যিহোবার সাক্ষিদের ২০০৪ সালের “ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন” জেলা সম্মেলন
১ কোন বিষয়টা আমাদের বাৎসরিক জেলা সম্মেলনকে আপনার কাছে বিশিষ্ট করে তোলে? গঠনমূলক কথাবার্তা এবং আমাদের জন্য ‘বিশ্বস্ত বুদ্ধিমান্ দাসের’ দ্বারা তৈরি নাটকটা? (মথি ২৪:৪৫-৪৭) নতুন প্রকাশনাগুলো, যেগুলোতে সময়োপযোগী আধ্যাত্মিক পুষ্টি রয়েছে? ভাইবোনদের বলা অভিজ্ঞতাগুলো যে, কীভাবে বাইবেল তাদের জীবনকে আরও ভালর দিকে বদলে দিয়েছে? অন্যান্য দেশে রাজ্যের প্রচার কাজ কীভাবে এগিয়ে চলেছে সেই বিষয়ের রিপোর্টগুলো? সব বয়সের সহবিশ্বাসীদের সাহচর্য? হ্যাঁ, আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে এগুলোসহ আরও অন্যান্য কারণগুলোর জন্য আমাদের জেলা সম্মেলনের অপেক্ষায় থাকি!
২ তিন দিনই উপস্থিত থাকুন: মোশির মাধ্যমে যিহোবা আদেশ দিয়েছিলেন: “তুমি লোকদিগকে . . . একত্র করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায়।” (দ্বিতী. ৩১:১২) বিশ্বস্ত বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে যিহোবা আমাদের জন্য সম্মেলনের প্রতিদিন শিক্ষার এক বিশেষ কার্যক্রম প্রস্তুত করেছেন। যেহেতু তিনি ‘আমাদের উপকারজনক’ শিক্ষা দেন, তাই আমরা তাঁর সমস্ত নির্দেশনার জন্য উপস্থিত থাকতে চাই। (যিশা. ৪৮:১৭) কিন্তু, গত বছর “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলনে প্রথম দিনের উপস্থিতি দ্বিতীয় ও তৃতীয় দিনের তুলনায় বেশ কম ছিল। এর মানে আমাদের ভাইবোনদের অনেকেই সম্মেলনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পায়নি। তারা ভাইবোনদের সঙ্গে আনন্দপূর্ণ মেলামেশা করার সুযোগও হারিয়েছিল।
৩ অন্যান্য বিষয়গুলোকে আপনার বাধা হতে দেবেন না: চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায় কেউ কেউ প্রথমদিন সম্মেলনে যোগ দেয়নি। কেউ কেউ হয়তো অন্য উদ্দেশ্যে তাদের ছুটি বা খরচ বাঁচাতে চেয়েছিল। আপনার এইরকম ধরে নেওয়া উচিত নয় যে, আপনার নিয়োগকর্তা কোনোমতেই আপনার ছুটি মঞ্জুর করবেন না অথবা এইরকম সিদ্ধান্তেও আসা উচিত নয় যে, এক বা দুই দিন সম্মেলনে না গেলে তেমন কিছু হবে না। যদি আপনার নিয়োগকর্তার কাছ থেকে আপনার ছুটি চাওয়ার দরকার হয়, তা হলে নহিমিয়ের সাহসী উদাহরণ অনুসরণ করে যিহোবার কাছে প্রার্থনা করুন এবং আপনার আবেদন নিয়োগকর্তাকে জানান। (নহি. ১:১১; ২:৪) এরপর যিহোবার প্রতিজ্ঞাগুলোর ওপর আপনার পূর্ণ আস্থা রাখুন, এই বিষয়টা উপলব্ধি করে যে আপনি যদি আধ্যাত্মিক বিষয়গুলোকে আপনার জীবনে সর্বপ্রথমে রাখেন, তা হলে বস্তুগতভাবে আপনার যেকোনো প্রয়োজনকে মেটানো হবে। (মথি ৬:৩৩; ইব্রীয় ১৩:৫, ৬) এ ছাড়া, পরিবারের অবিশ্বাসী সদস্যদেরকে সম্মেলনের পরিকল্পনার বিষয়ে যথাসম্ভব তাড়াতাড়ি জানানো প্রেমের কাজ হবে।
৪ মূল বিষয় হল “যাহা যাহা ভিন্ন প্রকার [‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়,’ NW],” সেগুলোর প্রতি উপলব্ধি থাকা। (ফিলি. ১:১০, ১১; গীত. ২৭:৪) এটা আমাদেরকে যিহোবার এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা থেকে পূর্ণ উপকার পেতে পরিকল্পনা করার জন্য প্রেরণা দেয়। এখনই আপনার নির্দিষ্ট পরিকল্পনাগুলো তৈরি করতে শুরু করুন আর সংকল্প নিন যে আপনি তিন দিনই উপস্থিত থাকবেন!
৫ থাকার ব্যবস্থা: যেমনটা গত বছর করা হয়েছিল, এক সহজ রুমিং ব্যবস্থা অনুসরণ করা হবে। রুমিং বিভাগ থাকার জন্য হোটেলে কোনো অগ্রিম বুকিং দেবে না। পরিবর্তে, এই বিভাগ অনুমোদিত হোটেলগুলোর ভাড়াসহ একটা তালিকা মণ্ডলীগুলোতে পাঠিয়ে দেবে, যাতে হোটেলে থাকতে আগ্রহী ব্যক্তিরা সরাসরি হোটেলের সঙ্গে যোগাযোগ করতে এবং তাদের প্রয়োজন অনুসারে হোটেলের রুম রিজার্ভ করে রাখতে পারে। সম্মেলন প্রশাসন কেবলমাত্র ডরমিটরি ধরনের থাকার ব্যবস্থা করবে। মণ্ডলীগুলো এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য সম্মেলনের রুমিং বিভাগের মাধ্যমে জানতে পারবে। ডরমিটরিতে থাকার ব্যবস্থার জন্য আপনার আবেদন বেশ আগে থাকতেই পাঠিয়ে দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া “আপনি যেভাবে রুমিং ব্যবস্থাকে সমর্থন করতে পারেন,” বাক্সের বিষয়গুলো দয়া করে পুনরালোচনা করুন।
৬ বিশেষ প্রয়োজন: প্রেরিত পৌল গালাতীয় মণ্ডলীকে “সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম্ম” করার কথা মনে করিয়ে দিয়েছিলেন। (গালা. ৬:১০) বয়স্ক ভাই ও বোনেরা, দুর্বল ব্যক্তিরা, একক বাবা কিংবা মা অথবা যারা পূর্ণ-সময়ের পরিচর্যায় জড়িত রয়েছে, তারা হয়তো আপনার সাহায্য না-ও চাইতে পারে কিন্তু তাদেরকে হয়তো সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করতে হতে পারে। আপনি কি তাদের প্রতি ‘সৎকর্ম্ম করিতে’ এবং কোনো সহযোগিতা করতে পারেন? বিশেষ করে খ্রিস্টান আত্মীয়স্বজন এবং প্রাচীনদের এই ধরনের ব্যক্তিদের পরিস্থিতিগুলো সম্বন্ধে অবগত থাকা উচিত।
৭ একজন প্রকাশক যদি স্পেশাল নিডস্ রুম রিকোয়েস্ট ফর্ম পূরণ করে আবেদন জানান, তা হলে মণ্ডলীর পরিচর্যা কমিটি সেই ফর্মের নির্দেশনাগুলো অনুসরণ করে সেটা পর্যালোচনা করে দেখবে। তাদের বিবেচনা করে দেখা উচিত যে, প্রয়োজনগুলো স্থানীয়ভাবে মেটানো যায় কি না। এই ব্যবস্থা শুধুমাত্র সেই প্রকাশদের ও তাদের শিষ্ট ছেলেমেয়েদের জন্য, যাদের সুনাম রয়েছে। স্পেশাল নিডস্ রিকোয়েস্ট ফর্মের বিষয়ে যদি রুমিং বিভাগের কোনো প্রশ্ন থাকে, তা হলে তারা মণ্ডলীর সচিবের সঙ্গে যোগাযোগ করবে।
৮ আরেকটা সম্মেলনে উপস্থিত থাকা: পরিস্থিতির কারণে হয়তো আপনাকে আপনার মণ্ডলীর জন্য নির্ধারিত সম্মেলেনের পরিবর্তে অন্য আরেকটা সম্মেলনে উপস্থিত থাকার প্রয়োজন হতে পারে। যদি আপনার অন্য আরেকটা সম্মেলনের বিষয়ে তথ্যের দরকার হয়, তা হলে দয়া করে আপনার মণ্ডলীর সচিবের সঙ্গে দেখা করুন। ভারতে চলতি বছরের সম্মেলনগুলোর ধারাবাহিক তারিখ এবং প্রত্যেকটা সম্মেলনের প্রধান কার্যালয়ের ঠিকানা আমাদের রাজ্যের পরিচর্যা-র ভবিষ্যৎ সংখ্যাগুলোতে ছাপানো হবে। উপযুক্ত ঠিকানায় আপনার আবেদন ডাকযোগে পাঠান এবং এর সঙ্গে ডাকটিকিটসহ একটা খামে আপনার ঠিকানা যুক্ত করুন। যদি সেই শহরে দুটো বা এর বেশি সম্মেলন অনুষ্ঠিত হয়, তা হলে আপনি যে-সম্মেলনে উপস্থিত হতে চান, আবেদনে সেই সম্মেলনের তারিখ উল্লেখ করার বিষয়ে নিশ্চিত হোন। সেই সম্মেলনের রুমিং বিভাগ আপনাকে সুপারিশকৃত হোটেল ও সেগুলোর ভাড়ার নতুন তালিকা পাঠিয়ে দেবে।
৯ প্রায় ২,৫০০ বছর আগে অনুষ্ঠিত যিহোবার লোকেদের এক সম্মেলনে ইষ্রা এবং তার সহলেবীয়রা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করেছিল এবং একত্রিত লোকেদের কাছে তা ব্যাখ্যা করেছিল। ফল কী হয়েছিল? নহিমিয় ৮:১২ পদ আমাদের বলে যে, “সমস্ত লোক . . . অতিশয় আনন্দ করিতে গেল, কেননা যে সকল কথা তাহাদের কাছে বলা গিয়াছিল, তাহারা সে সকল বুঝিতে পারিয়াছিল।” আমরা কি কৃতজ্ঞ নই যে, ইষ্রা ও লেবীয়দের মতো অভিষিক্ত দাস শ্রেণী ঈশ্বরের বাক্য ব্যবহার করে, এটি ব্যাখ্যা করে এবং দেখায় যে আমরা কীভাবে আমাদের জীবনে তা প্রয়োগ করতে পারি? আর তা করে এই দাস যিহোবার সমস্ত লোকের জন্য তাঁর অকৃত্রিম ভালবাসা এবং চিন্তা প্রকাশ করে থাকে। “ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন” জেলা সম্মেলনে তিনদিনই উপস্থিত থাকাকে আপনার দৃঢ়সংকল্প করুন!
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়
প্রথম দিন এবং দ্বিতীয় দিন
সকাল ৯:৩০ - বিকেল প্রায় ৫:১০
তৃতীয় দিন
সকাল ৯:৩০ - বিকেল প্রায় ৪:০৫
[৪ পৃষ্ঠার বাক্স]
আপনি যেভাবে রুমিং ব্যবস্থাকে সমর্থন করতে পারেন
▪ সুপারিশকৃত হোটেলগুলোর তালিকা অনুযায়ী যোগাযোগ করার পর যদি হোটেলে কোনো রুম না থাকে অথবা হোটেল সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, তা হলে আপনার মণ্ডলীর সচিবকে জানান। তার উচিত আপনার সম্মেলনের রুমিং বিভাগের সঙ্গে যোগাযোগ করা।
▪ কেবল সেই রুমগুলো রিজার্ভ করুন, যেগুলোতে আপনি থাকবেন।
▪ আপনার প্রথম রিজার্ভেশন বাতিল করবেন না।
▪ রুমিং বিভাগ কেবলমাত্র ডরমিটরিতে থাকার ব্যবস্থা করবে। তাই, দয়া করে রুমিং বিভাগকে হোটেলের রুম বুক করার জন্য কোনো টাকাপয়সা পাঠাবেন না।
▪ আপনার আবেদন অনুযায়ী ডরমিটরিগুলো বুক করা হবে। তাই আপনার জন্য যে-ডরমিটরি নির্ধারণ করা হয়েছে, দয়া করে সেখানেই থাকুন। আপনি আগেই যতজনের জন্য থাকার আবেদন করেছেন, তার চাইতে অতিরিক্ত ব্যক্তির থাকার ব্যবস্থা আশা করবেন না।
▪ সম্মেলনস্থল ছেড়ে যাওয়ার আগে নিশ্চিত হোন যে, ডরমিটরিতে আপনার থাকার ব্যবস্থা করার জন্য রুমিং বিভাগকে পুরো অর্থ প্রদান করেছেন।