পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
প্রিয় সহযিহোবার সাক্ষিরা:
প্রেরিত পৌল তার সহবিশ্বাসীদের প্রতি নিজের ভালবাসা ও উপলব্ধি প্রকাশ করার জন্য প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। রোমের খ্রিস্টানদের উদ্দেশে তিনি লিখেছিলেন: “আমি যীশু খ্রীষ্ট দ্বারা তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে, তোমাদের বিশ্বাস সমস্ত জগতে পরিকীর্ত্তিত হইতেছে।” (রোমীয় ১:৮) হ্যাঁ, রোম সাম্রাজ্যে সর্বত্র, প্রথম শতাব্দীর সেই খ্রিস্টানরা তাদের দৃঢ় বিশ্বাসের ও সেইসঙ্গে তাদের উদ্যোগী প্রচার কাজের জন্য পরিচিত ছিল। (১ থিষল. ১:৮) তাই, এতে অবাক হওয়ার কিছু নেই যে, তার ভাইবোনদের জন্য পৌলের এইরকম গভীর স্নেহ ছিল!
পৌলের মতো, আমরাও আপনাদের সম্বন্ধে চিন্তা করার সময় সর্বদা যিহোবাকে ধন্যবাদ দিই। আপনাদের সকলকে আমরা খুবই ভালবাসি! আর ব্যক্তিগতভাবে আপনাদের জন্য যিহোবার ভালবাসা সম্বন্ধে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনাদের কেউ কেউ প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হচ্ছেন কিন্তু তবুও আপনারা প্রচার করে চলেছেন। আপনারা যে-সাহসী ও নির্ভীক মনোভাব দেখিয়ে থাকেন, তা যিহোবার হৃদয়কে নিশ্চয়ই কত আনন্দিতই না করে!—হিতো. ২৭:১১.
বর্ষপুস্তক (ইংরেজি) এই বিষয়ে প্রচুর প্রমাণ দেয় যে, প্রভু যিশু খ্রিস্ট ‘জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইয়াছেন’ আর তাই খ্রিস্টের অনুসারীদের বিপরীতে যে-কোনো অস্ত্রই গঠিত হোক না কেন, তা সার্থক হবে না।—প্রকা. ৬:২; যিশা. ৫৪:১৭.
ফিলিপীর খ্রিস্টানদের উদ্দেশে পৌল লিখেছিলেন: “আমি . . . আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি; কারণ . . . সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে।” (ফিলি. ১:৩-৫) আমরা পরিচালক গোষ্ঠীর সদস্যরা আপনাদের সম্বন্ধে একইরকম অনুভব করি। ২০০৭ সালের পরিচর্যা বছরে, ৬৬,৯১,৭৯০ জন প্রকাশক দ্বীপ ও দেশ মিলিয়ে পৃথিবীব্যাপী ২৩৬টা জায়গায় সুসমাচার প্রচারে মোট ১৪৩,১৭,৬১,৫৫৪ ঘন্টা ব্যয় করেছে। সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা কত অসাধারণ প্রচেষ্টাই না করছেন! সেই হাজার হাজার ব্যক্তির জীবন সম্বন্ধে চিন্তা করুন, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রভাবিত হয়েছে আর এই সমস্তই যিহোবার প্রশংসা নিয়ে আসে!
আরেকবার পৌল দেখিয়েছিলেন যে, তার ভাইবোনদের জন্য তার অনেক সহমর্মিতা ছিল। তিনি থিষলনীকীর ব্যক্তিদের কাছে লিখেছিলেন: “আমরা তোমাদের . . . যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি।” (১ থিষল. ১:২, ৩) হ্যাঁ, জীবন সমস্যামুক্ত নয়। বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু আমাদের ধৈর্য ধরা অতি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আপনি কোন সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন? যিহোবার সেবায় যতটুকু করার সামর্থ্য আপনার রয়েছে, গুরুতর অসুস্থতার কারণে তা একেবারে সীমিত হওয়ার কারণে আপনি কি হতাশ হয়ে পড়েছেন? আপনার অনেক বছরের প্রিয় জীবনসাথি কি সবচেয়ে অতৃপ্ত শত্রু পাতালের শিকারে পরিণত হয়েছে? (হিতো. ৩০:১৫, ১৬) আপনি কি আপনার মতোই যিহোবার প্রতি ভালবাসা রয়েছে এমন একজনকে বিবাহ সাথি হিসেবে খুঁজে পেতে অসমর্থ হয়েছেন আর তা সত্ত্বেও আপনি বিশ্বস্তভাবে কেবল প্রভুতেই বিয়ে করার শাস্ত্রীয় পরামর্শ মেনে চলছেন? (১ করি. ৭:৩৯) আপনি কি চরম আর্থিক সমস্যার মধ্যে আপনার সন্তানদের মানুষ করে তোলার চেষ্টা করছেন? আপনার পরিস্থিতি যা-ই হোক না কেন, আপনি যদি রাজ্যের বিষয়গুলোকে সবচেয়ে প্রথমে রাখেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা ‘তাঁহার নামের প্রতি প্রদর্শিত আপনাদের প্রেম ভুলিয়া যাইবেন না।’ ভাই ও বোনেরা, দয়া করে ‘সৎকর্ম্ম করিতে করিতে নিরুৎসাহ হইবেন না’!—ইব্রীয় ৬:১০; গালা. ৬:৯.
কী আপনাকে ধৈর্য ধরতে সমর্থ করবে? থিষলনীকীদের মতো, এটা হল ‘আমাদের প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশা।’ উত্তম কারণে, পৌল পরে ‘পরিত্রাণের আশাকে’ মজবুত শিরস্ত্রাণের সঙ্গে তুলনা করেছিলেন, যা একজন খ্রিস্টানকে নেতিবাচক চিন্তাভাবনা ও বিরক্তিকর সন্দেহগুলো থেকে রক্ষা করতে পারে।—১ থিষল. ৫:৮.
সত্যিই, আনন্দের সঙ্গে ধৈর্য ধরার দ্বারা আপনি নিখিলবিশ্বের সার্বভৌমত্বের মহান বিচার্য বিষয়ের ক্ষেত্রে শয়তানের টিটকারির উত্তর প্রদান করছেন। শয়তান দাবি করে যে, ঈশ্বরের দাসেরা সহজাতভাবে স্বার্থপর আর তাই যদিও তারা হয়তো সীমিত সময়ের জন্য ঈশ্বরকে সেবা করার জন্য ইচ্ছুক হয় কিন্তু যদি পরীক্ষাগুলো বৃদ্ধি পায় অথবা বিধিব্যবস্থা তাদের প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি দিন থাকে, তাহলে তারা তাদের উপাসনার ক্ষেত্রে ধীর হয়ে পড়বে। দিয়াবলকে একজন ঘৃণ্য মিথ্যাবাদী বলে প্রকাশ করে দেওয়ার বিশেষ সুযোগ আপনার রয়েছে! আপনার জীবনের প্রতিটা দিন আপনাকে আপনার সেই আশার বাস্তবতার নিকটবর্তী করে।
ঠিক যেমন পৌল তার ভাইবোনদের দৃঢ় বিশ্বাসের, প্রচার কাজে তাদের উদার দানের এবং তাদের ধৈর্যের প্রশংসা করার জন্য সুযোগগুলোর সদ্ব্যবহার করেছিলেন, তেমনই আমরাও আপনাদের প্রশংসা করার এবং আপনাদের প্রতি আমাদের ভালবাসাকে নিশ্চিত করার এই সুযোগের জন্য আনন্দিত। এই উত্তম কাজ করে চলুন!
আসন্ন বছরটা যেন প্রচুর আধ্যাত্মিক আশীর্বাদে ভরে ওঠে। অনেক অনেক শুভেচ্ছাসহ, আমরা
আপনাদের ভাইয়েরা,
যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠী