যিহোবার সাক্ষিদের ২০০২ সালের “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলন
১ “আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।” (গীত. ১২২:১) গীতরচকের এই কথাগুলো পরীক্ষা করে দেখার সময় লক্ষ্য করুন যে, (১) যিহোবার উপাসনায় যোগ দিতে তাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তিনি কেমন বোধ করেছিলেন, (২) তার ভাল বন্ধুবান্ধব ছিল, যারা আন্তরিকভাবে সত্য উপাসনায় আগ্রহী ছিলেন এবং (৩) এই আমন্ত্রণ জানানোর, সমবেত হওয়ার এবং ঈশ্বরের গৃহে যাত্রা করার জন্য পরিকল্পনা করার দরকার হয়েছিল।
২ গীতরচকের কথাগুলো কি আমাদের এই অনুভূতিকেই প্রতিধ্বনিত করে না যখন আমরা শুনতে পাই যে, আমাদের পরের সম্মেলনের জন্য পরিকল্পনা করা হচ্ছে? আশায় আমাদের হৃদয় ভরে উঠে যখন আমরা বিগত সম্মেলনগুলোর আনন্দ এবং যিহোবার সহ প্রেমিকদের সঙ্গে আবারও বিশেষভাবে মিলিত হওয়ার আশার কথা মনে করি। ভারতে ২০০২-২০০৩ সালে, তিন দিনের জন্য “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনগুলোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার এবং আমাদের জন্য যে-আধ্যাত্মিক ভোজ অপেক্ষা করে আছে তার থেকে পুরোপুরি উপকার পাওয়ার জন্য পরিকল্পনা করার, এখনই হল সময়।
৩ “সেই বিশ্বস্ত, সেই বুদ্ধিমান্ গৃহাধ্যক্ষ” সম্মেলনে সময়োপযোগী আধ্যাত্মিক খাদ্য সরবরাহের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। (লূক ১২:৪২) বিগত বছরগুলোতে, অনেক ছোট ছোট সম্মেলনের ব্যবস্থা করা হয়েছিল যা নতুনদের সেগুলোতে উপস্থিত থাকা সহজ করে দিয়েছিল এবং শত শত ছোট শহরের অধিবাসীদের যিহোবার সাক্ষিদের বড় দলকে ভাল করে দেখার সুযোগ করে দিয়েছিল। এই বছর সম্মেলনগুলো বেশ বড় আকারের হবে, যা অনেক জায়গা থেকে আসা অন্যান্য সাক্ষিদের সঙ্গে মেলামেশা করার সুযোগ করে দেবে। প্রত্যেক মণ্ডলীকে এই বড় সম্মেলনগুলোর কোন একটাতে যাওয়ার জন্য বলা হবে, যদিও উত্তরের দূরবর্তী এবং উত্তর পূর্বিয় অঞ্চলগুলোতে যারা থাকেন তাদের জন্য কয়েকটা ছোট সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। যোগদানকারীরা যাতে সুবিধাজনক লজ অথবা ধর্মশালা পান তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া, অনেক ভাইয়েরা বিভিন্ন বিভাগ সংগঠিত করতে শুরু করে দিয়েছেন, যাতে “সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে” হয়। (১ করি. ১৪:৪০) আমাদের উপকার ও সুবিধার জন্য ইতিমধ্যেই অনেক কিছু করা শুরু হয়ে গেছে, তাই সম্মেলনের জন্য প্রস্তুত হতে ব্যক্তিগতভাবে আমরা কী করতে পারি?
৪ তিন দিনই উপস্থিত থাকার জন্য এখনই পরিকল্পনা করুন: এ বছর অধিকাংশ সম্মেলনের তারিখই দেওয়ালি এবং ডিসেম্বরের ছুটির সময়ে রাখা হয়েছে। তবুও, আপনাকে যে-সম্মেলনে যেতে বলা হয়েছে সেখানে যাওয়ার ও সবকদিনই উপস্থিত থাকতে ছুটির জন্য আপনার হয়তো নিয়োগকর্তার অনুমতির দরকার হতে পারে। যিহোবা বোঝেন যে, কিছু নিয়োগকর্তা “কুটিল।” (১ পিতর ২:১৮) কিন্তু, আমাদের সম্মেলনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর সমগ্র কার্যক্রমে উপস্থিত থাকার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করতে চাই। এই বিষয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন ও ভাল ফলের জন্য তাঁর নির্দেশনা চান।—নহি. ২:৪.
৫ পরিবারের সকলে উপস্থিত থাকার জন্য পরিকল্পনা করুন: পরিবারের সকলকে নিয়ে যাওয়া এবং সম্মেলন শহরে থাকা আমাদের অনেকের জন্য এক কঠিন বিষয় হবে। ভেবেচিন্তে পরিকল্পনা করা আর্থিক চাপগুলোতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। এখন থেকে সম্মেলনের সময়ের মধ্যে আমরা যদি পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রতিদিন মাত্র পাঁচ টাকা করে আলাদা করে রাখি, তা হলে আমরা হয়তো দেখতে পাব যে, তা আমাদের যাতায়াত ও থাকার খরচ মিটিয়ে দেবে।—১ করিন্থীয় ১৬:২ পদ তুলনা করুন।
৬ আপনার থাকার ব্যবস্থার জন্য: প্রত্যেকটা সম্মেলনে একটা রুমিং বিভাগ থাকে, যে-বিভাগ সম্মেলন সম্বন্ধে আরও কিছু জানতে এবং সম্মেলন শহরে আপনার থাকার ব্যবস্থা করতে সাহায্য করে। কোথায় থাকবেন সে বিষয়ে ব্যবস্থা করার জন্য আগে থেকে পরিকল্পনা করুন। মণ্ডলীর সচিব আপনাকে একটা রুম রিকোয়েস্ট ফর্ম দিতে পারেন। সেই ফর্মটা পূরণ করার পর, সেটা আপনি আপনার মণ্ডলীর সচিবের হাতে দিতে পারেন এবং আপনি যেখানে যোগ দেবেন তিনি সেটা সেখানকার সম্মেলন প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেবেন। আপনার আবেদনের সঙ্গে সবসময় ডাকটিকিট লাগানো ও নিজের ঠিকানা দেওয়া একটা খাম পাঠাবেন। ধর্মশালা ধরনের থাকার ঘরের সবচেয়ে কম মূল্য হবে ব্যক্তি প্রতি প্রত্যেক রাতের জন্য ৫০·০০ টাকা, দয়া করে আপনি কত দিতে পারবেন তা উল্লেখ করার সময়ে এটা মনে রাখুন। আপনার থাকার ব্যবস্থা যদি ভাইদের বাড়িতে হয়, তা হলে স্থানীয় পরিবারগুলো যে-আতিথেয়তা দেখান দয়া করে তার সুযোগ নেবেন না। বরং এগুলোর জন্য তাদের হয়তো যে-বাড়তি খরচ হয় তার ক্ষতিপূরণ হিসেবে তাদের কিছু দিন।
৭ মণ্ডলীর দিকে তাকান: আমরা যদি জানি যে, কোন ভাই অথবা বোনের শারীরিক সমস্যা অথবা টাকাপয়সার প্রয়োজন রয়েছে আর এর জন্য তার পক্ষে সম্মেলনে যোগ দেওয়া হয়তো মুশকিল হতে পারে, তা হলে আমরা কি আমাদের ভালবাসাকে “প্রশস্ত” করতে এবং কিছু সাহায্য জোগাতে পারি? (২ করি. ৬:১২, ১৩; দ্বিতী. ১৫:৭) এটা হল সেই মনোভাব যেটা পৌল ২ করিন্থীয় ৮:১৪ পদে উৎসাহ দিয়েছিলেন। এই ব্যক্তিদের আপনার সঙ্গে সম্মেলনে আসতে আমন্ত্রণ জানান না কেন? তারা যদি অগ্রগামী হন, তা হলে যাওয়ার পথে তারা হয়তো অনেক ভাল ভাল অভিজ্ঞতার কথা বলতে পারবেন। আর তারা যদি মণ্ডলীর বয়স্ক সদস্য হন, তা হলে তাদের হয়তো এক অপূর্ব ঈশতান্ত্রিক ইতিহাস রয়েছে, যা হয়তো আপনি কখনও শোনেননি। এই ভাইবোনদের সঙ্গে মেলামেশা কি আপনার ও আপনার পরিবারের ওপর এক ভাল প্রভাব ফেলবে না? আপনার উদারতাকে তারা কৃতজ্ঞতার সঙ্গে উপলব্ধি করবেন এবং যিহোবা আপনাকে আশীর্বাদ করবেন।—হিতো. ২৮:২৭; মথি ১০:৪২.
৮ একজন স্বেচ্ছাসেবক হিসেবে ইচ্ছুকভাবে সাড়া দিন: সম্মেলনের আগে, সম্মেলন জায়গাকে প্রস্তুত করতে সাহায্য করার জন্য সম্মেলন শহরগুলোতে স্থানীয় মণ্ডলীগুলোর বেশ কিছুদিনের জন্য বিশেষ সুযোগ থাকবে। পরিবারের সঙ্গে “ঐশিক শিক্ষার দ্বারা একতাবদ্ধ” (ইংরেজি) ভিডিওটা দেখুন না কেন এবং যে-ব্যাপক কাজের পরিকল্পনা করা হয়েছে তাতে অংশ নেওয়ার সংকল্প নিন না কেন? এর জন্য হয়তো বাড়তি ছুটির দরকার হতে পারে কিন্তু যারা এতে অংশ নেন তাদের জন্য কত আশীর্বাদই না অপেক্ষা করছে। এ ছাড়া, সম্মেলনের সময়, বিভাগগুলোকে ঠিক ভাবে চালাতে সাহায্য করার জন্য শত শত স্বেচ্ছাসেবকের দরকার হবে। অডিটরিয়ামে যে-পরিচারকরা থাকবেন তারা বসার জায়গা দেখিয়ে দেবেন আর পরিষ্কার-পরিচ্ছন্ন বিভাগের, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আমাদের সুনামকে তুলে ধরার ও আমাদের অস্থায়ী উপাসনার জায়গাটা ব্যবহার করার আগে যেমন ছিল তার চেয়ে বেশি পরিষ্কার রাখার সুযোগ রয়েছে। আমরা কি এদের অথবা অন্যান্য বিভাগকে সাহায্য করতে পারি, যারা আমাদের সাহায্যকে কাজে লাগাতে পারেন? আপনার ভাইদের সঙ্গে “একযোগে” সেবা করতে আপনি কি স্বেচ্ছায় সাহায্য করবেন?—সফ. ৩:৯.
৯ আমরা যা করি, লোকেরা কি সত্যি তা লক্ষ করে? গত বছর একটা জেলা সম্মেলনের সময়, একজন ব্যক্তি যিনি ২০ বছরেরও বেশি আগে যিহোবার সাক্ষিদের সঙ্গে অধ্যয়ন করা বন্ধ করে দিয়েছিলেন, তিনি একটা হোটেলে কাজ করছিলেন। তিনি কয়েকজন সাক্ষিকে বলেন যে, তিনি এখন আবার নতুন করে বাইবেল অধ্যয়ন করতে এবং সভাগুলোতে ফিরে যাওয়ার কথা চিন্তা করছেন। কেন? কারণ সাক্ষিরা যে-কদিন সেই হোটেলে ছিলেন, সেই সময় তারা তার সঙ্গে প্রেমের সাথে ব্যবহার করেছিলেন। আমাদের স্বর্গীয় পিতাকে এটা কতই না গর্বিত করে যখন তিনি আমাদের যীশুর এই উপদেশ মেনে চলতে দেখেন: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্ত পিতার গৌরব করে”!—মথি ৫:১৬.
১০ আসুন আমরা রাজা দায়ূদের মনোভাবকে প্রতিফলিত করি, যিনি আনন্দের সঙ্গে যিহোবার উপাসনা গৃহে যাওয়ার অপেক্ষায় থাকতেন। আমাদের জেলা সম্মেলনগুলো হল আধ্যাত্মিক খাদ্যের এক অত্যাবশ্যকীয় উৎস এবং প্রেমময় সাহচর্যের এক অতুলনীয় সুযোগ। তাই, আমরা উদ্যোগের সঙ্গে আপনাদের আমন্ত্রণ জানাই যে, এই বছরের “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনের তিন দিনেরই সমস্ত পর্বে উপস্থিত থাকার জন্য ব্যবস্থা শুরু করুন!