আমরা যিহোবাকে কিছু দিতে পারি
১ আপনি কি জানেন, মানুষ ঈশ্বরকে কিছু দিতে পারে? হেবল তার কয়েকটা মূল্যবান পশু যিহোবার কাছে উৎসর্গ করেছিলেন এবং নোহ ও ইয়োব একই ধরনের বলি উৎসর্গ করেছিল। (আদি. ৪:৪; ৮:২০; ইয়োব ১:৫) অবশ্য, এই ধরনের বলি কোনোভাবেই সৃষ্টিকর্তাকে সমৃদ্ধ করেনি, যেহেতু ইতিমধ্যেই তিনি সমস্তকিছুর অধিকারী। কিন্তু এই উৎসর্গগুলো, ঈশ্বরের প্রতি সেই বিশ্বস্ত ব্যক্তিদের গভীর ভালবাসাকে প্রদর্শন করেছিল। আজকে, আমরা যিহোবাকে “স্তব-বলি” দেওয়ার জন্য আমাদের সময়, শক্তি ও সম্পদ ব্যবহার করতে পারি।—ইব্রীয় ১৩:১৫.
২ সময়: পরিচর্যায় আরও পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে সময় বা ‘সুযোগ কিনিয়া লওয়া’ কতই না প্রশংসনীয়! (ইফি. ৫:১৫, ১৬) সম্ভবত আমরা আমাদের তালিকায় রদবদল করতে পারি, যাতে বছরে এক বা একাধিক মাস সহায়ক অগ্রগামীর কাজ করতে পারি। সাধারণত পরিচর্যায় আমরা যতটা সময় ব্যয় করে থাকি, হয়তো তার চেয়ে একটু বেশি সময় ব্যয় করতে পারি। প্রতি সপ্তাহে ৩০ মিনিট পরিচর্যায় বেশি থাকা আমাদের পরিচর্যাকে মাসে অন্ততপক্ষে দুঘন্টা বৃদ্ধি করবে!
৩ শক্তি: পরিচর্যায় শক্তি ব্যবহার করার জন্য আমাদেরকে সেই ধরনের বিনোদন এবং চাকরি এড়িয়ে চলতে হবে, যা কিনা আমাদেরকে এতটাই ক্লান্ত করে তোলে যে, যিহোবাকে আমরা আমাদের সর্বোত্তমটুকু দিতে পারি না। এ ছাড়া, আমাদের সেই উদ্বিগ্নতাগুলো সরিয়ে রাখতে হবে, যেগুলো আমাদের হৃদয়কে “নত” করতে পারে এবং আমাদের সেই শক্তি কেড়ে নিতে পারে, যা আমরা যিহোবার সেবায় ব্যবহার করতে পারতাম। (হিতো. ১২:২৫) এমনকি আমাদের যদি চিন্তা করার বৈধ কারণও থাকে থাকে, তবুও ‘সদাপ্রভুতে আমাদের ভার অর্পণ’ করা আরও কতই না উত্তম!—গীত. ৫৫:২২; ফিলি. ৪:৬, ৭.
৪ সম্পদ: এ ছাড়া, প্রচার কাজকে সমর্থন করার জন্য আমরা আমাদের বস্তুগত সম্পদও দান করতে পারি। পৌল সহখ্রিস্টানদেরকে নিয়মিতভাবে ‘কিছু কিছু রাখিবার’ উৎসাহ দিয়েছিলেন, যাতে যাদের অভাব রয়েছে, তাদেরকে দেওয়ার জন্য কিছু থাকে। (১ করি. ১৬:১, ২) একইভাবে, আমরা হয়তো স্থানীয় মণ্ডলীর প্রয়োজনগুলো ও সেইসঙ্গে শিক্ষামূলক কাজের জন্য দান দিতে আলাদা তহবিল রাখতে পারি। হৃদয় থেকে আমরা যা দিই, সেটাকে যিহোবা খুবই উপলব্ধি করেন, এমনকি তা যদি খুব সামান্যও হয়।—লূক ২১:১-৪.
৫ যিহোবা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। (যাকোব ১:১৭) তাঁকে সেবা করার জন্য আমাদের সময়, শক্তি ও অন্যান্য সম্পদ উদারভাবে দান করার মাধ্যমে আমরা আমাদের উপলব্ধি দেখাই। আমাদের তা করা যিহোবাকে খুশি করে, “কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।”—২ করি. ৯:৭.