ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৮ পৃষ্ঠা ১
  • পরিচর্যায় থাকার সময়ে একে অন্যকে গেঁথে তোলা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যায় থাকার সময়ে একে অন্যকে গেঁথে তোলা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিচর্যায় এক উত্তম সহকারী হোন
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • শুধুমাত্র সঙ্গী হিসেবে পাশে থাকবেন না
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার কাজের প্রতি আপনার উদ্যোগ বজায় রাখুন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৮ পৃষ্ঠা ১

পরিচর্যায় থাকার সময়ে একে অন্যকে গেঁথে তোলা

১ আমরা সকলেই “উপযুক্ত সময়ে” উৎসাহজনক “কথিত বাক্য” শোনা উপলব্ধি করি। (হিতো. ২৫:১১) আমরা যখন অন্যদের সঙ্গে পরিচর্যায় কাজ করি, তখন কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, আমাদের কথাবার্তা দলের অন্যদেরকে উৎসাহিত করে?

২ গেঁথে তোলার মতো কথাবার্তা: প্রচার কাজে রত থাকার সময়ে, আমাদের কথাবার্তায় আধ্যাত্মিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা একে অন্যকে কতই না গেঁথে তোলে! (গীত. ৩৭:৩০) আমরা আমাদের উপস্থাপনা সম্বন্ধে কথা বলতে পারি অথবা ক্ষেত্রের পরিচর্যার সেই উৎসাহজনক অভিজ্ঞতাগুলোর কথা বর্ণনা করতে পারি, যেগুলো আমরা সম্প্রতি উপভোগ করেছি। (প্রেরিত ১৫:৩) আমরা কি আমাদের ব্যক্তিগত বাইবেল পাঠ, সাম্প্রতিক পত্রিকাগুলো অথবা মণ্ডলীর কোনো সভা থেকে আগ্রহজনক কোনো বিষয় শিখতে পেরেছি? আমরা হয়তো জনসাধারণের কোনো বক্তৃতায় তুলে ধরা বিষয়গুলো আলোচনা করতে পারি, যেটি আমরা সম্প্রতি কিংডম হলে শুনেছি।

৩ আমরা হয়তো নিরুৎসাহিত বোধ করি, যখন একজন গৃহকর্তা এমন একটা আপত্তি তোলেন, যেটাকে আমরা কাটিয়ে উঠতে পারি না। সেই ঘর ছেড়ে আসার পর, ভবিষ্যতে কীভাবে এই ধরনের এক পরিস্থিতিকে কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে আমাদের প্রচারের সঙ্গীর সঙ্গে আলোচনা, সম্ভবত যুক্তি (ইংরেজি) বই থেকে বিবেচনা করার জন্য কয়েক মিনিট সময় করে নেওয়া আমাদের জন্য উপকারজনক হবে। আর আমাদের সঙ্গীর উপস্থাপনা সম্বন্ধে আমরা যদি উপলব্ধি প্রকাশ করি, তাহলে আন্তরিকভাবে প্রশংসা করার দ্বারা আমরা তাকে উৎসাহিত করতে পারি।

৪ নিজে থেকে এগিয়ে যান: আমাদের বই অধ্যয়ন দলে এমন ব্যক্তিরা কি আছে, যাদের সঙ্গে আমরা সম্প্রতি কাজ করিনি? পরিচর্যায় আমাদের সঙ্গী হওয়ার জন্য ব্যক্তিগতভাবে কাউকে আমন্ত্রণ জানানোর ফল হতে পারে ‘উভয় পক্ষের আশ্বাস’ বা উৎসাহ লাভ করা। (রোমীয় ১:১২) নিয়মিত ও সহায়ক অগ্রগামীদের সঙ্গে অন্যেরা কাজ করলে সেটাকে তারা উপলব্ধি করে, বিশেষ করে খুব সকালে অথবা সন্ধ্যার দিকে যখন কিনা হয়তো খুব অল্পসংখ্যক প্রকাশক পরিচর্যায় অংশগ্রহণ করে থাকে। আমরা অগ্রগামীদের সঙ্গে পরিচর্যায় যাওয়ার দ্বারা তাদেরকে সমর্থন করতে পারি। এমন কোনো দুর্বল প্রকাশক কি আছেন, যিনি পরিচর্যায় যতটা করতে পারেন সেটা তার স্বাস্থ্যগত কারণে সীমিত হয়ে পড়ে? এই ধরনের একজন ব্যক্তিকে আমাদের সঙ্গে, সম্ভবত কোনো বাইবেল অধ্যয়নে যাওয়ার ব্যবস্থা করা হয়তো উপকারজনক হতে পারে।​—⁠হিতো. ২৭:১৭.

৫ এমনকি ছোটোখাটো বিষয়েও প্রশংসা ও উপলব্ধির অভিব্যক্তিগুলো সবসময়ই উৎসাহজনক। পরিচর্যায় অন্যদের সঙ্গে কাজ করার সময়ে এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত, যেহেতু আমরা ‘এক জন অন্যকে গাঁথিয়া তুলিতে’ চাই।​—⁠১ থিষল. ৫:⁠১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার