ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৮ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১০ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৭ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৪ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩১ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ৭ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৮ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১০ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ২২ (১৩০)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে স্মরণার্থ সভার আমন্ত্রণপত্রসহ জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

২০ মিনিট: কেন একত্রে মিলিত হবেন? ২০০৭ সালের ১৫ মে প্রহরীদুর্গ পত্রিকার ১১-১৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। শ্রোতারা কীভাবে মণ্ডলীর সভাগুলোতে উপস্থিত হওয়া থেকে উপকৃত হয়েছে এবং কীভাবে তারা সভাগুলোতে উপস্থিত হওয়ার জন্য বাধাগুলোকে কাটিয়ে উঠেছে, সেই বিষয়ে মন্তব্য করতে তাদের আমন্ত্রণ জানান।

১৫ মিনিট: “আমরা যিহোবাকে কিছু দিতে পারি।”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ১৬ (১৪৩)

১৭ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪ (৪৩)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মিনিট: প্রশ্ন বাক্স। একজন প্রাচীন পরিচালনা করবেন। পুরো প্রবন্ধটি পড়ুন ও আলোচনা করুন।

২০ মিনিট: “কীভাবে আমরা স্মরণার্থ সভায় আসা ব্যক্তিদের সাহায্য করতে পারি?”b ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, কীভাবে স্মরণার্থ সভায় যোগদানকারী একজন অতিথির সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে, সেই বিষয়ে সংক্ষেপে নমুনা দেখান।

গান ২৩ (২০০)

২৪ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮ (৫৩)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

২০ মিনিট: “ক্ষেত্রে থাকার সময়ে বিচক্ষণতার সঙ্গে কাজ করা।” একজন প্রাচীনের দ্বারা প্রবন্ধটি শ্রোতাদের সঙ্গে আলোচনা। বিষয়বস্তুটা স্থানীয় পরিস্থিতির ওপর প্রয়োগ করুন এবং ভাইবোনদেরকে তাদের পরিচর্যায় বিচক্ষণ হতে উৎসাহিত করুন।

১৫ মিনিট: আমরা মঙ্গলের সুসমাচার নিয়ে যাই। এক মিনিটেরও কম সময়ের মধ্যে একটা ভূমিকা করার পর, ২০০৫ সালের ১ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ১৮-১৯ পৃষ্ঠার ১০-১৪ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। শ্রোতারা যখন প্রথম রাজ্যের বার্তা শুনেছিল, তখন কীভাবে সেটি তাদেরকে সান্ত্বনা ও আশা প্রদান করেছিল, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান।

গান ১৮ (১৬২)

৩১ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯ (৩৭)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মার্চ মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

২০ মিনিট: “পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি।” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।

১৫ মিনিট: “পরিচর্যায় থাকার সময়ে একে অন্যকে গেঁথে তোলা।”c

গান ১১ (৮৫)

৭ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৭ (১৮৭)

নোট: ৭ এপ্রিল সপ্তাহের আগে জেলা সম্মেলন সম্বন্ধীয় তথ্য বিবেচনা করা উচিত নয়। সীমা অধ্যক্ষের পরিদর্শন না থাকলে, মণ্ডলীগুলো ৭ এপ্রিল সপ্তাহের তাদের পরিচর্যা সভার কোনো পরিবর্তন করবে না। সুপারিশকৃত লজিং লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডলীর তথ্যবোর্ডে টাঙিয়ে দেওয়া উচিত। যদি সীমা সম্মেলনের জন্য পরিচর্যা সভা বাতিল করা হয়, তাহলে বই অধ্যয়ন অধ্যক্ষদের সেই সপ্তাহের বই অধ্যয়নে সম্মেলনের স্থান এবং তারিখ ঘোষণা করা উচিত। যদি পাওয়া যায়, তাহলে সুপারিশকৃত লজিং লিস্ট এর একটা কপি প্রত্যেকটা মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষকে দেওয়া উচিত, যাতে সেই দলের লোকেরা তাদের রিজার্ভেশনের জন্য হোটেলের ফোন নম্বর লিখে নিতে পারে কিন্তু তাদেরকে এই লিস্টের একটা কপি দেওয়া উচিত নয়।

৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: বাপ্তাইজিত হতে দেরি কেন? ২০০৬ সালের ১ জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২৯-৩০ পৃষ্ঠার ১৪-১৭ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। সংক্ষেপে এমন একজন অথবা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা কিশোর বয়সে বাপ্তিস্ম নিয়েছে। কী তাদেরকে এত অল্প বয়সে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে পরিচালিত করেছিল? কীভাবে তাদের বাপ্তিস্ম আধ্যাত্মিক পরিপক্বতা গড়ে তুলতে সাহায্য করেছিল, যা হল এক সুরক্ষা?

২৫ মিনিট: “যিহোবার সাক্ষিদের ২০০৮ সালের জেলা সম্মেলন।”d মণ্ডলীর সচিব পরিচালনা করবেন। ইনসার্টটা আলোচনা করার আগে, কোন মণ্ডলী কোন সম্মেলনে যোগ দেবে, সেই বিষয়ে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারির চিঠিটা পড়ুন। ইনসার্টের ৭ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ৪ পৃষ্ঠার “রুমবুকিং সংক্রান্ত নির্দেশাবলি” এবং “আপনার হোটেল রিজার্ভেশন করার জন্য পদক্ষেপগুলো” নামক বাক্স থেকে প্রত্যেকটা বিষয় পড়ুন আর স্থানীয় মণ্ডলী, যেগুলোর হোটেল বুকিং করার প্রয়োজন নেই, সেই মণ্ডলীগুলোতে এটা পড়ার দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব সম্মেলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

গান ২৮ (২২৪)

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার