‘সকলই সুসমাচারের জন্য কর’
১ প্রেরিত পৌল অন্যদের কাছে সুসমাচার ঘোষণা করাকে এক ব্যক্তিগত বাধ্যবাধকতা বলে মনে করেছিলেন। (১ করি. ৯:১৬, ১৯, ২৩) একইভাবে, লোকেদের অনন্তকালীন মঙ্গলের ব্যাপারে চিন্তা, আমাদেরকে তাদের সঙ্গে সুসমাচার ভাগ করে নিতে বিশেষ প্রচেষ্টা করতে প্রেরণা দেয়।
২ যখন ও যেখানে লোকেদের পাওয়া যায় তাদের কাছে প্রচার করুন: একজন ভালো জেলে নিজের সুবিধামতো নয় কিন্তু যেখানে ও যখন মাছ পাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে তার বড়শি বা জাল ফেলে। “মনুষ্যধারী” হিসেবে আমাদেরও হয়তো কিছু ব্যক্তিগত রদবদল করার প্রয়োজন হতে পারে, যাতে আমাদের এলাকায় লোকেদের খুঁজে পাই আর এভাবে “সর্ব্বপ্রকার মাছ” সংগ্রহ করার বিশেষ সুযোগকে পূর্ণরূপে উপভোগ করি। (মথি ৪:১৯; ১৩:৪৭) আমরা কি লোকেদেরকে তাদের বাড়িতে পাওয়ার জন্য বিকেলের দিকে কাজ করতে পারি এবং সকাল সকাল রেল বা বাস স্টেশনগুলোতে রীতিবহির্ভূত সাক্ষ্যদান করতে পারি? পৌলের লক্ষ্য ছিল “সুসমাচারের পক্ষে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য” দেওয়া আর তা করার জন্য তিনি উপযুক্ত সুযোগগুলোর সদ্ব্যবহার করেছিলেন।—প্রেরিত ১৭:১৭; ২০:২০, ২৪, NW.
৩ প্রয়োজন অনুসারে আপনার উপস্থাপনাকে খাপ খাইয়ে নিন: কোনো নির্দিষ্ট ধরনের মাছ ধরার জন্য জেলেরা তাদের পদ্ধতিতে প্রায়ই রদবদল করে থাকে। আমরা আমাদের এলাকার লোকেদের কাছে রাজ্যের সুসমাচারকে কীভাবে এক আবেদনমূলক উপায়ে উপস্থাপন করতে পারি? আমাদের অবশ্যই কৌশলে এমন একটা বিষয় তুলে ধরতে হবে, যা নিয়ে অধিকাংশ লোক চিন্তিত আর এরপর মন দিয়ে সেই বিষয়ে তাদের মন্তব্য শুনতে হবে। (যাকোব ১:১৯) তাদের মনের কথা বের করে আনতে আমরা হয়তো দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। (হিতো. ২০:৫) এভাবে আমরা সুসমাচারের বিষয়ে আমাদের উপস্থাপনাকে এমনভাবে খাপ খাইয়ে নিতে পারব, যাতে ব্যক্তিগতভাবে তাদের জীবনকে স্পর্শ করে। আমরা যদি বুঝতে পারি যে, আমাদের ভূমিকায় বলা কথাগুলোর জন্য গৃহকর্তা রেগে যাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন, তাহলে ইতিবাচক কথা বলে কথোপকথন শেষ করুন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যান। পৌল “সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ” হয়েছিলেন। (১ করি. ৯:২২) খাপ খাইয়ে নেওয়া হল লোকেদের হৃদয়ে পৌঁছানোর চাবিকাঠি।
৪ “মঙ্গলের সুসমাচার” অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া কতই না আনন্দের বিষয়! (যিশা. ৫২:৭) যত বেশি লোকেদের কাছে সম্ভব পৌঁছানোর জন্য আমরা যেন “সকলই সুসমাচারের জন্য করি।”—১ করি. ৯:২৩.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. রাজ্যের একজন প্রচারক অন্যদের জন্য কী করতে ইচ্ছুক এবং কেন?
২. প্রচার করার সময় আমরা কোন রদবদলগুলো করতে ইচ্ছুক এবং কেন?
৩, ৪. আমরা যখন পরিচর্যায় রত থাকি, তখন কীভাবে আমরা খাপ খাইয়ে নিতে পারি আর এর ফল কী হয়?