ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • কীভাবে আমি শুরু করতে পারি?
    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০১৭ | নং ১
    • প্রচ্ছদবিষয় | বাইবেল পড়া থেকে যেভাবে উপকার লাভ করা যায়

      কীভাবে আমি শুরু করতে পারি?

      একজন মহিলা বাইবেল পড়ার আগে পার্থনা করছন

      কোন পদ্ধতি আপনার বাইবেল পড়াকে উপভোগ্য করে তুলতে এবং তা থেকে উপকার লাভ করতে সাহায্য করবে? পাঁচটা পরামর্শ লক্ষ করুন, যেগুলো অনেকের ক্ষেত্রে কার্যকরী হয়েছে।

      উপযুক্ত পরিবেশ তৈরি করুন। শান্ত পরিবেশ খুঁজে বের করার চেষ্টা করুন। যতদূর সম্ভব বিক্ষেপ কমানোর চেষ্টা করুন, যাতে আপনি পড়ার উপর মনোযোগ দিতে পারেন। পর্যাপ্ত আলো ও বাতাস থাকলে আপনি বাইবেল পড়া থেকে উপকার লাভ করতে পারবেন।

      সঠিক মনোভাব বজায় রাখুন। যেহেতু বাইবেল আমাদের স্বর্গীয় পিতার কাছ থেকে, তাই আপনার মনোভাব যদি এমন এক ছোটো বাচ্চার মতো হয়, যে তার প্রেমময় বাবা অথবা মায়ের কাছ থেকে শিখতে ইচ্ছুক, তা হলে আপনি বাইবেল থেকে উপকার লাভ করবেন। আপনার মধ্যে যদি বাইবেল সম্বন্ধে কোনো নেতিবাচক ও বদ্ধমূল ধারণা থেকে থাকে, তা হলে সেগুলো দূর করার চেষ্টা করুন, যাতে ঈশ্বরের কাছ থেকে আপনি শিক্ষা লাভ করতে পারেন।—গীতসংহিতা ২৫:৪.

      পড়ার আগে প্রার্থনা করুন। যেহেতু বাইবেলে ঈশ্বরের চিন্তাভাবনা রয়েছে, তাই এতে অবাক হওয়ার কিছু নেই, এটি বোঝার জন্য তাঁর সাহায্যের প্রয়োজন রয়েছে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, “যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে [তিনি] পবিত্র আত্মা” দেবেন। (লূক ১১:১৩) পবিত্র আত্মা আপনাকে ঈশ্বরের চিন্তাভাবনা বুঝতে সাহায্য করবে। একসময়, এই পবিত্র আত্মা আপনাকে “ঈশ্বরের গভীর বিষয় সকলও” বুঝতে সাহায্য করবে।—১ করিন্থীয় ২:১০.

      বোঝার উদ্দেশ্য নিয়ে পড়ুন। কেবল শেষ করতে হবে বলে পড়বেন না। আপনি যা পড়েন, তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: ‘আমি যে-ব্যক্তি সম্বন্ধে পড়ছি, তার মধ্যে কোন গুণগুলো দেখতে পাচ্ছি? আমি যা পড়েছি, তা কীভাবে আমার জীবনে কাজে লাগাতে পারি?’

      নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করুন। বাইবেল পড়া থেকে উপকার লাভ করার জন্য এমন কিছু শেখার লক্ষ্য স্থাপন করুন, যা আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করবে। আপনি হয়তো এই ধরনের লক্ষ্য স্থাপন করতে পারেন: ‘আমি ঈশ্বর সম্বন্ধে আরও শিখতে চাই।’ ‘আমি আরও উত্তম এক ব্যক্তি, এক উত্তম স্বামী অথবা স্ত্রী হতে চাই।’ এরপর, বাইবেলের সেই অংশগুলো বেছে নিন, যেগুলো আপনাকে এই লক্ষ্যগুলোতে পৌঁছাতে সাহায্য করবে।a

      এই পাঁচটা পরামর্শ আপনাকে বাইবেল পড়া শুরু করতে সাহায্য করবে। কিন্তু, কীভাবে আপনি আপনার পড়াকে আরও আগ্রহজনক করে তুলতে পারেন? পরের প্রবন্ধে কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে।

      a এক্ষেত্রে, বাইবেলের কোন অংশগুলো সবচেয়ে বেশি উপযুক্ত, সেই বিষয়ে আপনি যদি নিশ্চিত না হয়ে থাকেন, তা হলে যিহোবার সাক্ষিরা আপনাকে সাহায্য করতে পেরে আনন্দিত হবে।

      পড়া থেকে উপকার লাভ করুন

      • সময় নিয়ে পড়ুন এবং তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন

      • পড়ার সময় পূর্ণ মনোযোগ দিন—দৃশ্যগুলো মনের চোখে কল্পনা করুন

      • শাস্ত্রপদগুলো কীভাবে প্রসঙ্গ অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ, তা বোঝার চেষ্টা করুন

      • যা পড়েন, সেটা থেকে বিভিন্ন শিক্ষা খুঁজে বের করার চেষ্টা করুন

  • কী এটাকে আগ্রহজনক করে তুলবে?
    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০১৭ | নং ১
    • একজন মহিলা বাইবেল পড়ার সময় বাইবেল অধ্যয়নের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করছন

      প্রচ্ছদবিষয় | বাইবেল পড়া থেকে যেভাবে উপকার লাভ করা যায়

      কী এটাকে আগ্রহজনক করে তুলবে?

      একঘেয়ে? অথবা সতেজতাদায়ক? আপনার ক্ষেত্রে কোনটা হবে? এর অনেকটাই নির্ভর করে আপনি যেভাবে বাইবেল পড়েন, সেটার উপর। আসুন আমরা লক্ষ করি, কীভাবে আপনি আপনার আগ্রহ ও আনন্দ বাড়াতে পারেন।

      এক নির্ভরযোগ্য ও আধুনিক ভাষার অনুবাদ বাছাই করুন। আপনি যদি এমন বিষয়বস্তু পড়েন, যেখানে আপনি জানেন না এমন অনেক কঠিন অথবা সেকেলে শব্দ রয়েছে, তা হলে আপনি হয়তো পড়া উপভোগ করবেন না। তাই, এমন একটা বাইবেল বেছে নিন, যেখানে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে এবং যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। তবে, একইসঙ্গে লক্ষ রাখতে হবে, সেই অনুবাদ যেন যথাযথ এবং সঠিক হয়।a

      আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন। বর্তমানে বাইবেল কেবল বাঁধানো ও ছাপানো বইয়ের আকারেই নয় কিন্তু সেইসঙ্গে ডিজিটাল বইয়ের আকারেও পাওয়া যাচ্ছে। কিছু বাইবেল অনলাইনে পড়া যেতে পারে অথবা ব্যক্তিগতভাবে পড়ার জন্য কম্পিউটার, ট্যাবলেট অথবা মোবাইল ফোনে ডাউনলোড করা যেতে পারে। কিছু সংস্করণে অতিরিক্ত হাতিয়ার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আপনি দ্রুত একই বিষয়ের উপর বাইবেলের অন্যান্য পদ অথবা এমনকী কয়েকটা অনুবাদ দেখতে পারবেন। পড়ার চেয়ে আপনি যদি শুনতে আরও ভালোবাসেন, তা হলে অডিও আকারেও বাইবেল পেতে পারেন। অনেকে গণপরিবহণে যাতায়াত করার, ঘরের টুকিটাকি কাজ করার অথবা অন্যান্য কাজ করার সময় বাইবেল পড়া শুনতে ভালোবাসে। আপনার ক্ষেত্রে উপযুক্ত এমন কোনো পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন না কেন?

      বাইবেল অধ্যয়নের হাতিয়ার ব্যবহার করুন। বাইবেল অধ্যয়নের হাতিয়ারগুলো আপনাকে পড়া থেকে উপকার লাভ করার জন্য সাহায্য করতে পারে। সেগুলোতে বাইবেলের সময়কার দেশগুলোর মাণচিত্র রয়েছে, যেগুলো আপনার পড়ার সময় বিভিন্ন স্থান চিহ্নিত করতে এবং ঘটনাগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এই পত্রিকায় অথবা jw.org ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন প্রবন্ধ আপনাকে বাইবেলের অনেক অংশের অর্থ বুঝতে সাহায্য করবে।

      পদ্ধতি পরিবর্তন করুন। আপনি যদি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরো বাইবেল পড়ার কথা ভেবে ভয় পান, তা হলে সেই অংশ থেকে পড়া শুরু করে আপনার আগ্রহ জাগিয়ে তুলুন না কেন, যেটা আপনার কাছে বিশেষভাবে আগ্রহজনক? আপনি যদি বাইবেলের সুপরিচিত ব্যক্তিদের সম্বন্ধে জানতে চান, তা হলে আপনি বিভিন্ন চরিত্র বেছে নিয়ে পড়া শুরু করতে পারেন। এই পদ্ধতির একটা নমুনা এই প্রবন্ধের সঙ্গে দেওয়া “বাইবেলে উল্লেখিত ব্যক্তিদের জানার মাধ্যমে বাইবেল অধ্যয়ন করুন” শিরোনামের বাক্সে তুলে ধরা হয়েছে। অথবা আপনি হয়তো বিষয়বস্তু অনুসারে কিংবা ঘটনার ধারাবাহিকতা অনুসারে বাইবেল পড়তে পারেন। এই পদ্ধতিগুলোর মধ্যে একটা ব্যবহার করার চেষ্টা করুন না কেন?

      a অনেকের কাছে পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলকে সঠিক, নির্ভরযোগ্য এবং সহজে পাঠযোগ্য বলে মনে হয়েছে। যিহোবার সাক্ষিদের দ্বারা প্রস্তুতকৃত এই বাইবেল ১৩০টারও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে। আপনি ইংরেজি ভাষায় এর একটা কপি jw.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন কিংবা JW লাইব্রেরি অ্যাপ ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যদি চান, তা হলে যিহোবার সাক্ষিরা আপনার বাড়িতে এর এক ছাপানো কপি পৌঁছে দিতে পারে।

      বাইবেলে উল্লেখিত ব্যক্তিদের জানার মাধ্যমে বাইবেল অধ্যয়ন করুন

      কয়েক জন বিশ্বস্ত নারী

      অবীগল

      ১ শমূয়েল ২৫ অধ্যায়

      ইষ্টের

      ইষ্টের ২-৫, ৭-৯ অধ্যায়

      হান্না

      ১ শমূয়েল ১-২ অধ্যায়

      মরিয়ম

      (যিশুর মা) মথি ১-২ অধ্যায়; লূক ১-২ অধ্যায়; এ ছাড়া, যোহন ২:১-১২; প্রেরিত ১:১২-১৪; ২:১-৪ পদ দেখুন

      রাহব

      যিহোশূয়ের পুস্তক ২, ৬ অধ্যায়; এ ছাড়া, ইব্রীয় ১১:৩০, ৩১; যাকোব ২:২৪-২৬ পদ দেখুন

      রিবিকা

      আদিপুস্তক ২৪-২৭ অধ্যায়

      সারা

      আদিপুস্তক ১৭-১৮, ২০-২১, ২৩ অধ্যায়; এ ছাড়া, ইব্রীয় ১১:১১; ১ পিতর ৩:১-৬ পদ দেখুন

      কয়েক জন উল্লেখযোগ্য পুরুষ

      অব্রাহাম

      আদিপুস্তক ১১-২৪ অধ্যায়; এ ছাড়া, ২৫:১-১১ পদ দেখুন

      দায়ূদ

      ১ শমূয়েল ১৬-৩০ অধ্যায়; ২ শমূয়েল ১-২৪ অধ্যায়; ১ রাজাবলি ১-২ অধ্যায়

      যিশু

      সুসমাচারের বই মথি, মার্ক, লূক ও যোহন

      মোশি

      যাত্রাপুস্তক ২-২০, ২৪, ৩২-৩৪ অধ্যায়; গণনাপুস্তক ১১-১৭, ২০, ২১, ২৭, ৩১ অধ্যায়; দ্বিতীয় বিবরণ ৩৪ অধ্যায়

      নোহ

      আদিপুস্তক ৫-৯ অধ্যায়

      পৌল

      প্রেরিত ৭-৯, ১৩-২৮ অধ্যায়

      পিতর

      মথি ৪, ১০, ১৪, ১৬-১৭, ২৬ অধ্যায়; প্রেরিত ১-৫, ৮-১২ অধ্যায়

      যিহোবার সাক্ষিদের দ্বারা প্রস্তুতকৃত বাইবেল অধ্যয়ন হাতিয়ার

      • JW.ORG—এই ওয়েবসাইটে অধ্যয়নের অনেক হাতিয়ার রয়েছে, যার অন্তর্ভুক্ত হল বাইবেল অধ্যয়নের জন্য বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? নামক বই। এ ছাড়া, এই ওয়েবসাইটে কীভাবে JW লাইব্রেরি অ্যাপ ডাউনলোড করা যায়, সেই বিষয়ে নির্দেশনা রয়েছে

      • “সেই উত্তম দেশ দেখুন”—এই ব্রোশারে বাইবেলে উল্লেখিত বিভিন্ন স্থানের মানচিত্র ও ছবি তুলে ধরা হয়েছে। এটা ইংরেজি ভাষায় পাওয়া যায়

      • শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি—বাইবেলের দুই খণ্ডের এই এনসাইক্লোপিডিয়ায় বাইবেলে উল্লেখিত বিভিন্ন ব্যক্তি, স্থান ও অভিব্যক্তির ব্যাখ্যা পাওয়া যায়। এটা ইংরেজি ভাষায় পাওয়া যায়

      • ‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি উপকারী’—তথ্যবহুল এই বইয়ে ব্যাখ্যা করা হয়েছে, বাইবেলের প্রতিটা বই কখন, কোথায় ও কেন লেখা হয়েছে এবং সংক্ষেপে প্রত্যেকটা বইয়ের সারমর্ম তুলে ধরা হয়েছে। এটা ইংরেজি ভাষায় পাওয়া যায়

      • ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা—এই ছোটো পুস্তিকায় বিভিন্ন মানচিত্র এবং ইস্রায়েলের লোকেদের ও যিশুর সময়ের ইতিহাস সম্বন্ধে আগ্রহজনক তথ্য রয়েছে

      • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?—৩২ পৃষ্ঠার এই ব্রোশারে সংক্ষেপে বাইবেলের সার্বিক মূলভাব তুলে ধরা হয়েছে

  • কীভাবে বাইবেল আমার জীবনকে উন্নত করতে পারে?
    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০১৭ | নং ১
    • একজন স্বামী ও ত্রী একসগ রান্নাঘরে কাজ করছন

      প্রচ্ছদবিষয় | বাইবেল পড়া থেকে যেভাবে উপকার লাভ করা যায়

      কীভাবে বাইবেল আমার জীবনকে উন্নত করতে পারে?

      বাইবেল কোনো সাধারণ বই নয়। এটির মধ্যে আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে প্রাপ্ত উপদেশ রয়েছে। (২ তীমথিয় ৩:১৬) এটির বার্তা আমাদের গভীরভাবে প্রভাবিত করে। সত্যি বলতে কী, বাইবেল বলে: “ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক।” (ইব্রীয় ৪:১২) বাইবেলের এমন ক্ষমতা রয়েছে, যা আমাদের জীবনকে উন্নত করতে পারে আর তা মূলত দুটো উপায়ে—দৈনন্দিন জীবনে নির্দেশনা প্রদান করার এবং ঈশ্বর ও তাঁর প্রতিজ্ঞা সম্বন্ধে জানতে সাহায্য করার মাধ্যমে।—১ তীমথিয় ৪:৮; যাকোব ৪:৮.

      এখনই আপনার জীবনকে উন্নত করতে পারে। বাইবেল আমাদের ব্যক্তিগত বিষয়গুলোতেও সাহায্য করে। এটি আমাদের এই ক্ষেত্রগুলোতে ব্যাবহারিক উপদেশ প্রদান করে।

      • পরিবারের সদস্যদের এবং অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক।—ইফিষীয় ৪:৩১, ৩২; ৫:২২, ২৫, ২৮, ৩৩.

      • আবেগগতভাবে ও শারীরিকভাবে।—গীতসংহিতা ৩৭:৮; হিতোপদেশ ১৭:২২.

      • নৈতিক মূল্যবোধ।—১ করিন্থীয় ৬:৯, ১০.

      • বস্তুগত চাহিদার যত্ন নেওয়া।—হিতোপদেশ ১০:৪; ২৮:১৯; ইফিষীয় ৪:২৮.a

      এশিয়ার এক অল্পবয়সি দম্পতি বাইবেলে প্রাপ্ত উপদেশ কাজে লাগিয়ে অনেক কৃতজ্ঞ হয়েছেন। অনেক নববিবাহিত দম্পতির মতো, তাদের জন্যও একে অপরের ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে নেওয়া এবং খোলাখুলি ভাববিনিময় করা কঠিন ছিল। কিন্তু, বাইবেল পড়ার পর তারা এটির পরামর্শ কাজে লাগাতে শুরু করেন। এর ফল কী হয়? ভিসেন্ট বলেন: “বাইবেল থেকে আমি যা পড়ি, তা আমাকে বৈবাহিক জীবনের সমস্যাগুলো প্রেমের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। বাইবেলের নীতি অনুযায়ী জীবনযাপন করার ফলে আমরা একত্রে সুখী জীবন উপভোগ করছি।” তার স্ত্রী আনালু একমত হয়ে বলেন: “বাইবেলে প্রাপ্ত উদাহরণগুলো পড়ার ফলে আমরা উপকৃত হয়েছি। এখন আমি আমাদের বৈবাহিক জীবন ও সেইসঙ্গে জীবনের লক্ষ্য নিয়ে আনন্দিত ও সন্তুষ্ট।”

      ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করে। বিয়ে সম্বন্ধে মন্তব্য করার পাশাপাশি ভিসেন্ট আরও বলেন: “বাইবেল পড়ার মাধ্যমে এখন আমি যিহোবার b আরও নিকটবর্তী হয়েছি।” ভিসেন্টের মন্তব্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোযোগ আকর্ষণ করায়—বাইবেল আপনাকে ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে সাহায্য করে। তা করার মাধ্যমে আপনি কেবল তাঁর উপদেশ থেকে উপকৃতই হবেন না, কিন্তু সেইসঙ্গে আপনি তাঁকে একজন বন্ধু হিসেবে জানতে পারবেন। এ ছাড়া, আপনি দেখতে পারবেন যে, তিনি এক উত্তম ভবিষ্যতের বিষয়ে প্রকাশ করেছেন, যখন আপনি “প্রকৃতরূপে জীবন” উপভোগ করবেন আর তা অনন্তকাল ধরে। (১ তীমথিয় ৬:১৯) এটা এমন এক বিষয়, যা অন্য আর কোনো বই প্রদান করতে পারে না।

      আপনি যদি বাইবেল পড়া শুরু করেন এবং তা বজায় রাখেন, তা হলে আপনিও এই উপকারগুলো লাভ করবেন—এখনই আপনার জীবনকে উন্নত করবে আর সেইসঙ্গে আপনি ঈশ্বরকে জানতে পারবেন। কিন্তু, বাইবেল পড়ার সময় আপনার মনে হয়তো অসংখ্য প্রশ্ন আসবে। আর এইরকমটা হলে ইথিওপীয় কর্মকর্তার উত্তম উদাহরণ মনে রাখুন, যিনি ২,০০০ বছর আগে বেঁচে ছিলেন। তার মনেও বাইবেল সম্বন্ধে অসংখ্য প্রশ্ন ছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি যা পড়ছেন, তা বুঝতে পারছেন কি না, তখন তিনি উত্তর দিয়েছিলেন: “কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?”c এরপর তিনি আন্তরিকভাবে এমন একজন ব্যক্তির কাছ থেকে সাহায্য গ্রহণ করেছিলেন, যিনি ইতিমধ্যেই একজন যোগ্য বাইবেল শিক্ষক ছিলেন। তার নাম হল ফিলিপ, যিনি প্রথম শতাব্দীতে যিশুর একজন শিষ্য ছিলেন। (প্রেরিত ৮:৩০, ৩১, ৩৪) একই মনোভাব নিয়ে আপনি যদি বাইবেল সম্বন্ধে আরও জানতে চান, তা হলে আমরা আপনাকে www.pr418.com-এ গিয়ে অনলাইনে অনুরোধ পাঠানোর অথবা এই পত্রিকায় দেওয়া কোনো নিকটবর্তী ঠিকানায় চিঠি লেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ ছাড়া, আপনি আপনার কাছাকাছি এলাকার যিহোবার সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করতে অথবা আপনার এলাকার কোনো কিংডম হলে যেতে পারেন। এখনই একটা বাইবেল নিয়ে পড়া শুরু করুন না কেন এবং এক উত্তম জীবন লাভ করার জন্য সেখান থেকে নির্দেশনা লাভ করুন না কেন? ▪

      বাইবেলের উপর আপনি পুরোপুরি নির্ভর করতে পারেন কি না, সেই বিষয়ে আপনার যদি সন্দেহ থাকে, তা হলে দয়া করে কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য? শিরোনামের সংক্ষিপ্ত ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার জন্য এই কোড স্ক্যান করুন অথবা jw.org ওয়েবসাইটে গিয়ে প্রকাশনাদি > ভিডিও > বাইবেল দেখুন

      a বাইবেলে প্রাপ্ত ব্যাবহারিক উপদেশ সম্বন্ধে আরও উদাহরণ জানার জন্য আমাদের jw.org ওয়েবসাইট দেখুন। প্রকাশনাদি বিভাগের অধীনে বিষয়বস্তু দেখুন।

      b যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।

      c এ ছাড়া, এই সংখ্যায় “কেন বাইবেলের সঠিক অর্থ বোঝা গুরুত্বপূর্ণ?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার