১৬ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
১৬ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬ (১৪৩)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
my-BE গল্প ৫৭, ৫৮
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ২৯-৩১
নং. ১: আদিপুস্তক ২৯:১-২০
নং. ২: যেকারণে আমাদের ‘ভাবিত হওয়া’ উচিত ‘নয়’ (মথি ৬:২৫)
নং. ৩: কীভাবে আমরা হনোকের সাহসকে অনুকরণ করতে পারি? (my-BE গল্প ৭)
❑ পরিচর্যা সভা:
গান ৪ (৪৩)
৫ মিনিট:ঘোষণাবলি।
১৫ মিনিট:‘সকলই সুসমাচারের জন্য কর।’ প্রশ্নোত্তর আলোচনা।
১৫ মিনিট:এই স্মরণার্থ মরসুমে আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন? পরিচর্যা অধ্যক্ষ এক উদ্যমী বক্তৃতা দেবেন। সহায়ক অগ্রগামীর যোগ্যতাগুলো পুনরালোচনা করুন। সহায়ক অগ্রগামী কাজের আনন্দ ও আশীর্বাদগুলো তুলে ধরুন। মার্চ, এপ্রিল ও মে মাসে অতিরিক্ত ক্ষেত্রের পরিচর্যার জন্য স্থানীয় ব্যবস্থাদির বিষয়ে ব্যাখ্যা করুন। এমন দুজন অথবা তিনজন প্রকাশকের সাক্ষাৎকার নিন যারা গত বছর সহায়ক অগ্রগামীর কাজ করেছে। তাদের তালিকায় তারা কোন কোন রদবদল করেছিল? তারা কোন আশীর্বাদগুলো উপভোগ করেছিলেন? প্রত্যেক পরিবারকে এই বিষয়টা বিবেচনা করতে উৎসাহ দিন যে, কীভাবে পরিবারের এক বা একাধিক সদস্য আগামী স্মরণার্থক মরসুমে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে।
গান ১৮ (১৬২)