ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ১৪ পৃষ্ঠা ১৭
  • ঈশ্বর তাঁর ভাববাদীদের মাধ্যমে কথা বলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর তাঁর ভাববাদীদের মাধ্যমে কথা বলেন
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নির্বাসনে থাকাকালীন একজন ভাববাদী ভবিষ্যতের বিষয়ে পূর্বাভাস পান
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • মশীহের আগমন ঘটে
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • মশীহ সম্বন্ধে করা ভবিষ্যদ্‌বাণীগুলো কি প্রমাণ দেয় যে, যিশুই হলেন সেই মশীহ?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • ভালো ও মন্দ রাজারা
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ১৪ পৃষ্ঠা ১৭
ঈশ্বরের একজন ভাববাদী এক বার্তা জানাচ্ছেন

খণ্ড ১৪

ঈশ্বর তাঁর ভাববাদীদের মাধ্যমে কথা বলেন

বিচার, বিশুদ্ধ উপাসনা ও মশীহ সংক্রান্ত আশা সম্বন্ধে বার্তা জানানোর জন্য যিহোবা ভাববাদীদের নিযুক্ত করেন

ই স্রায়েল ও যিহূদার রাজাদের সময়ে, একদল বিশেষ পুরুষ—ভাববাদীরা—অগ্রভাগে ছিল। এই পুরুষরা অসাধারণ বিশ্বাস ও সাহসের অধিকারী ছিল, যারা ঈশ্বরের ঘোষণাগুলো সম্বন্ধে জানিয়েছিল। ঈশ্বরের ভাববাদীদের দ্বারা ক্রমান্বয়ে প্রকাশিত চারটে গুরুত্বপূর্ণ মূলভাব বিবেচনা করুন।

১. যিরূশালেমের ধ্বংস। অনেক আগেই ঈশ্বরের ভাববাদীরা—বিশেষ করে যিশাইয় ও যিরমিয়—সতর্ক করতে শুরু করেছিল যে, যিরূশালেম ধ্বংস ও পরিত্যক্ত হবে। তারা সুস্পষ্ট ভাষায় প্রকাশ করেছিল যে, কেন এই নগর নিজের ওপর ঈশ্বরের ক্রোধ ডেকে এনেছে। এই নগর যিহোবাকে প্রতিনিধিত্ব করে বলে যে-দাবি করেছিল, তা মিথ্যা ধর্মীয় বিভিন্ন অভ্যাস, কলুষতা ও দৌরাত্ম্যের দ্বারা অসত্য বলে প্রমাণিত হয়েছিল।—২ রাজাবলি ২১:১০-১৫; যিশাইয় ৩:১-৮, ১৬-২৬; যিরমিয় ২:১–৩:১৩.

২. বিশুদ্ধ উপাসনার পুনর্স্থাপন। ৭০ বছর নির্বাসনে থাকার পর, ঈশ্বরের লোকেরা বাবিল থেকে মুক্ত হবে। তারা তাদের জনশূন্য মাতৃভূমিতে ফিরে আসবে এবং যিরূশালেমে যিহোবার মন্দির পুনর্নির্মাণ করবে। (যিরমিয় ৪৬:২৭; আমোষ ৯:১৩-১৫) প্রায় ২০০ বছর আগেই যিশাইয় সেই বিজয়ীর—কোরসের—নাম সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, যিনি বাবিলকে পরাজিত করবেন এবং ঈশ্বরের লোকেদের বিশুদ্ধ উপাসনা পুনর্স্থাপন করার অনুমতি দেবেন। যিশাইয় এমনকী কোরসের অদ্বিতীয় যুদ্ধকৌশল সম্বন্ধেও বিস্তারিতভাবে জানিয়েছিলেন।—যিশাইয় ৪৪:২৪–৪৫:৩.

যিহুদি বন্দিরা বাবিল ছেড়ে যিরূশালেমে ফিরে যাচ্ছে

৩. মশীহের আগমন এবং তাঁর অভিজ্ঞতাগুলো। মশীহ বৈৎলেহম নগরে জন্মগ্রহণ করবেন। (মীখা ৫:২) তিনি নম্র হবেন, গর্দভে উপবিষ্ট হয়ে যিরূশালেমে উপস্থিত হবেন। (সখরিয় ৯:৯) কোমল ও সদয় হওয়া সত্ত্বেও তিনি জনপ্রিয় হবেন না এবং অনেকে তাঁকে প্রত্যাখ্যান করবে। (যিশাইয় ৪২:১-৩; ৫৩:১, ৩) তিনি এক যন্ত্রণাদায়ক মৃত্যু ভোগ করবেন। তাঁর জীবন কি সেখানেই শেষ হয়ে যাবে? না, কারণ অনেকের জন্য পাপের ক্ষমা সম্ভবপর করতে তাঁর বলিদানের প্রয়োজন ছিল। (যিশাইয় ৫৩:৪, ৫, ৯-১২) আর একমাত্র তাঁর পুনরুত্থানই সেটা সম্পাদন করতে পারত।

৪. পৃথিবীর ওপর মশীহের শাসন। অসিদ্ধ মানুষেরা সত্যিকার অর্থেই নিজেদেরকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য অসমর্থ কিন্তু মশীহ রাজাকে শান্তিরাজ বলে অভিহিত করা হবে। (যিশাইয় ৯:৬, ৭; যিরমিয় ১০:১৩) তাঁর শাসনের অধীনে সমস্ত মানুষ একে অন্যের সঙ্গে আর এমনকী সমস্ত পশুপাখির সঙ্গে শান্তিতে থাকবে। (যিশাইয় ১১:৩-৭) অসুস্থতা দূর হয়ে যাবে। (যিশাইয় ৩৩:২৪) এমনকী মৃত্যু অনন্তকালের জন্য বিনষ্ট হবে। (যিশাইয় ২৫:৮) মশীহের শাসনকালে, যে-ব্যক্তিরা মারা গিয়েছিল, তারা পৃথিবীতে জীবনে পুনরুত্থিত হবে।—দানিয়েল ১২:১৩.

—যিশাইয়, যিরমিয়, দানিয়েল, আমোষ, মীখা ও সখরিয় বইয়ের ওপর ভিত্তি করে।

  • ঈশ্বরের ভাববাদীরা কোন ধরনের বার্তা জানিয়েছিল?

  • কীভাবে ভাববাদীরা যিরূশালেমের ধ্বংস ও বিশুদ্ধ উপাসনার পুনর্স্থাপন সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিল?

  • যিহোবার ভাববাদীরা মশীহ ও তিনি যে-অভিজ্ঞতাগুলো লাভ করবেন, সেই সম্বন্ধে কী বলেছিল?

  • কীভাবে ভাববাদীরা পৃথিবীর ওপর মশীহের শাসন সম্বন্ধে বর্ণনা করেছিল?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার