২০০১ সালের “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” যিহোবার সাক্ষিদের জেলা সম্মেলন
১ যিশাইয় ভাববাদী যিহোবাকে মহান শিক্ষক বলে বর্ণনা করেছিলেন যিনি একজন পিতার মতো করে বলেন: “এই পথ, তোমরা এই পথেই চল।” (যিশা. ৩০:২০, ২১) যিহোবার বাক্য যা আমাদের উপকারের জন্য বলা হয়েছে তা আমরা কী করে শুনি? বাইবেল ও সেই সঙ্গে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” এর দ্বারা জোগানো বাইবেলের বিভিন্ন প্রকাশনা, সভা, সীমা কার্যক্রম ও জেলা সম্মেলনগুলোর মাধ্যমে যিহোবা তাঁর লোকেদের সঙ্গে কথা বলেন। (মথি ২৪:৪৫) যিহোবাকে আমরা ধন্যবাদ জানাতে পারি কারণ তিনি আমাদের সবসময় সেই পথ দেখিয়ে আসছেন যে পথে আমাদের চলা উচিত।
২ প্রত্যেক বছর জেলা সম্মেলনগুলো আমাদেরকে সহবিশ্বাসীদের সঙ্গে মিলিত হওয়ার এবং যিহোবার শিক্ষাগুলোকে মন দিয়ে শোনার সুযোগ করে দেয়। গত বছর “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” জেলা সম্মেলনগুলোতে ৩২,৩৪৯ জন যোগ দিয়েছিলেন, যেগুলো আধ্যাত্মিকভাবে সতেজকর ছিল। ২০০১ সালে, তিন-দিনের “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনগুলো সমস্ত দেশ জুড়ে হবে। আমরা জানি যে আপনারা এটাতে যোগ দেওয়ার ব্যবস্থা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, তাই আপনাদের সাহায্য করার জন্য নিচে কিছু নির্দেশনাবলি দেওয়া হল।
৩ আপনার থাকার ব্যবস্থা: প্রত্যেকটা সম্মেলনে একটা রুমিং ডিপার্টমেন্ট থাকে যেখান থেকে আপনি সম্মেলন শহরে কোথায় থাকতে পারেন সেই বিষয়ে জানতে এবং থাকার ব্যবস্থা করার ব্যাপারে সাহায্য পেতে পারেন। কোথায় থাকবেন সেই বিষয়ে ব্যবস্থা করার জন্য আগে থেকে পরিকল্পনা করুন। মণ্ডলীর সচিব আপনাকে একটা রুম রিকোয়েস্ট ফর্ম দিতে পারবেন। সেই ফর্মটা পূরণ করার পর সেটা আপনি আপনার মণ্ডলীর সচিবের হাতে দিতে পারেন এবং তিনি সেটা আপনি যেখানে যোগ দেবেন সেখানকার সম্মেলন প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেবেন। সবসময় আপনার আবেদনের সঙ্গে ডাকটিকিট লাগানো ও নিজের ঠিকানা দেওয়া একটা খাম পাঠাবেন। একই শহরে যদি একটার বেশি সম্মেলন হয়, তাহলে যে সম্মেলনে আপনি যোগ দেবেন সেটার তারিখ নিশ্চয়ই উল্লেখ করবেন।
৪ হোটেল কর্মচারীরা যিহোবার সাক্ষিদের সম্বন্ধে কেমন ধারণা রাখেন? যিহোবার লোকেদের ভাল ব্যবহার সম্বন্ধে বলার পর আমেরিকার এক হোটেলের জেনারেল ম্যানেজার বলেছিলেন: “বৃহস্পতিবারে আমি যখন যিহোবার সাক্ষিদের হোটেলের খাতায় নাম লেখাতে দেখি তখন আমি নিশ্চিন্তে সোমবার সকাল পর্যন্ত ছুটি কাটাতে ‘বাইরে চলে যাই।’ কারণ আমি জানি যে এই কদিন গুরুতর কোন সমস্যা দেখা দেবে না। আপনাদের লোকেরা এখানে থাকুক এটা সবসময় আনন্দের বিষয়।” এক হোটেলের সেল্স গার্ল বলেছিলেন: “চমৎকার একটা দল! প্রত্যেকে সবসময় ‘ধন্যবাদ’ বলেন।” আমাদের ভাইদের সম্বন্ধে এইভাবে বলতে শুনে আপনার কি গর্ব হয় না? যিহোবা ঈশ্বর যখন আমাদেরকে এমনভাবে কাজ করতে দেখেন যা তাঁর নামের প্রশংসা নিয়ে আসে, তখন তিনি কতই না খুশি হন তা একবার ভেবে দেখুন!
৫ বয়স্কদের এবং যাদের বিশেষ প্রয়োজন আছে তাদের যত্ন নেওয়া: বয়স্ক, অসুস্থ বা যাদের বিশেষ প্রয়োজন আছে এমন ব্যক্তিদের অবস্থা সম্পর্কে, যে আত্মীয়স্বজন, প্রাচীন এবং মণ্ডলীর ভাইবোনেরা জানেন, তারা তাদেরকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য সাহায্য করতে পারেন। আর তা করে তারা দেখাতে পারেন যে তাদের তারা সত্যিই ভালবাসেন ও তাদের জন্য চিন্তা করেন। (১ তীমথিয় ৫:৪ পদের সঙ্গে তুলনা করুন।) খেয়াল রাখুন তারা যেন সুবিধাজনক জায়গায় ভাল মতো বসতে পারেন যাতে তারা কার্যক্রম থেকে পুরোপুরি লাভ ওঠাতে পারেন। ভাল হয়, যদি ভাইবোনেরা নিজে থেকে এগিয়ে এসে এই ব্যক্তিদের সাহায্য করেন। যেমন তাদেরকে খাবার খেতে, তাদের জন্য খাবার জল এনে দিয়ে বা তাদের টয়লেটে নিয়ে গিয়ে তারা তাদের সাহায্য করতে পারেন। অনেক ভাইবোনেরা যদি এভাবে বয়স্ক ও যাদের বিশেষ প্রয়োজন আছে তাদের দেখাশোনা করেন, তাহলে সবাই মন দিয়ে সম্মেলন শুনতে পারবেন যাদের মধ্যে আত্মীয়স্বজন বা সেই ভাইবোনেরা আছেন যারা সাধারণত সবসময়ই তাদের দেখাশোনা করেন। এই প্রেমময় নির্দেশনা মেনে চলে আমরা আমাদের খ্রীষ্টীয় ভাইদের প্রতি প্রেম দেখাতে এবং জগতের আমিত্ব মনোভাবকে এড়িয়ে চলতে পারি।—১ করি. ১০:২৪.
৬ উপসংহার: জেলা সম্মেলনে যোগ দেওয়ার সময় যতই এগিয়ে আসছে, যিহোবার কাছে তত বেশি করে প্রার্থনা করুন যাতে আপনি সম্মেলনের তিন দিনের সব পর্বে যোগ দিতে পারেন ও কার্যক্রম থেকে পুরোপুরি লাভ ওঠাতে পারেন। জেলা সম্মেলনের তারিখগুলো যখনই ঘোষণা করা হবে, আপনার চাকরির জায়গায় মালিকের কাছে আগে থেকে ছুটি চেয়ে রাখতে ভুলবেন না। শেষ মুহূর্তে আবেদন জানালে সাধারণত ছুটি পাওয়া যায় না। বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস এই বছরে “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” জেলা সম্মেলনের ব্যবস্থা করেছেন যাতে আমরা আধ্যাত্মিক নির্দেশনা পাই ও আমাদের বিশ্বাসকে আরও বাড়াতে পারি। তাই গীতরচকের পরামর্শ মেনে চলে সম্মেলনে উপস্থিত থাকার জন্য এখন থেকে আপনি পরিকল্পনা করুন। গীতরচক পরামর্শ দিয়েছিলেন: “জনসমাগমের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর”!—গীত. ৬৮:২৬.
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়
প্রথমদিন ও দ্বিতীয়দিন
সকাল ৯:৩০ থেকে বিকাল ৫টা
তৃতীয়দিন
সকাল ৯:৩০ থেকে বিকাল ৪টে