৃ-প্তি প্র-চুর।
তা কর-বে র-ক্ষা আ-মা-দের হৃ-দয়
আর শা-ন্তি হ-বে ভর-পুর।
(কোরাস)
যা ম-ন্দ, তা ত্যাগ ক-রি আজ।
হ্যাঁ, ভা-লো কাজ
ক-রে চ-লি আর যি-হো-বার হৃ-দয়
ক-রে যে জয়,
ক-রি কাজ সব-চেয়ে যা জ-রু-রি।
(আরও দেখুন গীত. ৯৭:১০; যোহন ২১:১৫-১৭; ফিলি. ৪:৭.)