ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • sn গান ১৭
  • হে সাক্ষিরা, এগিয়ে চলো!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • হে সাক্ষিরা, এগিয়ে চলো!
  • যিহোবার উদ্দেশে গান গাও
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • চলো সব সাক্ষিরা
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • যাও, এগিয়ে যাও, করো প্রচার!
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • যিহোবা তোমার নাম
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • তাদের সত্যে স্থির থাকতে শেখাও
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
আরও দেখুন
যিহোবার উদ্দেশে গান গাও
sn গান ১৭

গান ১৭

হে সাক্ষিরা, এগিয়ে চলো!

(লূক ১৬:⁠১৬)

১. এই শেষ-কা-লে অ-টল ও দৃ-ঢ় চিত্‌-তে,

ঈ-শ-দাস-রা প্রস্‌-তুত সু-বার্‌-তা জা-না-তে।

য-দি-ও শয়-তান ক-রে গর্‌-জন,

যাঃ-য়ের ব-লে তাই মো-রা ক-রি গ-মন।

(কোরাস)

তাই, এ-গোও হে সা-ক্ষি-রা, এ-কা-গ্র চিত্‌-তে!

হও খু-শি অং-শী হ-য়ে ঈ-শ-কার্‌-য-তে!

জা-নাও দূর-দূ-রান্‌তে প-রম-দেশ অ-দূ-রে

যাঃ-য়ের আ-শিস আস-বেই সব অ-চি-রে।

২. যাঃ-য়ের সে-না চায় না বা-ধা-হীন জী-বন;

ক-রে ত্যাগ জ-গৎ ও এই জ-গ-তের শা-সন।

আ-মৃ-ত্যু বি-মল মো-রা থাক-ব,

ন্যায়-নিষ্‌-ঠা মো-দের স-দা ব-জায় রাখ-ব।

(কোরাস)

তাই, এ-গোও হে সা-ক্ষি-রা, এ-কা-গ্র চিত্‌-তে!

হও খু-শি অং-শী হ-য়ে ঈ-শ-কার্‌-য-তে!

জা-নাও দূর-দূ-রান্‌তে প-রম-দেশ অ-দূ-রে

যাঃ-য়ের আ-শিস আস-বেই সব অ-চি-রে।

৩. রা-জ্যের আ-শা-কে লোক ক-রে ত্যাগ, দুর্‌-নাম;

ক-লং-কি-ত হ-য়ে-ছে যাঃ-য়ের ম-হা-নাম।

এ-সো সেই নাম ক-রি প-বি-ত্র,

সেই স-ত্য ঘো-ষ-ণা ক-রি সর্‌-ব-ত্র।

(কোরাস)

তাই, এ-গোও হে সা-ক্ষি-রা, এ-কা-গ্র চিত্‌-তে!

হও খু-শি অং-শী হ-য়ে ঈ-শ-কার্‌-য-তে!

জা-নাও দূর-দূ-রান্‌তে প-রম-দেশ অ-দূ-রে

যাঃ-য়ের আ-শিস আস-বেই সব অ-চি-রে।

(আরও দেখুন, ফিলি. ১:৭; ২ তীম. ২:​৩, ৪; যাকোব ১:২৭.)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার