যিহোবার সাক্ষিদের ২০০৮ সালের জেলা সম্মেলন
১ প্রেরিত পৌল ইব্রীয় খ্রিস্টানদের একত্রিত হওয়ার এবং তারা সেই দিন যত অধিক সন্নিকট হতে দেখছে, ততই ‘এ বিষয়ে অধিক তৎপর হইতে’ একে অন্যকে উৎসাহিত করার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন। (ইব্রীয় ১০:২৪, ২৫) এই বিষয়ে বৃদ্ধিরত প্রমাণ রয়েছে যে, পৌল যে-“দিন” সম্বন্ধে বলেছিলেন সেই দিন একেবারে সন্নিকট! তাই, সেই আধ্যাত্মিক নির্দেশনার জন্য আমরা আমাদের ভাই ও বোনদের সঙ্গে সমবেত হওয়ার সুযোগগুলোর জন্য সানন্দে অপেক্ষা করে আছি, যা এই বৃদ্ধিরত বিপদজনক ‘শেষ কালের’ মধ্যে দিয়ে আমাদেরকে পরিচালনা দিতে পারে। (২ তীম. ৩:১) এই ধরনের এক সুযোগ আসন্ন ২০০৮ সালের জেলা সম্মেলনগুলোতে পাওয়া যাবে।
২ তিন দিনই উপস্থিত থাকুন: তিন দিনই উপস্থিত থাকার জন্য আমরা আপনাদের উৎসাহিত করছি। ‘আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করার’ দ্বারা আমরা নিজেরা অতি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক খাদ্য থেকে বঞ্চিত হব না। (ইব্রীয় ১০:২৫) যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নেওয়া শুরু করুন। আপনি আপনার নিয়োগকর্তাকে আগে থেকেই জানাতে চাইবেন, যাতে করে তিনি যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থাদি করতে পারেন। আপনার সম্মেলনের সময়ে যদি আপনার ছেলেমেয়েদের স্কুল থাকে, তাহলে তাদের শিক্ষকদের আপনার পরিকল্পনা সম্বন্ধে জানিয়ে দিন। তাদেরকে জানতে দিন যে, সম্মেলন হল আপনার উপাসনার এক নিয়মিত অংশ। রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখার ব্যাপারে আপনার প্রচেষ্টার ওপর যিহোবার আশীর্বাদ সম্বন্ধে নিশ্চিত থাকতে পারেন।—মথি ৬:৩৩.
৩ অন্যদের উপস্থিত থাকতে সাহায্য করুন: এ ছাড়া, পৌল তার ভাইবোনদেরকে ‘পরস্পর মনোযোগ করিতে’ আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন। (ইব্রীয় ১০:২৪) আপনার মণ্ডলীর বই অধ্যয়নের ভাইবোনদের কি সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাহায্যের প্রয়োজন রয়েছে? আপনি কি আপনার বাইবেল ছাত্র-ছাত্রীকে আপনার সঙ্গে সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাহায্য করতে পারেন, এমনকি তারা যদি শুধুমাত্র এক দিনই উপস্থিত থাকতে পারে? আপনি যখন আপনার পরিবারের অবিশ্বাসী সদস্যদের আপনার সম্মেলনের পরিকল্পনা সম্বন্ধে জানান, তখন তাদেরকে আপনার সঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানান। আপনার প্রেমময় প্রচেষ্টা হয়তো অপ্রত্যাশিত আশীর্বাদ নিয়ে আসতে পারে।
৪ তথ্য পাওয়া: কখন ও কোথায় সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে জানতে চেয়ে প্রতি বছর অনেকেই শাখা অফিসে ফোন করে। প্রায় সমস্ত ফোনই সেই ভাইবোনদের কাছ থেকে আসে, যারা ইতিমধ্যেই এই তথ্য পেয়ে গিয়েছে। আমরা পরামর্শ দিচ্ছি যে, শাখা অফিসে ফোন করার আগে, আপনি প্রথমে আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশিত তালিকাটা পরীক্ষা করে দেখুন।
৫ আপনি যদি আপনার মণ্ডলীর জন্য নির্ধারিত সম্মেলনের পরিবর্তে অন্য আরেকটা সম্মেলনে উপস্থিত থাকতে চান, তাহলে আপনি সম্মেলন প্রধান কার্যালয়গুলোর ঠিকানায় লেখার দ্বারা, যেটা আমাদের রাজ্যের পরিচর্যা-র ভবিষ্যৎ সংখ্যায় ছাপানো হবে, রুমবুকিং সংক্রান্ত তথ্য পেতে পারেন। উত্তর পেতে হলে, আপনার চিঠির সঙ্গে নিজের ঠিকানাসহ ডাকটিকিট লাগানো খাম পাঠানোর বিষয়ে নিশ্চিত হোন।
৬ বিশেষ প্রয়োজনগুলো: একজন প্রকাশক যদি থাকার জায়গা পাওয়ার বিষয়ে সাহায্য চান, তাহলে মণ্ডলীর পরিচর্যা কমিটির স্থির করা উচিত যে, সেই প্রকাশক একটা স্পেশাল নিডস্ রুম রিকোয়েস্ট ফর্ম পেশ করার যোগ্য কি না। মণ্ডলীর সচিবের ফর্মটা সম্মেলনের রুমিং বিভাগে পাঠানোর আগে, ফর্মে ও সেইসঙ্গে সমস্ত প্রাচীন গোষ্ঠীর উদ্দেশে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারির চিঠিতে উল্লেখিত নির্দেশাবলি পরীক্ষা করে দেখা উচিত।
৭ রুম রিজার্ভ করা: প্রাপ্তিসাধ্য হোটেলের সুপারিশকৃত লজিং লিস্ট সম্মেলন তারিখের বেশ আগেই মণ্ডলীর তথ্যবোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। হোটেল রিজার্ভেশন করার আগে, “রুমবুকিং সংক্রান্ত নির্দেশাবলি” এবং “আপনার হোটেল রিজার্ভেশন করার জন্য পদক্ষেপগুলো” পুনরালোচনা করুন। লিস্টে থাকা হোটেলে উচ্চমূল্য গ্রহণ করার অথবা লিস্টে নেই এমন কোনো হোটেলে ফোন করার পরিবর্তে বরং দয়া করে আপনার সম্মেলনের জন্য মণ্ডলীতে সংশোধিত লিস্ট পাওয়ার জন্য অপেক্ষা করুন।
৮ উত্তম কাজগুলো: উপাসনার জন্য একত্রিত হওয়ার বিষয়ে যিহোবার আদেশের প্রতি বাধ্যতা, আমাদের ‘নিজেদের উপকার’ লাভ করতে সাহায্য করে। আরও গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এটা যিহোবার নামকে গৌরবান্বিত করার বিভিন্ন সুযোগ দিয়ে থাকে। (যিশা. ৪৮:১৭) জেলা সম্মেলনগুলোতে অনেকের কাছেই আমাদের উত্তম কাজগুলো বা ‘সৎকর্ম্ম সুস্পষ্ট’ হয় আর তাই কেউ কেউ এই বিষয়ে তাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে অনুপ্রাণিত হয়েছে। (১ তীম. ৫:২৫) বহু বছর ধরে আমাদের সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়ে আসছে এমন একটা শহরে, মিলনায়তনের একজন ম্যানেজার স্বীকার করেছিলেন: “অভ্যাগতরা শান্ত ও শৃঙ্খলাপূর্ণ লোক ছিল এবং তারা মিলনায়তন ও এর চারপাশের এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছিল।” অন্য আরেক শহরে আমাদের সম্মেলনের অভ্যাগতদের উত্তম আচরণ লক্ষ করে এই মিলনায়তন কর্তৃপক্ষ হল ভাড়া দেওয়ার ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দিয়েছিল। অন্যান্য দল ও বিনোদন জগতের অন্যান্যদের সঙ্গে যে-সমস্যাগুলো হয়েছিল, সেই বিষয়ে বর্ণনা করার পর, হোটেলের একজন ম্যানেজার হোটেলে থাকাকালীন আমাদের ভাইবোনেরা যে-সহযোগিতার মনোভাব ও ধৈর্য দেখিয়েছিল, সেই বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন: “আমাদের সমস্ত অতিথিই যদি যিহোবার সাক্ষিদের মতো হতো!” আমাদের ভাইবোনদের আচরণ, যা এই মন্তব্যগুলো ও সেইসঙ্গে একই রকমের অনেক মন্তব্য করতে পরিচালিত করেছিল, তা অবশ্যই আমাদের ঈশ্বর যিহোবার হৃদয়কে আনন্দিত করে!
৯ যিশু বলেছিলেন যে, আমাদের জীবন ‘ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহা’ শোনার ওপর নির্ভর করে। (মথি ৪:৪) আমাদের বার্ষিক সম্মেলনগুলোতে, যিহোবা “উপযুক্ত সময়ে” ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসের’ দ্বারা প্রস্তুতকৃত আধ্যাত্মিক “খাদ্য” জুগিয়ে থাকেন। (মথি ২৪:৪৫) এই আধ্যাত্মিক ভোজ প্রস্তুত ও পরিবেশন করার জন্য অনেক কাজ করতে হয়েছে। কার্যক্রমের প্রতিটা অংশে উপস্থিত থাকার ও গভীর মনোযোগ দিয়ে শোনার দ্বারা আমরা যেন যিহোবার প্রেমময় যত্নের প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাই।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. (ক) কেন ইব্রীয় খ্রিস্টানদের উদ্দেশে দেওয়া পৌলের পরামর্শ আজকের দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? (ইব্রীয় ১০:২৪, ২৫ পদ পড়ুন।) (খ) পৌলের পরামর্শকে কাজে লাগানোর জন্য আসন্ন কোন সুযোগ আমাদের রয়েছে?
২. (ক) সম্মেলনের তিন দিনই উপস্থিত থাকা কেন অতি গুরুত্বপূর্ণ? (খ) উপস্থিত থাকার জন্য কীভাবে আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত?
৩. কোন কোন উপায়ে আমরা অন্যদের জন্য বিবেচনা দেখাতে পারি?
৪. জেলা সম্মেলনগুলোর তারিখ ও স্থানগুলো সম্বন্ধে আমরা কীভাবে তথ্য পেতে পারি?
৫. আমাদের মণ্ডলীর জন্য নির্ধারিত সম্মেলনের পরিবর্তে অন্য আরেকটা সম্মেলনে আমাদের যদি রুমবুকিং সংক্রান্ত তথ্যের প্রয়োজন হয়, তাহলে আমাদের কী করা উচিত?
৬. স্পেশাল নিডস্ রুম রিকোয়েস্ট ফর্ম সম্বন্ধে কিছু অনুস্মারক কী?
৭. রুমবুকিংয়ের জন্য যে-ব্যবস্থাদি করা হয়েছে, সেটার সঙ্গে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি? (“রুমবুকিং সংক্রান্ত নির্দেশাবলি” নামক বাক্স দেখুন।)
৮. (ক) আমাদের সম্মেলনে উপস্থিত থাকার সময়ে কোন কোন উপায়ে আমরা যিহোবার গৌরব করতে পারি? (খ) আমাদের ভাইবোনদের উত্তম আচরণের কারণে যিহোবার লোকেদের বিষয়ে কোন প্রশংসাজনক মন্তব্যগুলো করা হয়েছে?
৯. মথি ৪:৪ পদ কীভাবে কার্যক্রমের প্রতিটা অংশ গভীর মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব সম্বন্ধে তুলে ধরে?
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়সূচি:
প্রথম দিন ও দ্বিতীয় দিন
সকাল ৯:২০ - বিকাল ৪:৫৫
তৃতীয় দিন
সকাল ৯:২০ - বিকাল ৪:০০
[৪ পৃষ্ঠার বাক্স]
বমবুকিং সংক্রান্ত নির্দেশাবলি:
▪ ২০০৮ সালের ৭ এপ্রিলের সপ্তাহে আপনার পরিচর্যা সভার আগে হোটেল রিজার্ভেশন করার জন্য ফোন করবেন না।
▪ সম্ভব হলে, এপ্রিল মাসে আপনার হোটেল রিজার্ভেশন করুন। আপনার হোটেল রিজার্ভেশন অনলাইনে করবেন না, কারণ আমরা এই পদ্ধতি ব্যবহার করছি না।
▪ কেবল সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেওয়া হোটেলগুলোতেই থাকুন।
▪ লিস্টে উল্লেখিত দরের চেয়ে বেশি দর গ্রহণ করবেন না।
▪ প্রত্যেকটা রুম সেই ব্যক্তির নামে রিজার্ভ করা উচিত, যিনি সত্যিই সেখানে থাকবেন।
▪ নিয়মকানুন মেনে চলার জন্য, লিস্টে যেমনটা দেখানো হয়েছে, হোটেলে যতজন প্রাপ্তবয়স্ককে থাকার অনুমতি দেওয়া হয়, ততজনের বেশি থাকবেন না।
▪ আপনার প্রথম রিজার্ভেশন বাতিল করবেন না।—মথি ৫:৩৭.
▪ আমাদের সম্মেলনের জন্য কোনো দর আছে কি না, তা জানার জন্য লিস্টে উল্লেখ নেই এমন হোটেলগুলোতে ফোন করবেন না।
▪ সুপারিশকৃত হোটেলগুলোর তালিকা অনুযায়ী যোগাযোগ করার পর যদি হোটেলে কোনো রুম না থাকে অথবা হোটেল সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার মণ্ডলীর সচিবকে তা জানান। তার উচিত তালিকার ওপরে উল্লেখিত তথ্য ব্যবহার করে সম্মেলনের রুমিং বিভাগের সঙ্গে যোগাযোগ করা।
▪ আপনাকে যদি একটা রিজার্ভেশন বাতিল করতেই হয়, তাহলে যত শীঘ্রই সম্ভব তা করুন। বাতিলকরণের বিস্তারিত তথ্য পাওয়ার বিষয়ে নিশ্চিত হোন।
আপনার হোটেল রিজার্ভেশন করার জন্য পদক্ষেপগুলো:
১. লিস্ট-এ দেওয়া টেলিফোন নম্বর ব্যবহার করে লেনদেনের নিয়মিত সময়ে হোটেলে ফোন করুন।
২. হোটেলকে জানিয়ে দিন যে, আপনি যিহোবার সাক্ষিদের সম্মেলনে যোগদান করছেন।
৩. হোটেলে ঢোকার ও ছাড়ার তারিখ নির্দিষ্ট করে বলুন।
৪. যদি আর রুম না থাকে, তাহলে লিস্টের অন্য আরেকটা হোটেলে ফোন করুন।
৫. আপনার রিজার্ভেশন সম্পন্ন করুন এবং নিশ্চিত কি না, তা জিজ্ঞেস করুন।
৬. ক্রেডিট কার্ড, চেক বা মানি অর্ডারের মাধ্যমে দশ দিনের মধ্যে টাকা জমা দিন। কখনো নগদ অর্থ পাঠাবেন না। যদি চেক বা মানি অর্ডারের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকেন, তাহলে নিশ্চিত করার বিস্তারিত বিষয়গুলো চেকের উলটো দিকে অথবা মানি অর্ডার ফর্মের নীচে লিখে দিন।