গান ৪৪
শস্যচ্ছেদনের কাজে আনন্দের সঙ্গে অংশ নেওয়া
১. স-ময় এ-খন শ-স্য ছে-দ-নের,
এক সু-যোগ যা অ-দ্বি-তী-য়।
ছে-দ-নে র-ত যি-হো-বার দূত;
আ-ছে অং-শ যে মো-দের-ও।
খ্রিস্-ট যি-শু মো-দের আ-দর্-শ,
দেন প-রি-চা-ল-না ক্ষে-ত্রে।
পা-ব অ-নেক আ-শিস অং-শী হ-য়ে,
এই আ-নন্-দ-পূর্-ণ কা-জে।
২. পড়-শি এ-বং যাঃ-য়ের ত-রে প্রেম,
দেয় প্রে-র-ণা প-দ-ক্ষে-পে।
এই জ-গ-তের শেষ অ-দূ-রে তাই,
ক-রি প্র-চার যে প্রাণ-প-ণে।
এই কা-জেই মো-দের সুখ অ-নন্-ত;
যাঃ-য়ের স-হ-কা-রী মো-রা।
তাই য-দি চাই আ-শীর্-বাদ ঈ-শ্ব-রের,
তাঁর রা-জ্যের কাজ কর-ব স-দা।
(আরও দেখুন, মথি ২৪:১৩; ১ করি. ৩:৯; ২ তীম. ৪:২.)