যিহোবার সাক্ষিদের ২০০৬ সালের “মুক্তি সন্নিকট” জেলা সম্মেলন
১ প্রাচীন যিহূদার রাজা হিষ্কিয় যিরূশালেমে লোকেদের একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে ধাবকদের ব্যবহার করেছিলেন, যারা নিজ হাতে চিঠি নিয়ে লোকেদের কাছে পৌঁছাত। (২ বংশা. ৩০:৬, ১৩) লোকেদের সাড়া প্রদান সত্য উপাসনার প্রতি তাদের মনোভাবকে প্রকাশ করেছিল। (২ বংশা. ৩০:১০-১২) আসন্ন মাসগুলোতে, বর্তমানের যিহোবার দাসদেরও তাঁর উপাসনা করা জন্য একত্রে মিলিত হওয়ার বিশেষ সুযোগের প্রতি একইরকম আন্তরিক উপলব্ধি দেখানোর সুযোগ হবে। আপনাদেরকে “মুক্তি সন্নিকট” জেলা সম্মেলনে যোগদান করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মণ্ডলীতে একটা চিঠি পাঠানো হয়েছে। এই আমন্ত্রণের প্রতি আপনি কীভাবে সাড়া দেবেন? অতীতে অনেক ছোট ছোট সম্মেলনের ব্যবস্থা করা হয়েছিল, যার ফলে নতুন ব্যক্তিদের পক্ষে তাতে যোগ দেওয়া সহজ হয়েছে এবং অনেক ছোট ছোট শহরে জনসাধারণকে যিহোবার সাক্ষিদের একটা অংশকে কাছে থেকে দেখতে সাহায্য করেছে। কিন্তু, এই বছর সম্মেলনগুলো বেশ বড় আকারে অনুষ্ঠিত হবে, ফলে অনেক জায়গার সাক্ষিদের সাহচর্য উপভোগ করার সুযোগ পাওয়া যাবে।
২ এখনই ব্যবস্থাদি করুন: প্রেমের সঙ্গে প্রস্তুতকৃত এই আধ্যাত্মিক কার্যক্রম থেকে পূর্ণ উপকার পেতে হলে আমাদের পুরো কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। তিন দিনই উপস্থিত থাকার জন্য আপনাকে ও আপনার পরিবারকে যে-ব্যবস্থাই করতে হোক না, এখনই বিজ্ঞতার সঙ্গে তা শুরু করুন। (হিতো. ২১:৫) এই ধরনের প্রস্তুতির মধ্যে থাকতে পারে, ছুটির জন্য আপনার নিয়োগকর্তাকে বলা, আপনার পরিকল্পনা সম্বন্ধে অবিশ্বাসী সাথির সঙ্গে আলোচনা করা, হোটেল রিজার্ভেশন করা এবং প্রতিদিন উপস্থিত হওয়ার জন্য বাইবেল ছাত্র-ছাত্রীকে সাহায্য করা। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ মুহূর্তের জন্য রেখে দেবেন না। বরং বিষয়গুলো নিয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন, এই নির্ভরতা রাখুন যে, “তিনিই কার্য্য সাধন করিবেন।” (গীত. ৩৭:৫) মনোযোগপূর্বক পরিকল্পনা টাকাপয়সা সংক্রান্ত চাপগুলো মোকাবিলা করতে সাহায্য করতে পারে। এখন থেকে শুরু করে সম্মেলনের সময় পর্যন্ত আমরা যদি প্রতি সপ্তাহে অল্প কিছু করে অর্থ আলাদা করে রাখতে পারি, তা হলে এই অর্থ সম্ভবত পুরো পরিবারের ভ্রমণ ও থাকার খরচ মেটাতে সাহায্য করবে।—১ করি. ১৬:২ পদের সঙ্গে তুলনা করুন।
৩ প্রত্যেকটা সম্মেলন শহরে যেন পর্যাপ্ত থাকার জায়গার ব্যবস্থা থাকে, সেই বিষয়ে নিশ্চিত করতে যিহোবার সংগঠন যথাসম্ভব সমস্তকিছু করেছে। এই ব্যবস্থাদি করতে যে-কঠোর পরিশ্রমী ভাইয়েরা সহযোগিতা করেছে, তাদের আত্মত্যাগমূলক প্রচেষ্টার প্রতি উপলব্ধি, সম্মেলনে আসা অভ্যাগতদের প্রতি বিবেচনা এবং ঈশতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান আমাদেরকে এই প্রবন্ধে দেওয়া নির্দেশনার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করতে চালিত করা উচিত।—১ করি. ১৩:৫; ১ থিষল. ৫:১২, ১৩; ইব্রীয় ১৩:১৭.
৪ হোটেল রিজার্ভেশন: হোটেলের সুপারিশকৃত লজিং লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সম্মেলনের তারিখের বেশ আগেই তথ্যবোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। আপনার সহযোগিতা প্রতি বছর সম্মেলনস্থলের কাছাকাছি উচ্চ মানের হোটেলগুলো সম্ভাব্য সবচেয়ে ভাল মূল্যে পেতে সাহায্য করবে।—১ করি. ১৪:৪০.
৫ সম্মেলনের সময়ে যে-রুমগুলোতে আপনারা থাকবেন, কেবল সেগুলো রিজার্ভ করাই গুরুত্বপূর্ণ। যদি আপনারা হোটেলের রুমগুলো ব্যবহারের বিষয়ে আগে থেকে নিশ্চিত না হয়ে থাকেন এবং নির্দিষ্টভাবে কারো নাম না জানিয়ে থাকেন, তা হলে দয়া করে অন্যান্য অভ্যাগতের জন্য রুম রিজার্ভ করবেন না। এটা অনর্থক সম্মেলনের জন্য রুমগুলো রিজার্ভ করে রাখে আর তা করা অন্যান্য অভ্যাগতের জন্য রিজার্ভেশন দেওয়াকে কঠিন করে তোলে। প্রতিটা রুম এমন একজন ব্যক্তির নামে রিজার্ভ করা উচিত, যিনি সেটাতে থাকবেন।
৬ আপনার রিজার্ভেশন নিশ্চিত করতে রিজার্ভ করা প্রত্যেক রুমের জন্য আপনাকে হোটেলে অগ্রিম কিছু অর্থ পরিশোধ করতে হবে। নতুবা সেই হোটেল আপনার রুম অন্য কাউকে দিয়ে দিতে পারে। সুপারিশকৃত সমস্ত হোটেলের তালিকা অনুযায়ী যোগাযোগ করার পর যদি হোটেলে কোনো রুম না থাকে অথবা হোটেল সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, তা হলে আপনার মণ্ডলীর সচিবকে জানান। তার উচিত শাখা অফিসের সঙ্গে নয়, বরং লিস্টের ওপরে দেওয়া তথ্য ব্যবহার করে আপনার সম্মেলনের রুমিং বিভাগের সঙ্গে যোগাযোগ করা। দয়া করে তালিকার মধ্যে নেই এমন কোনো হোটেলে ফোন না করে, আপনার সম্মেলনের জন্য একটা সংশোধিত তালিকা পাওয়ার জন্য অপেক্ষা করুন।
৭ বিশেষ প্রয়োজনগুলো: হিতোপদেশ ৩:২৭ পদ বলে: “যাহাদের মঙ্গল করা উচিত, তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না, যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে।” কীভাবে আপনি সম্মেলনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে অন্যদের জন্য মঙ্গল বা ভাল কিছু করতে পারেন? বয়স্ক প্রকাশক, অসুস্থ, পূর্ণসময়ের পরিচর্যায় রত ব্যক্তি এবং অন্যদের হয়তো যানবাহন অথবা থাকার জায়গার বিষয়ে ব্যবহারিক সাহায্যের প্রয়োজন হতে পারে। এই ধরনের ব্যক্তিদের যত্ন নেওয়ার মূল দায়িত্ব আত্মীয়দের। (১ তীম. ৫:৪) কিন্তু, তারা যদি তা করতে না পারে, তা হলে সহবিশ্বাসীরা হয়তো সাহায্য করতে পারে। (গালা. ৬:১০) বই অধ্যয়ন অধ্যক্ষদের তাদের দলের সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলা উচিত, যাদের বিশেষ প্রয়োজন রয়েছে, এটা নিশ্চিত করতে যে, তাদের পরিকল্পনাগুলো সম্মেলনের যথেষ্ট আগেই করা হয়েছে।
৮ স্পেশাল নিডস্ রুম রিকোয়েস্ট ফর্মগুলো শুধুমাত্র সেই প্রকাশকদের জন্য পাওয়া যাবে, যাদের থাকার জায়গার প্রয়োজনগুলো পরিবারের সদস্য বা তাদের মণ্ডলী মেটাতে পারবে না। মণ্ডলীর পরিচর্যা কমিটির উচিত ফর্মে উল্লেখিত নির্দেশাবলি ও সেইসঙ্গে সমস্ত প্রাচীন গোষ্ঠীর উদ্দেশে পাঠানো ২০০৫ সালের ১৪ই ডিসেম্বরের চিঠি ব্যবহার করে প্রকাশকের যোগ্যতা বিবেচনা করে দেখা। এই ব্যবস্থা শুধুমাত্র সেই প্রকাশকদের জন্য যাদের সুনাম রয়েছে ও সন্তানদের আচরণ ভদ্র।
৯ আরেকটা সম্মেলনে যোগ দেওয়া: পর্যাপ্ত আসন, সাহিত্য, রুমিং ব্যবস্থা এবং এইরকম অন্যান্য ব্যাপারকে নিশ্চিত করতে আপনাকে সেই সম্মেলনে যোগদান করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যেটি আপনার মন্ডলীর জন্য নির্ধারিত। যদি পরিস্থিতির কারণে আপনাকে অন্য আরেকটা সম্মেলনে যোগ দিতে হয়, তা হলে তথ্যের জন্য দয়া করে আপনার মণ্ডলীর সচিবের সঙ্গে দেখা করুন। সুপারিশকৃত লজিং লিস্ট বা অতিরিক্ত অন্য যেকোনো তথ্যের জন্য অনুরোধ পাঠানোর সময় নিজের ঠিকানা, ডাকটিকিট লাগানো খাম পাঠানোর বিষয়ে নিশ্চিত হোন। সেই শহরে যদি একটার বেশি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, তা হলে আপনি যে-সম্মেলনে যোগ দেবেন, সেটার তারিখ উল্লেখ করুন।
১০ ইচ্ছুক স্বেচ্ছাসেবকরা: এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, সম্মেলনে উপস্থিত সকলে যথেষ্ট আনন্দ লাভ করবে এবং আধ্যাত্মিক খাদ্য ও গঠনমূলক মেলামেশার সুযোগ থেকে উপকার পাবে। সম্মেলন সফল করার জন্য অবশ্য করণীয় কাজগুলোতে যদি আমরা স্বেচ্ছায় সাহায্য করি, তা হলে আমরা আরও সুখী হতে পারব। (প্রেরিত ২০:৩৫) স্থানীয় সম্মেলন কমিটি শীঘ্রই অন্যদেরকে এই কাজে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবে। আপনি কি নিজেকে বিলিয়ে দেবেন?—গীত. ১১০:৩.
১১ একটা জেলা সম্মেলনে উপস্থিত থাকার সময় পাঁচ বছরের এক ছেলে বলেছিল: “যিহোবার উপাসনায় জেলা সম্মেলন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দিক।” এই আন্তরিক মন্তব্য আমাদের সকলকে উপলব্ধি করতে সাহায্য করে যে, আমরা আমাদের বার্ষিক জেলা সম্মেলনে উপস্থিত হয়ে কত আনন্দ উপভোগ করি। এটা সত্যিই গীতরচকের গাওয়া এই গানের মতো: “তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম।” (গীত. ৮৪:১০) দায়ূদ ‘সদাপ্রভুর মন্দিরে অনুসন্ধান করিবার জন্য, জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করিবার’ আকাঙ্ক্ষা গানের মধ্যে প্রকাশ করেছিলেন। (গীত. ২৭:৪) যিহোবার উপাসকদের মধ্যে থাকতে পেরে দায়ূদ গভীর পরিতৃপ্তি লাভ করেছিলেন। তিন দিনই “মুক্তি সন্নিকট” জেলা সম্মেলনে উপস্থিত থেকে আমরা যেন সত্য উপাসনার প্রতি তার উপলব্ধিকে অনুকরণ করি।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. প্রাচীনকালে সত্য উপাসনার পক্ষে ঈশ্বরের লোকেরা কীভাবে তাদের উপলব্ধি দেখিয়েছিল আর বর্তমানে আমাদের জন্য একই ধরনের কোন সুযোগ রয়েছে?
২. সম্মেলন থেকে পূর্ণ উপকার পাওয়ার জন্য এখনই আমরা কী করতে পারি?
৩. আমাদের থাকার জন্য যে-ব্যবস্থাদি করা হয়েছে, সেগুলোর সঙ্গে আমাদের কেন সহযোগিতা করা উচিত?
৪-৬. হোটেল রিজার্ভেশন করার সময়ে আমাদের কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখা উচিত এবং কেন? (৪ পৃষ্ঠার বাক্স অন্তর্ভুক্ত করুন।)
৭, ৮. বিশেষ প্রয়োজনগুলো রয়েছে এমন ব্যক্তিদের কীভাবে যত্ন নেওয়া যেতে পারে?
৯. (ক) কেন আমাদের জন্য নির্ধারিত সম্মেলনে যোগদান করা উচিত? (খ) আপনাকে যদি পরিস্থিতির কারণে অন্য আরেকটা সম্মেলনে যোগ দিতে হয়, তা হলে কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত?
১০. কোন একটা উপায়ে আমরা আসন্ন সম্মেলনের আনন্দে অবদান রাখতে পারি?
১১. বার্ষিক জেলা সম্মেলনের কোন বিষয়কে আপনি উপলব্ধি করেন আর আপনার সংকল্প কী হওয়া উচিত?
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়সূচি
প্রথম দিন ও দ্বিতীয় দিন
সকাল ৯:৩০ - বিকাল ৫:০৫
তৃতীয় দিন
সকাল ৯:৩০ - বিকাল ৪:১০
[৪ পৃষ্ঠার বাক্স]
যেভাবে আপনি হোটেল রিজার্ভেশন করবেন
১. সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেওয়া টেলিফোন নম্বর ব্যবহার করে লেনদেনের নিয়মিত সময়ে হোটেলে ফোন করুন।
২. হোটেলকে জানিয়ে দিন যে, আপনি যিহোবার সাক্ষিদের সম্মেলনে যোগদান করছেন।
৩. হোটেলে ঢোকার ও ছাড়ার তারিখ নির্দিষ্ট করে বলুন।
৪. যদি আর রুম না থাকে, তা হলে তালিকার অন্য আরেকটা হোটেলে ফোন করুন।
৫. তালিকায় উল্লেখিত দরের চেয়ে বেশি দর গ্রহণ করবেন না।
৬. আপনার রিজার্ভেশন সম্পন্ন করুন এবং নিশ্চিত কি না, তা জিজ্ঞেস করুন।
৭. ক্রেডিট কার্ড, চেক বা মানি অর্ডারের মাধ্যমে দশ দিনের মধ্যে টাকা জমা দিন। কখনো নগদ অর্থ পাঠাবেন না। যদি চেক বা মানি অর্ডারের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকেন, তা হলে নিশ্চিত করার বিস্তারিত বিষয়গুলো ওপরে লিখে দিন।
দয়া করে
▪ কেবল সেই রুমগুলো রিজার্ভ করুন, যেগুলোতে আপনি থাকবেন।
▪ আপনার প্রথম রিজার্ভেশন বাতিল করবেন না।—মথি ৫:৩৭.
▪ রুমে যত জনের থাকার অনুমতি রয়েছে, তার চেয়ে বেশি লোককে রুমে রাখবেন না।