ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৯ পৃষ্ঠা ৩-৫
  • যিহোবার সাক্ষিদের ২০০৯ সালের জেলা সম্মেলন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার সাক্ষিদের ২০০৯ সালের জেলা সম্মেলন
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার সাক্ষিদের ২০০৮ সালের জেলা সম্মেলন
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ২০০১ সালের “ঈশ্বরের বাক্যের শিক্ষকেরা” যিহোবার সাক্ষিদের জেলা সম্মেলন
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” যিহোবার সাক্ষিদের জেলা সম্মেলন
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার সাক্ষিদের ২০০৩ সালের “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলন
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৯ পৃষ্ঠা ৩-৫

যিহোবার সাক্ষিদের ২০০৯ সালের জেলা সম্মেলন

১ আমরা সকলেই ২০০৯ সালের জেলা সম্মেলন ও যিহোবার সহপ্রশংসাকারী, যারা “আত্মাতে দীনহীন” বা তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন, তাদের সঙ্গে একত্রিত হওয়ার নতুন সুযোগগুলোর জন্য সানন্দে অপেক্ষা করে আছি। (মথি ৫:৩) যেহেতু যিহোবার দিন দ্রুত এগিয়ে আসছে, তাই আমরা তিন দিনই উপস্থিত থাকার জন্য প্রত্যেককে জোরালো পরামর্শ দিচ্ছি, যাতে খ্রিস্টীয় উষ্ণ সাহচর্য থেকে ও সেইসঙ্গে বিশ্বাসে দৃঢ় থাকার জন্য আধ্যাত্মিক উৎসাহ থেকে পুরোপুরি উপকৃত হই। (সফ. ১:১৪) শিক্ষক ও নিয়োগকর্তাদের জানতে দিন যে, সম্মেলন হল আপনার উপাসনার এক অত্যাবশ্যকীয় অংশ। সাহসের সঙ্গে আগে থেকেই আপনার পরিকল্পনাগুলো করুন ও যিহোবার কাছে আশীর্বাদ চান; তাঁর সমর্থনের ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন।—যিশা. ৫০:১০.

২ ভারতে আন্তর্জাতিক সম্মলনগুলো করার পরিকল্পনা করা হয়নি। যেহেতু আন্তর্জাতিক সম্মেলনগুলো মাত্র কয়েকটা দেশেই অনুষ্ঠিত হবে, তাই যাদেরকে সেগুলোতে যাওয়ার জন্য বলা হবে, কেবল তাদেরই যোগদান করা উচিত। এই ব্যবস্থার সঙ্গে আমাদের সহযোগিতা করার দ্বারা, অতিরিক্ত ভিড় করা এড়ানো যাবে। (১ করি. ১৪:৪০; ইব্রীয় ১৩:১৭) এই বছর ভারতে, অধিকাংশ জেলা সম্মেলনগুলো সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ডিসেম্বর মাসে বড় আকারের দুটো জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে, একটা তামিলনাডুতে আর অন্যটা কেরলে।

৩ অন্যদেরকে উপস্থিত থাকতে সাহায্য করা: জেলা সম্মেলনে যোগদান করার জন্য আপনার মণ্ডলীতে কি কারোর কারোর সহযোগিতার প্রয়োজন রয়েছে? আপনি যখন তা করার জন্য অন্যদেরকে সাহায্য করেন, তখন আপনি ‘আপনার বিষয়ে নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখিতেছেন।’—ফিলি. ২:৪.

৪ তথ্য লাভ করা: সম্মেলনের তারিখ ও স্থান সম্বন্ধে জানতে চেয়ে শাখা অফিসে ফোন করা কমাতে, দয়া করে আপনার প্রয়োজনীয় তথ্যের জন্য প্রথমে আপনার মণ্ডলীর সচিবের সঙ্গে আলোচনা করুন।

৫ আপনি যদি আপনার মণ্ডলীর জন্য নির্ধারিত সম্মেলনের পরিবর্তে অন্য আরেকটা সম্মেলনে উপস্থিত থাকতে চান, তাহলে সম্মেলনের প্রধান কার্যালয়গুলোর ঠিকানাতে লিখে আপনি সুপারিশকৃত লজিং লিস্ট পেতে পারেন। এই তথ্যটি ২০০৯ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশিত হবে। উত্তর পাওয়ার জন্য, আপনার চিঠির সঙ্গে আপনার ঠিকানাসহ ডাকটিকিট লাগানো খাম পাঠানোর বিষয়ে নিশ্চিত হোন।

৬ বিশেষ প্রয়োজনগুলো: যখন একজন প্রকাশক থাকার জায়গা পাওয়ার বিষয়ে সহায়তা চান, তখন মণ্ডলীর পরিচর্যা কমিটি-র নির্ধারণ করা উচিত যে, সেই প্রকাশক একটা স্পেশাল নিডস্‌ রুম রিকোয়েস্ট ফর্ম পেশ করার যোগ্য কি না। মণ্ডলীর সচিব ফর্মটি রুমিং বিভাগ-এ পাঠানোর আগে, ফর্মে ও সেইসঙ্গে সমস্ত প্রাচীনগোষ্ঠীর উদ্দেশে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারির চিঠিতে উল্লেখিত নির্দেশাবলি তাদের পুনরালোচনা করে দেখা উচিত।

৭ আপনার হোটেল রিজার্ভেশন করা: প্রাপ্তিসাধ্য হোটেলের সুপারিশকৃত লজিং লিস্ট মণ্ডলীতে পাওয়া মাত্র তথ্যবোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। আপনার হোটেল রিজার্ভেশন করার আগে, “রুমবুকিং সংক্রান্ত নির্দেশাবলি” বাক্সটি মনোযোগপূর্বক পুনরালোচনা করুন। আপনার হোটেল রিজার্ভেশন করার সময়:

◼ লিস্টে দেওয়া টেলিফোন নম্বর ব্যবহার করে দিনের বেলা লেনদেনের সময়ে হোটেলে ফোন করুন।

◼ হোটেলকে জানিয়ে দিন যে, আপনি যিহোবার সাক্ষিদের সম্মেলনে যোগদান করছেন।

◼ হোটেলে ঢোকার ও ছাড়ার তারিখ জানিয়ে দিন।

◼ যদি সমস্ত রুম বুক হয়ে গিয়ে থাকে, তাহলে লিস্টে থাকা অন্য আরেকটা হোটেলে ফোন করুন।

◼ আপনার রিজার্ভেশন সম্পন্ন করুন এবং নিশ্চিত হওয়ার জন্য একটা নম্বর (কনফার্মেশন নাম্বার) চান।

◼ দশ দিনের মধ্যে ক্রেডিট কার্ড, চেক বা মানি অর্ডারের মাধ্যমে টাকা জমা দিন। যদি চেক অথবা মানি অর্ডারের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকেন, তাহলে চেকের সামনের দিকে কনফার্মেশন নাম্বারটা লিখুন। কখনো নগদ টাকা পাঠাবেন না।

৮ আমরা জানি যে, হোটেলের ব্যাপারে কারো কারো নিজস্ব পছন্দ থাকতে পারে। কিন্তু, যখন আমরা সুপারিশকৃত লজিং লিস্ট-এ উল্লেখ নেই এমন হোটেলগুলো ব্যবহার করি অথবা লিস্টে উল্লেখিত দরের চেয়ে বেশি দর গ্রহণ করি, তখন আমরা রুমিং ব্যবস্থাকে বিঘ্নিত করি। দয়া করে যে-রুমগুলো ব্যবহার করার পরিকল্পনা আপনার নেই সেগুলো রিজার্ভ করবেন না, অথবা অন্য হোটেলে যাওয়ার জন্য শেষ মুহূর্তে আপনার হোটেল রিজার্ভেশন বাতিল করবেন না। এই ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করার দ্বারা, আপনি প্রত্যেককে সঠিক মূল্যে একটা হোটেল রুম পেতে সাহায্য করবেন।—১ করি. ১০:২৪.

৯ ঈশ্বরকে গৌরবান্বিত করে এমন কাজগুলো: হোটেলের কর্মীদের ও সম্মেলন শহরে অন্যান্যদের সঙ্গে আচরণের সময় আমরা যখন বিশেষ করে আমাদের কথাবার্তায় এবং আচারব্যবহারের প্রতি মনোযোগ দিয়ে সমস্ত বিষয়ে আত্মার ফল প্রদর্শন করি, তখন আমরা যিহোবার লোকেদের সুনাম রক্ষায় অবদান রাখি এবং অন্যদেরকে বিঘ্নিত করা এড়িয়ে চলি। (১ করি. ১০:৩১; ২ করি. ৬:৩, ৪) এভাবে ২০০৯ সালের জেলা সম্মেলনে আপনার উপস্থিতি ও আচারব্যবহার যেন ঈশ্বরকে গৌরবান্বিত করে!—১ পিতর ২:১২.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. (ক) জেলা সম্মেলনের তিন দিনই উপস্থিত থাকার দ্বারা আমরা কোন আশীর্বাদগুলো উপভোগ করব? (খ) কোন পরিকল্পনাগুলো আমাদের এখনই করা উচিত?

২. (ক) কারা আন্তর্জাতিক সম্মেলনগুলোতে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে? (খ) কখন এবং কোথায় বড় আকারের সম্মেলনগুলো অনুষ্ঠিত হওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে?

৩. কীভাবে আমরা আমাদের মণ্ডলীতে কারোর কারোর প্রতি খ্রিস্টীয় প্রেম প্রদর্শন করতে পারি?

৪, ৫. পরিস্থিতির প্রয়োজনে যদি আপনাকে আপনার মণ্ডলীর জন্য নির্ধারিত সম্মেলনের পরিবর্তে অন্য আরেকটা সম্মেলনে উপস্থিত থাকতে হয়, তাহলে আপনার কী করা উচিত?

৬. বিশেষ প্রয়োজন রয়েছে এমন একজন প্রকাশক যখন থাকার জায়গা পাওয়ার বিষয়ে সহায়তা চান, তখন কোন পদ্ধতি অনুসরণ করা উচিত?

৭. (ক) হোটেল রিজার্ভেশন করার বিষয়ে আমরা কীভাবে এগোতে পারি? (খ) হোটেল কর্তৃপক্ষের কাছে সুনাম বজায় রাখার ব্যাপারে কোন অনুস্মারকগুলো আমাদেরকে সাহায্য করবে? (“রুমবুকিং সংক্রান্ত নির্দেশাবলি” নামক বাক্সটি দেখুন।)

৮. কীভাবে আমরা সকলকে সঠিক মূল্যে একটা হোটেল রুম পেতে সাহায্য করতে পারি?

৯. দু-হাজার নয় সালের জেলা সম্মেলনের জন্য প্রস্তুত হওয়ার ও উপস্থিত থাকার সময় কী আমাদের প্রধান চিন্তার বিষয় হওয়া উচিত?

[৩ পৃষ্ঠার বাক্স]

কার্যক্রমের সময়সূচি:

প্রথম দিন ও দ্বিতীয় দিন

সকাল ৯:২০ - বিকাল ৪:৫৫

তৃতীয় দিন

সকাল ৯:২০ - বিকাল ৪:০০

[৪ পৃষ্ঠার বাক্স]

বমবুকিং সংক্রান্ত নির্দেশাবলি:

◼ ২০০৯ সালের ২ মার্চের সপ্তাহে আপনার পরিচর্যা সভার আগে হোটেল রিজার্ভেশন করবেন না।

◼ তাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনার রিজার্ভেশন করার চেষ্টা করুন।

◼ কেবল সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেওয়া হোটেলগুলোতেই থাকুন।

◼ শুধুমাত্র লিস্টে উল্লেখিত নির্ধারিত দরই গ্রহণ করুন।

◼ প্রত্যেকটা রুম সেই ব্যক্তির নামে রিজার্ভ করা উচিত, যিনি সত্যিই সেখানে থাকবেন।

◼ অগ্নিকাণ্ড সংক্রান্ত নিয়ম অনুযায়ী, হোটেলের প্রতিটা রুমে যতজন প্রাপ্তবয়স্ককে থাকার অনুমতি দেওয়া হয়, ততজনের বেশি থাকবেন না।

◼ আপনার প্রথম রিজার্ভেশন বাতিল করবেন না।—মথি ৫:৩৭.

◼ আমাদের সম্মেলনের জন্য তাদের কাছে কোনো দর আছে কি না, তা জানার জন্য লিস্টে উল্লেখ নেই এমন হোটেলগুলোতে ফোন করবেন না।

◼ সুপারিশকৃত হোটেলগুলোর তালিকা অনুযায়ী সমস্ত হোটেলে যোগাযোগ করার পর যদি হোটেলে কোনো রুম না থাকে অথবা হোটেল সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার মণ্ডলীর সচিবকে তা জানান। তার উচিত সুপারিশকৃত লজিং লিস্ট-এ উল্লেখিত তথ্য ব্যবহার করে সম্মেলনের রুমিং বিভাগ-এর সঙ্গে যোগাযোগ করা।

◼ আপনাকে যদি একটা রিজার্ভেশন বাতিল করতেই হয়, তাহলে যত শীঘ্র সম্ভব তা করুন। বাতিলকরণের বিস্তারিত তথ্য পাওয়ার বিষয়ে নিশ্চিত হোন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার