যিহোবার সাক্ষিদের ২০০৭ সালের “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলন
১ সমস্ত ইস্রায়েলীয় এবং বিদেশির কাছে ব্যবস্থা পাঠ করার জন্য মোশি তাদেরকে প্রতি সাত বছর অন্তর একত্রে মিলিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কোন উদ্দেশ্যে? “যেন তাহারা শুনিয়া শিক্ষা পায়।” (দ্বিতী. ৩১:১০-১২) যিহোবা তাঁর লোকেদের জন্য বড় আকারে সম্মিলিত হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। শীঘ্রই, যিহোবার লোকেরা তিন দিনের “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলনগুলোতে আবারও মিলিত হবে।
২ আপনি কি এই বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন? আপনার নিয়োগকর্তার কাছে কি ছুটির আবেদন করতে হবে? আপনি কি আপনার সঙ্গে সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনার বাইবেল ছাত্র-ছাত্রী অথবা পরিবারের অবিশ্বাসী সদস্যদের সাহায্য করতে পারেন? মণ্ডলীতে কি এমন আরও কেউ আছে, যাদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য সহযোগিতার প্রয়োজন? আপনার মণ্ডলীকে যে-সম্মেলনে যাওয়ার জন্য বলা হয়েছে, সেটা ছাড়া আপনি কি অন্য আরেকটা সম্মেলনে উপস্থিত থাকার বিষয় পরিকল্পনা করছেন? আপনার কি হোটেলে থাকার দরকার হবে? নিম্নলিখিত তথ্যগুলো আপনাকে প্রস্তুতি নিতে সাহায্য করবে।
৩ তিন দিনই উপস্থিত থাকুন: যিহোবা তাঁর লোকেদের জন্য প্রচুর পরিমাণে আধ্যাত্মিক খাবার জুগিয়ে থাকেন। (যিশা. ২৫:৬) এটা সেই আধ্যাত্মিক ভোজকে অন্তর্ভুক্ত করে, যা আমাদের বার্ষিক সম্মেলনগুলোতে আয়োজন করা হয়। এমনটা দেখা গিয়েছে যে, প্রথম দিনে উপস্থিতি অন্য দিনের তুলনায় কম। সতেজতাদায়ক সম্মেলনের তিন দিনই উপভোগ করাকে আপনার লক্ষ্য করে তুলুন, যা যিহোবার সংগঠন আমাদের জন্যই প্রস্তুত করেছে! যদি আপনাকে চাকরির জায়গায় ছুটির আবেদন করতে হয়, তা হলে সেটাকে এক প্রার্থনার বিষয় করুন। এরপর, সম্মেলনের তারিখ ঘোষিত হওয়ার পর যত শীঘ্র সম্ভব আপনার নিয়োগকর্তার সঙ্গে কথা বলার জন্য ‘সাহসী হোন।’ (১ থিষল. ২:২; নহি. ২:৪, ৫) তার কাছে এটা বলা সাহায্যকারী বলে প্রমাণিত হতে পারে যে, বার্ষিক সম্মেলন আপনার উপাসনারই একটা অংশ। বেশ আগে থেকেই এটা করা হলে আপনার নিয়োগকর্তার জন্য সেভাবে সমন্বয় করা সহজ হবে, যাতে আপনার আবেদন মঞ্জুর করা হয়।
৪ আপনার বাইবেল ছাত্র-ছাত্রীদের এবং পরিবারকে প্রস্তুত করা: আপনার বাইবেল ছাত্র-ছাত্রীদের আপনার সঙ্গে সম্মেলনে উপস্থিত থাকা এবং “মহাসমাজে” সরাসরি আমাদের খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের উষ্ণতা উপভোগ করা তাদের জন্য কতই না আনন্দদায়ক হবে! (গীত. ২২:২৫) তাদেরকে অনেক আগে থেকেই জানিয়ে রাখুন, যাতে তারা উপস্থিত থাকার জন্য সময় নির্ধারণ করতে পারে। যে-কারণগুলোর জন্য আপনি ব্যক্তিগতভাবে সম্মেলনগুলোতে উপস্থিত থাকা উপভোগ করেন, সেগুলো তাদের কাছে বলুন। আপনি ছাত্র-ছাত্রীদেরকে আমাদের সেই ভিডিওগুলো দেখিয়ে প্রত্যাশিত বিষয়ে তাদের প্রস্তুত করতে পারেন, যেগুলোতে আগের সম্মেলনগুলোর বিভিন্ন দৃশ্য রয়েছে, বিশেষভাবে ঐশিক শিক্ষার দ্বারা একতাবদ্ধ (ইংরেজি) ভিডিওটা। পরিবারের অবিশ্বাসী সদস্যদেরও আপনার পরিকল্পনাগুলোর বিষয়ে অবগত করুন। হতে পারে তারা আপনার সঙ্গে সম্মেলনের নাটকটা দেখার অথবা অন্তত একদিন উপস্থিত থাকার ব্যবস্থা করতে পারে।
৫ আপনার ভাইবোনদের সাহায্য করা: প্রেরিত পৌল ধনী খ্রিস্টানদের উপদেশ দিয়েছিলেন: “যেন পরের উপকার করে, সৎক্রিয়ারূপ ধনে ধনবান্ হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়।” (১ তীম. ৬:১৭, ১৮) আমরা পৌলের বলা উদার মনোভাব দেখাতে পারি, যদি আমরা সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বয়স্ক ও দুর্বল ব্যক্তিদের, পূর্ণসময়ের পরিচারকদের, একক অভিভাবক পরিবারগুলোর এবং মণ্ডলীতে অন্যান্য ব্যক্তি, যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, তাদের পরিস্থিতি বিবেচনা করি। এই ধরনের ব্যক্তিদের প্রয়োজনীয়তা পূরণ করা প্রথমত সত্যে থাকা আত্মীয়স্বজনদের দায়িত্ব, তবে প্রাচীনরা এবং অন্যেরা বিচক্ষণতা দেখাতে পারে এবং প্রয়োজনমতো সদয়ভাবে সাহায্য করতে পারে।—গালা. ৬:১০; ১ তীম. ৫:৪.
৬ মণ্ডলীতে যদি কারো থাকার জায়গা পাওয়ার জন্য সাহায্যের দরকার হয়, তা হলে মণ্ডলীর পরিচর্যা কমিটির নির্ধারণ করা উচিত যে, সেই প্রকাশক স্পেশাল নিডস্ রুম রিকোয়েস্ট ফর্ম পেশ করার যোগ্য কি না। সম্মেলনের রুমিং বিভাগের কাছে এটা পেশ করার আগে ফর্মে উল্লেখিত নির্দেশাবলি এবং প্রাচীন গোষ্ঠীকে দেওয়া ২০০৬ সালের ১৪ই ডিসেম্বর তারিখের চিঠি আলোচনা করা উচিত।
৭ আরেকটা সম্মেলনে যোগ দেওয়া: ভারতে অনুষ্ঠিতব্য সমস্ত সম্মেলনের আপাতত একটা তালিকা এই প্রবন্ধে দেওয়া হয়েছে। পর্যাপ্ত আসন, সাহিত্য, রুমিং ব্যবস্থা এবং এইরকম অন্যান্য ব্যাপারকে নিশ্চিত করতে আপনাকে সেই সম্মেলনে যোগদান করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যেটি আপনার মন্ডলীর জন্য নির্ধারিত। যদি পরিস্থিতির কারণে আপনাকে অন্য আরেকটা সম্মেলনে যোগ দিতে হয়, তা হলে তথ্যের জন্য দয়া করে আপনার মণ্ডলীর সচিবের সঙ্গে দেখা করুন। সুপারিশকৃত লজিং লিস্ট বা অতিরিক্ত অন্য যেকোনো তথ্যের জন্য অনুরোধ পাঠানোর সময় নিজের ঠিকানাসহ ডাকটিকিট লাগানো খামে ভরে পাঠানোর বিষয়ে নিশ্চিত হোন। সেই শহরে যদি একটার বেশি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে, তা হলে আপনি যে-সম্মেলনে যোগ দেবেন, সেটার তারিখ উল্লেখ করুন।
৮ হোটেলের রুম রিজার্ভ করা: হোটেলের সুপারিশকৃত লজিং লিস্ট পাওয়ার পর সম্মেলন তারিখের বেশ আগেই মণ্ডলীর তথ্যবোর্ডে তা টাঙিয়ে দেওয়া হবে। “আপনার হোটেল রিজার্ভেশন করার জন্য পদক্ষেপগুলো” নামক বাক্সটার নির্দেশনা অনুসরণ করুন। লিস্ট অনুযায়ী সুপারিশকৃত সমস্ত হোটেলে যোগাযোগ করার পর যদি হোটেলে কোনো রুম না থাকে অথবা নির্দিষ্ট কোনো হোটেল সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, তা হলে আপনার মণ্ডলীর সচিবকে তা জানান। তার উচিত লিস্টের ওপরে দেওয়া তথ্য ব্যবহার করে সম্মেলনের রুমিং বিভাগের সঙ্গে যোগাযোগ করা। শাখা অফিসে ফোন করবেন না। যদি লিস্ট করা হোটেলগুলোতে অতিরিক্ত রুম না থাকে, তা হলে লিস্টে নেই এমন হোটেলে ফোন না করে বরং দয়া করে আপনার সম্মেলনের জন্য মণ্ডলীতে সংশোধিত লিস্ট পাওয়ার জন্য অপেক্ষা করুন।
৯ ব্যবস্থাদির সঙ্গে সহযোগিতা করুন: যখন আমরা সম্মেলনস্থলে এসে পৌঁছাই, তখন এটা স্পষ্ট দেখা যায় যে, আমাদের আসার জন্য প্রস্তুতি নিতে ইতিমধ্যেই অনেক কাজ করা হয়ে গিয়েছে। পরিচারক হিসেবে সেবা করছে এমন প্রেমময় ভাইয়েরা আমাদের শুভেচ্ছা জানায়, আমাদের বিষয়সূচি দেয় এবং বসার জায়গা খুঁজে পেতে সাহায্য করে। ভাই এবং বোনেরা সম্মেলন হল পরিষ্কার করেছে এবং একটা চমৎকার স্টেজ তৈরি করেছে। কার্যক্রমের বিভিন্ন অংশ তৈরি করা, হোটেলগুলোর বন্দোবস্ত করা এবং আরও অসংখ্য বিষয়ের দেখাশোনা করার মতো গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করা হয়ে থাকে, যা সাধারণত অলক্ষ থাকে।
১০ প্রত্যেকটা সম্মেলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি করতে বেশ কয়েক মাস ধরে অনেকে কাজ করেছে এবং তাদের পরিবারও তাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর যত্ন নেওয়ার জন্য সময় দিয়ে ভূমিকা রেখেছে। আমাদের ব্যক্তিগত উপকারের জন্য করা ত্যাগস্বীকারকে আমরা কি উপলব্ধি করি না? এই প্রবন্ধে দেওয়া নির্দেশনাগুলো এবং সেইসঙ্গে আমাদের সম্মেলনের আগে পাওয়া অন্য যেকোনো নির্দেশনা পালন করে আমরা আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। (ইব্রীয় ১৩:১৭) প্রত্যেকের স্বেচ্ছায় সহযোগিতা সবকিছু “শিষ্ট ও সুনিয়মিতরূপে করা” সম্ভবপর করে।—১ করি. ১৪:৪০.
১১ খ্রিস্টীয় আচরণ, প্রেমের এক চিহ্ন: দেখা গিয়েছে যে কিছু অভ্যাগত ব্যক্তি পরিচারকদের সঙ্গে সহযোগিতা করতে চায়নি, এমনকি তারা তাদের সঙ্গে অখ্রিস্টীয়ভাবে কথা বলেছে। নিশ্চিতভাবেই, আমিত্ব মনোভাব একজনকে ভাল কার্যকারী বলে শনাক্ত করে না বা যিহোবা ঈশ্বরের প্রশংসাও আনে না। তাই, আসুন আমরা প্রেম ও ধৈর্য দেখাই এবং সহযোগিতা করি। (গালা. ৫:২২, ২৩, ২৫) অধিকন্তু, আসন সংরক্ষণ করার সমস্যাটা রয়েই গিয়েছে। সকাল ৮টায় যখন সম্মেলন হলের দরজা খোলা হয়, তখন কিছু ভাইবোনেদেরকে “ভাল” আসনগুলো পাওয়ার জন্য দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি এবং ধাক্কাধাক্কি করতে দেখা গিয়েছে। এই ধরনের আচরণের ফলে কেউ কেউ আহতও হয়েছে। কিছু ভাইবোন রিপোর্ট করেছে যে, তারা তাদের পরিবারকে নিয়ে অনেক আগেই সম্মেলনে চলে এসেছে কিন্তু এসে দেখতে পেয়েছে যে, অধিকাংশ আসন ইতিমধ্যেই সংরক্ষণ করা হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে সম্মেলনস্থলের দরজা খোলার সময় একজন করে ব্যক্তি উপস্থিত হয় এবং তিনি তার পরিবার ও সেই বন্ধুদের জন্য পুরো লাইনের সমস্ত আসন সংরক্ষণ করেন, যারা অনেক সময় পর্যন্ত ঘুমায়। কিছু কিছু জায়গায় চেয়ারের ওপর রাখার জন্য জিনিস শেষ হয়ে যাওয়ায় বেশি আসন সংরক্ষণ করা সম্ভব হয়নি। নিঃস্বার্থ মনোভাবের এক নিখুঁত অভিব্যক্তি হিসেবে প্রেমকে সংজ্ঞায়িত করা হয়েছে। খ্রিস্ট যিশুও প্রকাশ করেছিলেন যে, নিঃস্বার্থ প্রেমই হবে তাঁর শিষ্যদের শনাক্ত করার অন্যতম উপায়। (যোহন ১৩:৩৫) অধিক সংখ্যায় আসন সংরক্ষণ করে রাখা কি এই ঈশ্বরীয় প্রেম যে কার্যরত, তার এক উত্তম উদাহরণ? খ্রিস্টীয় প্রেম আমাদের অবশ্যই খ্রিস্ট যা বলেছেন, তা অনুসরণ করতে পরিচালিত করবে: “অতএব সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।”—মথি ৭:১২.
১২ আমরা ‘সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছি’ ততই ঈশ্বরের লোকেদের সমাবেশগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। (ইব্রীয় ১০:২৫) বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণী আমাদের খ্রিস্টীয় সম্মেলনগুলোতে ‘সমস্ত কথা যত্নপূর্ব্বক পালন করিতে’ সাহায্য করার জন্য তথ্য জুগিয়ে থাকে, যা যিহোবা চান যেন আমরা অনুসরণ করি। (দ্বিতী. ৩১:১২) “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলনে তিন দিনই উপস্থিত থাকার জন্য এখনই পরিকল্পনা করতে শুরু করুন আর এর ফলে সমস্ত আধ্যাত্মিক নির্দেশনা এবং আনন্দদায়ক সাহচর্য থেকে উপকৃত হোন!
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১, ২. (ক) একত্রে মিলিত হওয়া থেকে উপকার লাভ করতে মোশি কীভাবে ইস্রায়েলীয়দের উৎসাহিত করেছিলেন? (খ) এখনই আমাদের কোন কোন প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার?
৩. (ক) যিশাইয় ২৫:৬ পদের পরিপূর্ণতা আজকে কীভাবে হচ্ছে? (খ) প্রথম দিন সম্মেলনে উপস্থিতির ক্ষেত্রে কোন বিষয়টা দেখা গিয়েছে আর ব্যক্তিগতভাবে আমাদের কী করা উচিত?
৪. সম্মেলনের জন্য আমরা কীভাবে আমাদের বাইবেল ছাত্র-ছাত্রীদের এবং পরিবারের অবিশ্বাসী সদস্যদের প্রস্তুত করতে পারি?
৫, ৬. (ক) কীভাবে আমরা ১ তীমথিয় ৬:১৮ পদে উল্লেখিত উদার মনোভাব দেখাতে পারি? (খ) যাদের হয়তো থাকার জায়গা পাওয়ার জন্য সহযোগিতার দরকার, তাদের সাহায্য করার জন্য কোন ব্যবস্থা করা হয়েছে?
৭. (ক) কেন আমাদের, আমাদের জন্য নির্ধারিত সম্মেলনে যোগদান করা উচিত? (খ) আপনাকে যদি পরিস্থিতির কারণে অন্য আরেকটা সম্মেলনে যোগ দিতে হয়, তা হলে কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত?
৮. হোটেল রিজার্ভেশন করার সময় আমাদের কোন নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে? (“আপনার হোটেল রিজার্ভেশন করার জন্য পদক্ষেপগুলো” নামক বাক্সটা দেখুন।)
৯, ১০. (ক) সম্মেলনস্থলে এসে পৌঁছানোর আগেই আমাদের জন্য কোন কাজগুলো করা হয়ে থাকে? (খ) আমাদের জন্য যেসমস্ত কাজ করা হয়েছে, সেগুলোর প্রতি আমরা কীভাবে উপলব্ধি ও কৃতজ্ঞতা দেখাতে পারি? (ইব্রীয় ১৩:১৭ পদ পড়ুন।)
১১. সম্মেলনস্থলে কোন শাস্ত্রীয় নীতি আমাদের খ্রিস্টীয় আচরণকে চালিত করে?
১২. (ক) আমাদের সময়ে যিহোবার লোকেদের সমাবেশগুলো কেন এত গুরুত্বপূর্ণ? (খ) আমরা প্রত্যেকে এখন কী করতে পারি?
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়সূচি
প্রথম দিন ও দ্বিতীয় দিন
সকাল ৯:২০ - বিকাল ৫:০৫
তৃতীয় দিন
সকাল ৯:২০ - বিকাল ৪:১০
[৪ পৃষ্ঠার বাক্স]
আপনার হোটেল রিজার্ভেশন করার জন্য পদক্ষেপগুলো:
১. সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেওয়া টেলিফোন নম্বর ব্যবহার করে লেনদেনের নিয়মিত সময়ে হোটেলে ফোন করুন।
২. হোটেলকে জানিয়ে দিন যে, আপনি যিহোবার সাক্ষিদের সম্মেলনে যোগদান করছেন।
৩. হোটেলে ঢোকার ও ছাড়ার তারিখ নির্দিষ্ট করে বলুন।
৪. যদি আর রুম না থাকে, তা হলে লিস্টের অন্য আরেকটা হোটেলে ফোন করুন।
৫. লিস্টে উল্লেখিত দরের চেয়ে বেশি দর গ্রহণ করবেন না।
৬. আপনার রিজার্ভেশন সম্পন্ন করুন এবং নিশ্চিত কি না, তা জিজ্ঞেস করুন।
৭. ক্রেডিট কার্ড, চেক বা মানি অর্ডারের মাধ্যমে দশ দিনের মধ্যে টাকা জমা দিন। কখনো নগদ অর্থ পাঠাবেন না। যদি চেক বা মানি অর্ডারের মাধ্যমে টাকা জমা দিয়ে থাকেন, তা হলে নিশ্চিত করার বিস্তারিত বিষয়গুলো ওপরে লিখে দিন।
যে-নির্দেশাবলি অনুসরণ করতে হবে:
▪ শুধুমাত্র লিস্টে উল্লেখিত নির্ধারিত দরই গ্রহণ করুন।
▪ প্রত্যেকটা রুম সেই ব্যক্তির নামে রিজার্ভ করা উচিত, যিনি সত্যিই সেখানে থাকবেন।
▪ আপনি লিস্টে উল্লেখিত সমস্ত হোটেলে যোগাযোগ না করা পর্যন্ত আপনার মণ্ডলীর সচিবকে এটা জানাবেন না যে, আর কোনো রুম পাওয়া যাচ্ছে না।
▪ আপনার প্রথম রিজার্ভেশন বাতিল করবেন না।—মথি ৫:৩৭.
▪ যদি আপনি একটা রিজার্ভেশন বাতিল করার বিষয়ে নিশ্চিত হন, তা হলে যত শীঘ্রই সম্ভব তা করুন। বাতিলকরণের বিস্তারিত তথ্য পাওয়ার বিষয়ে নিশ্চিত হোন।