“ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” যিহোবার সাক্ষিদের জেলা সম্মেলন
১ রাজা দায়ূদ বলেছিলেন, “আমি মহাসমাজের মধ্যে তোমার স্তব করিব, বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করিব।” (গীত. ৩৫:১৮) ভেবে দেখুন যে আজ যদি রাজা দায়ূদ আমাদের মাঝে থাকতেন, তাহলে আজকে এই হাজার হাজার লোক যারা ঈশ্বরের কাছ থেকে শেখার জন্য সম্মেলনগুলোতে মিলিত হয়েছেন তাদের দেখে তিনি কতই না খুশি হতেন! ১৯৯৯ সালের নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ২০০০ সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতে মোট ২৭টা “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনগুলোতে ৩০,৪৬২ জন এসেছিলেন। আপনিও কি তাদের মধ্যে ছিলেন? এই বছরের শেষে “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” জেলা সম্মেলন হবে আর এই সম্মেলনগুলোতে আমরা আমাদের ভাইবোনদের সঙ্গে মিলিত হতে পারব যারা “তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে চিন্তা করেন” এবং “আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন” তা শুনতে চান।—মথি ৫:৩, NW; প্রকা. ২:২৯.
২ থাকার ব্যবস্থা: প্রত্যেক সম্মেলনে রুমিং ডিপার্টমেন্ট থাকে যেখান থেকে আপনি সম্মেলন শহরের কোথায় থাকতে পারবেন সেই বিষয়ে জানতে পাবেন এবং এই বিভাগের ভাইয়েরা আপনাকে সেখানে থাকার ব্যবস্থা করার ব্যাপারে সাহায্য করবেন। ঘর বুক করার জন্য আগে থেকেই ভাবুন। মণ্ডলীর সচিবের কাছ থেকে একটা রুম রিকোয়েষ্ট ফর্ম নিন আর সেটা পূরণ করে সচিবের কাছেই ফেরৎ দিন যেন তিনি সেটা সম্মেলনের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিতে পারেন। ফর্মের সঙ্গে সবসময় ডাক টিকিট লাগানো ও আপনার নিজের ঠিকানা লেখা একটা খাম দেবেন। আপনি যে শহরের সম্মেলনে যাবেন সেখানে যদি একটার বেশি সম্মেলন হয়, তাহলে আপনি কোন্ তারিখের সম্মেলনে যোগ দেবেন তা লিখে দিন।
৩ বয়স্ক ও অসুস্থ ভাইবোনদের সাহায্য করুন: বয়স্ক, বিকলাঙ্গ বা অসুস্থ ভাইবোনদেরকে যাদের সম্মেলনে নিয়ে আসার বা দেখাশোনা করার দরকার, তাদেরকে তাদের আত্মীয়রা, মণ্ডলীর প্রাচীন ও অন্যান্য ভাইবোনেরা সাহায্য করতে পারেন। আর তা করে তারা দেখাতে পারেন যে তাদের তারা সত্যিই ভালবাসেন এবং তাদের জন্য চিন্তা করেন। (১ তীমথিয় ৫:৪ পদের সঙ্গে তুলনা করুন।) খেয়াল রাখুন তারা যেন সুবিধাজনক জায়গায় ভাল মতো বসতে পারেন এবং সেখান থেকে সম্মেলনের বিষয়বস্তু ভাল করে শুনতে পারেন। ভাল হয় যদি ভাইবোনেরা নিজে থেকে এগিয়ে গিয়ে এই ব্যক্তিদের সাহায্য করেন। যেমন ভাইবোনেরা তাদের দুপুরের খাবার-দাবারের ব্যবস্থা করতে পারেন, তাদের জল এনে দিতে পারেন বা তাদেরকে টয়লেটে যেতে সাহায্য করতে পারেন। অনেক ভাইবোনেরাই যদি এভাবে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করেন, তাহলে সবাই মন দিয়ে সম্মেলন শুনতে পারবেন আর আত্মীয়স্বজন বা সেই ভাইবোনদের কাজও অনেকটা হালকা হয়ে যাবে, যারা সবসময়ই তাদের দেখাশোনা করেন।
৪ তিনদিনই আসার চেষ্টা করুন: শয়তান কি আপনাকে আধ্যাত্মিক বিষয়গুলোতে ঠিক মতো মন দিতে বাধা দেয়? দুঃখের কথা হল যে অনেক ভাইবোনেরা ও তাদের পরিবার সম্মেলনের আধ্যাত্মিক খাদ্য থেকে বঞ্চিত হন। কীভাবে? তারা শুক্রবার দিন সম্মেলনে আসেন না। কিছু সম্মেলনে এমনও দেখা গেছে যে শুক্রবারের দিন অনেক ভাইবোনেরাই আসেননি। আর তাই আমাদের অনেক অনেক ভাইবোনেরা আধ্যাত্মিক শিক্ষা পাওয়ার এবং ভাইবোনদের সঙ্গে মেলামেশা করার সুযোগ হারিয়েছেন।
৫ এর একটা কারণ হল যে কিছু ভাইয়েরা সম্মেলনে আসার জন্য তাদের মালিকের কাছে ছুটি চাইতে সাহস পান না। আপনারও কি এই সমস্যা আছে? যদি থাকে, তাহলে এ বিষয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন না কেন আর সাহস করে আপনার মালিকের সঙ্গে কথা বলুন না কেন? নহিমিয়ের কথা মনে করে দেখুন। তার অবস্থাও আপনার মতোই ছিল। (নহি. ২:১-৬) আমাদের স্বর্গের পিতা আপনাকে সাহায্য করতে চান, তাই তাঁর ওপর বিশ্বাস রাখুন যে আপনি যদি রাজ্যের কাজকে আগে রাখেন, তাহলে তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন।—মথি ৬:৩২খ, ৩৩.
৬ সম্মেলনগুলো আপনার মনে কেমন ছাপ ফেলে? পূর্ব আমেরিকা থেকে একজন বোন লেখেন: “১৯৯৯ সালের জেলা সম্মেলনের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিছু ভাইবোনদের সঙ্গে আমার শুধু বছরে একবারই দেখা হয়, তাই তাদের সঙ্গে দেখা করতে পেরে আমি এত খুশি হই যে তা ভাষায় বলা যায় না। আমি যখন সত্য জানতে পারি তখন আমি গর্ভবতী ছিলাম কিন্তু সেইসময় আমার বিয়ে হয়নি। সেই দিনটার কথা আমার আজও মনে আছে যেদিন আমার সঙ্গে যিনি স্টাডি করতেন তিনি আমাকে প্রথম সম্মেলনে নিয়ে গিয়েছিলেন। খোলা স্টেডিয়ামে ‘হাজার হাজার ভাইয়েরা’ গানটা গাওয়ার সময় আমি যখন চোখ তুলে ভাইবোনদের দিকে তাকিয়েছিলাম আমার চোখের জল এসে গিয়েছিল। আমি ভেবেছিলাম ‘এরা সবাই কত ভাল লোক, জানি না যিহোবা কী করে আমাকে বেছে নিয়েছেন?’ সেই দিনই আমি ঠিক করে ফেলেছিলাম যে যা কিছুই হোক না কেন আমি যিহোবার সেবা করতে চাই।” সম্মেলন কত বড় ছাপ ফেলেছিল! যিহোবার পরিচ্ছন্ন লোকেদের সঙ্গে মেলামেশা করা ও তাদের একজন হতে পারা সত্যিই আনন্দের, তাই নয় কী?
৭ এখন আমরা শেষ কালের একেবারে শেষে এসে পৌঁছেছি আর তাই বার্ষিক জেলা সম্মেলনগুলোতে যোগ দেওয়া এখন আমাদের জন্য আরও বেশি দরকারি। আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে মজবুত করার জন্যই যিহোবা সম্মেলনের ব্যবস্থা করেছেন। তাই মনে মনে ঠিক করে নিন যে এই বছরের “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” জেলা সম্মেলনের তিনদিনই আপনি আসবেন। তাহলে সম্মেলনে আসতে হলে আপনাকে এখন কী করতে হবে? আগে থেকেই আপনার মালিকের কাছ থেকে ছুটি চেয়ে নিন। টাকাপয়সা যদি আপনার সমস্যা হয়, তাহলে এখন থেকেই পয়সা জমাতে শুরু করে দিন। যে কোন সমস্যা এড়ানোর জন্য যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন। যদি আপনি তা করেন, তাহলে আপনি সম্মেলনে আসতে পারবেন, আপনার ভাইবোনদের সঙ্গে মেলামেশা করতে পারবেন আর আমাদের স্বর্গের পিতা যিহোবা ঈশ্বরের কাছ থেকে অনন্ত জীবনের কথা শুনতে পারবেন।—যোহন ৬:৬৮ পদের সঙ্গে তুলনা করুন।
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়
শুক্র ও শনিবার
সকাল ৯:৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত
ববিবার
সকাল ৯:৩০ থেকে বিকাল ৪টে পর্যন্ত