যিহোবার সাক্ষিদের ২০০৫ সালের “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলন
১ আমাদের সর্বমহান শিক্ষক হিসেবে যিহোবা ঈশ্বর আমাদের জন্য তাঁর পথ সম্বন্ধে শিক্ষা লাভ করতে একত্রিত হওয়ার ব্যবস্থা করেন। (যিশা. ৩০:২০, ২১; ৫৪:১৩) তিনি বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে এটা করেন, যে-দাস শ্রেণী আমাদের বার্ষিক জেলা সম্মেলনগুলোর মতো সভাগুলোর ব্যবস্থা করে থাকে। (মথি ২৪:৪৫-৪৭) আমাদের অনুভূতি গীতরচক দায়ূদের মতো, যিনি গেয়েছিলেন: “আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।” (গীত. ২৬:১২) যিহোবার দ্বারা শিক্ষা লাভ করার মূল্য দায়ূদ স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন এবং যখনই তাঁর লোকেরা একত্রিত হতো, তখনই তাদের মধ্যে থাকার জন্য সংকল্প নিয়েছিলেন।
২ আপনি কি সেই “মণ্ডলীগণের” মধ্যে থাকবেন, যারা এই বছর “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনে যোগ দেবেন? যদি যোগ দেন, তা হলে নীচের তথ্য যোগদানের ব্যাপারে আপনার প্রস্তুতিতে সাহায্যকারী বলে প্রমাণিত হবে।
৩ প্রতিদিন যোগ দেওয়ার জন্য এখনই পরিকল্পনা করুন: “পরিশ্রমীর চিন্তা হইতে কেবল ধনলাভ হয়।” (হিতো. ২১:৫) এই কথাগুলো কি সম্মেলনে যোগ দেওয়ার জন্য অবিলম্বেই চিন্তা বা পরিকল্পনা করার মূল্যের ওপর জোর দেয় না? আধ্যাত্মিকভাবে সতেজতাদায়ক কার্যক্রমের কোনোটা আপনি বাদ দেবেন না, এই বিষয়ে নিশ্চিত হতে তিন দিনই উপস্থিত থাকার জন্য যে-ব্যবস্থাই করতে হোক না কেন, আপনি এখনই বিজ্ঞতার সঙ্গে তা করতে শুরু করুন। ছুটির দিন এবং স্কুলের পরীক্ষার তারিখগুলো যেহেতু একেক জায়গায় এক একরকম, তাই সকলের জন্য এক সুবিধাজনক সময় তালিকা করা অসম্ভব বলে প্রমাণিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে, এই বছর থেকে সম্মেলনগুলো প্রথমদিকে, বর্ষার সময়ে অনুষ্ঠিত হবে বলে স্থির করা হয়েছে যখন কিনা টিকিট, থাকার জায়গা এবং হল আরও সহজে পাওয়া যায়। নিঃসন্দেহে, এর জন্য আমাদের তরফ থেকে আরও পরিকল্পনা করার দরকার হবে। আপনাকে যদি আপনার নিয়োগকর্তার কাছ থেকে ছুটি চাইতে হয়, তা হলে এখনই তা করুন। আপনার পরিকল্পনাগুলো সম্বন্ধে যদি আপনার অবিশ্বাসী সাথির সঙ্গে আলোচনা করতে হয়, তা হলে শেষ মূহূর্তের জন্য তা রেখে দেবেন না। যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখিই আপনি হোন না কেন, সেগুলোকে যিহোবার কাছে প্রার্থনার এক বিষয় করে তুলুন, এই নির্ভরতা রেখে যে, তাঁর সাহায্যে ‘আপনার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।’ (হিতো. ১৬:৩) অধিকন্তু, আপনার বাইবেল ছাত্রদের প্রত্যেক অধিবেশনে উপস্থিত থাকার জন্য প্রস্তুত হতে সাহায্য করা উচিত।
৪ থাকার জায়গা: আপনার সুবিধার জন্য, প্রত্যেক সম্মেলন শহরে রুমিং ব্যবস্থা করা হচ্ছে। সুপারিশকৃত লজিং লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই তথ্যবোর্ডে তা টাঙিয়ে দেওয়া হবে। অনেক জায়গায় ভাইয়েরা, আমাদের অভ্যাগতদের জন্য কমদামের হোটেল ও লজ পেতে দরদাম করেছে, তাই হোটেল ও লজে যোগাযোগ করার সময় উল্লেখ করুন যে, আপনি সম্মেলনে যোগদান করছেন এবং সেই দামটাই পরিশোধ করার জন্য সম্মত যেটা ভাইয়েরা তালিকাবদ্ধ করেছে। হোটেলের মালিক যদি সম্মতিকৃত দামে রুম দিতে অনিচ্ছুক হন, তা হলে দয়া করে আপনার মণ্ডলীর সচিবের মাধ্যমে এই বিষয়টা রুমিং বিভাগকে জানান। মনে রাখবেন যে, সর্বোচ্চ মানের হোটেলগুলো সবসময় সম্মেলনস্থলের কাছাকাছি থাকে না। রিজার্ভেশনের জন্য ফোন করার আগে “আপনি যেভাবে রুমিং ব্যবস্থাকে সমর্থন করতে পারেন” বাক্সের বিষয়গুলো পুনরালোচনা করুন। ফোন করার সময়, “কোনো হোটেলের রুম রিজার্ভ করার সর্বোত্তম উপায়টা কী?” বাক্সের পদক্ষেপগুলো অনুসরণ করুন।
৫ বিশেষ প্রয়োজনগুলো: প্রেরিত পৌল নির্দিষ্ট কিছু ভাইয়ের সম্বন্ধে বর্ণনা করেছিলেন যে, তারা তার জন্য “সান্ত্বনাজনক” হয়েছিলেন। (কল. ৪:৭-১১) তারা যেভাবে সাহায্য করেছিল, সেগুলোর মধ্যে একটা ছিল যে, পৌলের জন্য তারা ব্যক্তিগত কাজগুলো করে দিয়েছিল। কীভাবে আপনি সম্মেলনের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যদের জন্য “সান্ত্বনাজনক” হতে পারেন? বয়স্ক প্রকাশক, অসুস্থ, পূর্ণসময়ের পরিচর্যায় রত ব্যক্তি এবং অন্যদের হয়তো যানবাহন ও থাকার জায়গার বিষয়ে ব্যবহারিক সাহায্যের প্রয়োজন হতে পারে। এই ধরনের ব্যক্তিদের যত্ন নেওয়ার মূল দায়িত্ব আত্মীয়দের। (১ তীম. ৫:৪) কিন্তু, তারা যদি তা করতে না পারে, তা হলে তাদের স্থানীয় মণ্ডলীগুলোর সহবিশ্বাসীরা হয়তো সাহায্য করতে পারে। (যাকোব ১:২৭) বই অধ্যয়ন অধ্যক্ষদের তাদের দলের সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলা উচিত, যাদের বিশেষ প্রয়োজন রয়েছে, এটা নিশ্চিত করতে যে, তাদের পরিকল্পনাগুলো সম্মেলনের যথেষ্ট আগেই করা হয়েছে।
৬ স্পেশাল নিডস্ রুম রিকোয়েস্ট ফর্মগুলো শুধুমাত্র সেই প্রকাশকদের জন্য পাওয়া যাবে, যাদের থাকার জায়গার প্রয়োজনগুলো পরিবারের সদস্য বা তাদের মণ্ডলী মেটাতে পারবে না। মণ্ডলীর পরিচর্যা কমিটির উচিত ফর্মে উল্লেখিত নির্দেশাবলি ও সেইসঙ্গে সমস্ত প্রাচীন গোষ্ঠীর উদ্দেশে পাঠানো ২০০৪ সালের ১৪ই ডিসেম্বরের চিঠি ব্যবহার করে প্রকাশকের যোগ্যতা বিবেচনা করে দেখা। এই ব্যবস্থা শুধুমাত্র সেই প্রকাশকদের জন্য যাদের সুনাম রয়েছে ও সন্তানদের আচরণ ভদ্র।
৭ আরেকটা সম্মেলনে যোগ দেওয়া: এই বছর ইংরেজি ভাষায় বেশ কয়েকটা সম্মেলন হবে। একই জায়গায় অনুষ্ঠিত আঞ্চলিক ভাষার সম্মেলগুলোতে যোগদানের সংখ্যা কমানোর জন্য, যারা ইংরেজি ভাষা বুঝতে ও সাবলীলভাবে বলতে পারে তাদেরকে যেখানে সম্ভব ইংরেজি ভাষার সম্মেলনে যোগদান করার জন্য আমরা উৎসাহিত করছি এমনকি যদিও তাদের মণ্ডলীকে আঞ্চলিক ভাষার সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এটা পর্যাপ্ত আসন, সাহিত্য, রুমিং ব্যবস্থা এবং এইরকম অন্যান্য ব্যাপারকে নিশ্চিত করতে সাহায্য করবে। আপনি যদি একটা ইংরেজি ভাষার সম্মেলনে যোগ দিতে পারেন, তা হলে ভারতের জন্য পরিকল্পনাকৃত সমস্ত সম্মেলনের ডাকযোগের ঠিকানাগুলোর জন্য দয়া করে ২০০৫ সালের এপ্রিল মাসে আমাদের রাজ্যের পরিচর্যা দেখুন। সুপারিশকৃত লজিং লিস্ট বা অতিরিক্ত অন্য যেকোনো তথ্যের জন্য অনুরোধ পাঠানোর সময় নিজের ঠিকানা, ডাকটিকিট লাগানো খাম পাঠান। সেই শহরে যদি একটার বেশি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, তা হলে আপনি যে-সম্মেলনে যোগ দেবেন সেটার তারিখ উল্লেখ করুন।
৮ স্বেচ্ছাসেবকদের প্রয়োজন: অন্যদের প্রয়োজনগুলোর প্রতি নম্রভাবে মনোযোগী হয়ে যিশু এক নিখুঁত উদাহরণ স্থাপন করেন। (লূক ৯:১২-১৭; যোহন ১৩:৫, ১৪-১৬) যারা সম্মেলনগুলোতে কাজ করার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসে, তারাও একই মনোভাব দেখিয়ে থাকে। সম্মেলনের বিভিন্ন বিভাগের প্রয়োজনগুলো পূরণ করার জন্য স্থানীয় সম্মেলন কমিটি শীঘ্রই তাদের সঙ্গে কাজ করার জন্য অন্যদের আমন্ত্রণ জানাবে। বিশেষভাবে প্রাচীনদের স্বেচ্ছাসেবক হওয়া ও কার্যভার গ্রহণ করা প্রয়োজন। তাদের ইচ্ছুক মনোভাব মণ্ডলীর সকলের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করে।—১ পিতর ৫:২, ৩.
৯ অন্যেরা যা দেখে থাকে: একটা হোটেলের মহিলা সেলস্ ম্যানেজার বলেছিলেন: “আপনারা আমাদের খুবই প্রিয় দল। অন্য যেকোনো দলের তুলনায় আপনারা খুবই ভদ্র। কাজ করার মেয়েরা সকলে মন্তব্য করেছে যে, তাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করা হয়েছে ও তারা কীভাবে বকশিশ পেয়ে থাকে। সত্যি বলতে কী, আপনারা যখন এখানে থাকেন, তখন সবাই সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও কাজ করতে চায়!” আরেকজন হোটেল প্রতিনিধি মন্তব্য করেছিলেন: “যিহোবার সাক্ষিদের সঙ্গে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়।” সম্ভবত আপনার উদাহরণযোগ্য আচরণ এই মন্তব্যগুলো করার ক্ষেত্রে অবদান রেখেছে। কল্পনা করে দেখুন যে, যিহোবা নিশ্চয়ই কত খুশি হন, যখন তিনি দেখেন যে আমরা এমন এক উপায়ে কাজ করছি, যা এই ধরনের প্রশংসা নিয়ে আসে!—১ পিতর ২:১২.
১০ ‘বিশ্বস্ত গৃহাধ্যক্ষের’ মাধ্যমে যিহোবা ঈশ্বর তাঁর লোকেদের জন্য এই বছর আধ্যাত্মিক নির্দেশনা লাভ করার জন্য একত্রিত হওয়ার ব্যবস্থা করেছেন। (লূক ১২:৪২) তিন দিনই উপস্থিত থাকার জন্য প্রচেষ্টার প্রয়োজন কিন্তু তা সত্যিই সার্থক হবে। এই বছরের “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলন নিশ্চিতভাবেই এখন ও চিরকাল যিহোবাকে সেবা করার জন্য আপনার সংকল্পকে শক্তিশালী করবে। গীতরচকের এই পরামর্শ অনুসরণ করার জন্য আমরা যেন সংকল্পবদ্ধ হই: মণ্ডলীর বা “জনসমাগমের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর।”—গীত. ৬৮:২৬.
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়সূচি
শুক্রবার ও শনিবার
সকাল ৯:৩০ - বিকাল ৫:০৫
রবিবার
সকাল ৯:৩০ - বিকাল ৪:১০
[৪ পৃষ্ঠার বাক্স]
আপনি যেভাবে রুমিং ব্যবস্থাকে সমর্থন করতে পারেন
▪ তালিকাকৃত হোটেলগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য টেলিফোনের দ্বারা অথবা যেখানে ব্যবহারিক, নিজে গিয়ে ব্যক্তিগত ব্যবস্থাদি করুন।
▪ আপনি যদি একই রুমে বাচ্চা বা বয়স্ক এরকম আরও কয়েকজনের থাকার পরিকল্পনা করছেন, তা হলে হোটেল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে আপনার সেই চাহিদাগুলো সম্বন্ধে জানান।
▪ সুপারিশকৃত হোটেলগুলোর তালিকা অনুযায়ী যোগাযোগ করার পর যদি হোটেলে কোনো রুম না থাকে অথবা হোটেল সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, তা হলে আপনার মণ্ডলীর সচিবকে জানান। তার উচিত তালিকার ওপরে উল্লেখিত তথ্য ব্যবহার করে আপনার সম্মেলনের রুমিং বিভাগের সঙ্গে যোগাযোগ করা আর আপনাকে আরও হোটেলের নামগুলো দেওয়া হবে।
▪ কেবল সেই রুমগুলো রিজার্ভ করুন, যেগুলোতে আপনি থাকবেন।
▪ আপনার রিজার্ভেশন নিশ্চিত করতে রিজার্ভ করা প্রত্যেক রুমের জন্য আপনাকে হোটেলে অগ্রিম কিছু পয়সা পরিশোধ করতে হবে। নতুবা সেই হোটেল আপনার রুম অন্য কাউকে দিয়ে দিতে পারে।
▪ আপনার করা হোটেল বুকিংগুলোকে বাতিল করবেন না। আরও ভাল হোটেল পেয়েছেন বলে একটার পর একটা হোটেল পালটাবেন না।
[৪ পৃষ্ঠার বাক্স]
কোনো হোটেলের রুম রিজার্ভ করার সর্বোত্তম উপায়টা কী?
১. সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেওয়া টেলিফোন নম্বর ব্যবহার করে লেনদেনের নিয়মিত কার্যসময়ে হোটেলে ফোন করুন।
২. হোটেলকে জানিয়ে দিন যে, আপনি যিহোবার সাক্ষিদের সম্মেলনে যোগদান করছেন।
৩. হোটেলে ঢোকার ও ছাড়ার তারিখ নির্দিষ্ট করে বলুন।
৪. যদি আর রুম না থাকে, তা হলে তালিকার অন্য আরেকটা হোটেলে ফোন করুন।
৫. তালিকায় উল্লেখিত দরের চেয়ে বেশি দর গ্রহণ করবেন না।
৬. আপনার রিজার্ভেশন সম্পন্ন করুন এবং দশ দিনের মধ্যে একটা ডিমান্ড ড্রাফট্ বা মানি অর্ডার পাঠান। কখনও নগদ অর্থ পাঠাবেন না।
৭. আপনার বুকিংয়ের বিল এবং রেজিস্টারে লিখিত নম্বরটি চেয়ে নিন।