ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ২০ পৃষ্ঠা ২৩
  • যিশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যীশুর মানব জীবনের শেষ দিন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্মরণার্থক ভোজ
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • যিশু পুনরুত্থিত হন!
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • যীশুর বিদায় বাক্যগুলি শুনে
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ২০ পৃষ্ঠা ২৩
যিশু

খণ্ড ২০

যিশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়

যিশু এক নতুন উদ্‌যাপন প্রবর্তন করেন; তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় ও তাঁকে বিদ্ধ করা হয়

সাড়ে তিন বছর ধরে প্রচার করার ও শিক্ষা দেওয়ার পর, যিশু জানতেন যে, পৃথিবীতে তাঁর সময় শীঘ্র শেষ হতে যাচ্ছে। যিহুদি ধর্মীয় নেতারা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করছিল কিন্তু তারা সেই লোকেদের মধ্যে এক উত্তেজনা সৃষ্টি হওয়ার ভয় পাচ্ছিল, যারা তাঁকে একজন ভাববাদী মনে করত। ইতিমধ্যে, শয়তান যিশুর ১২ জন প্রেরিতের মধ্যে একজনকে—ঈষ্করিয়োতীয় যিহূদাকে—বিশ্বাসঘাতকে পরিণত হওয়ার জন্য প্ররোচিত করেছিল। ধর্মীয় নেতারা যিহূদাকে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার বিনিময়ে ৩০ রৌপ্যমুদ্রা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

যিশু তাঁর শেষরাতে নিস্তারপর্ব উদ্‌যাপন করার জন্য তাঁর প্রেরিতদের সঙ্গে একত্রিত হয়েছিলেন। যিহূদাকে বিদায় করে দেওয়ার পর তিনি এক নতুন উদ্‌যাপন, প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেছিলেন। তিনি একটা রুটি নিয়ে প্রার্থনা করেছিলেন এবং তাঁর বাকি ১১ জন প্রেরিতকে সেই রুটি দিয়েছিলেন। “ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়,” তিনি বলেছিলেন। “ইহা আমার স্মরণার্থে করিও।” একইভাবে তিনি একটা পানপাত্র নিয়ে বলেছিলেন: “এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম” বা চুক্তি।—লূক ২২:১৯, ২০.

সেই রাতে তাঁর প্রেরিতদেরকে বলার মতো যিশুর অনেক কথা ছিল। তিনি তাদের এক নতুন আজ্ঞা দিয়েছিলেন—তারা যেন একে অন্যের প্রতি নিঃস্বার্থ প্রেম দেখায়। তিনি বলেছিলেন, “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।” (যোহন ১৩:৩৪, ৩৫) যে-দুঃখজনক ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, সেগুলোর দ্বারা তারা যেন তাদের হৃদয়কে উদ্‌বিগ্ন হতে না দেয়, সেই বিষয়ে তিনি তাদেরকে জোরালো পরামর্শ দিয়েছিলেন। যিশু তাদের হয়ে আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। তারা একসঙ্গে প্রশংসাগান গেয়েছিল এবং রাতের বেলা বাইরে গিয়েছিল।

গেৎশিমানী বাগানে যিশু হাঁটু গেড়ে হৃদয় উজার করে প্রার্থনা করেছিলেন। শীঘ্র, অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সৈন্য, যাজকরা ও অন্যান্য লোক তাঁকে গ্রেপ্তার করার জন্য এসেছিল। যিহূদা কাছে এগিয়ে এসেছিলেন এবং যিশুকে চুম্বন করার মাধ্যমে তাঁকে চিনিয়ে দিয়েছিলেন। সৈন্যরা যখন যিশুকে বাঁধছিল, তখন প্রেরিতরা পালিয়ে গিয়েছিল।

যিহুদি উচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে শনাক্ত করেছিলেন। আদালত তাঁকে ঈশ্বরনিন্দার অভিযোগে অভিযুক্ত অপরাধী এবং মৃত্যুর যোগ্য বলে বিবেচনা করেছিল। এরপর যিশুকে রোমীয় দেশাধ্যক্ষ পন্তীয় পীলাতের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তিনি যিশুর কোনো অপরাধই খুঁজে পাননি, তবুও তিনি যিশুর মৃত্যুর জন্য চিৎকাররত জনতার হাতে তাঁকে তুলে দিয়েছিলেন।

যিশুকে গল্‌গথায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে রোমীয় সৈন্যরা তাঁকে একটা কাষ্ঠদণ্ডে বিদ্ধ করেছিল। দিনের আলো অলৌকিকভাবে অন্ধকারে পরিণত হয়েছিল। পরে সে-দিন বিকেলে যিশু মারা গিয়েছিলেন এবং একটা বড়ো ভূমিকম্প হয়েছিল। পাহাড় কেটে তৈরি করা একটা কবরে তাঁর দেহ রাখা হয়েছিল। পরের দিন, যাজকেরা সেই কবর বন্ধ করে দিয়েছিল ও এর প্রবেশদ্বারে প্রহরীদল নিযুক্ত করেছিল। যিশুকে কি সেই কবরেই থাকতে হয়েছিল? না। সর্বমহৎ অলৌকিক কাজটা ঘটতে যাচ্ছিল।

—মথি ২৬ ও ২৭ অধ্যায়; মার্ক ১৪ ও ১৫ অধ্যায়; লূক ২২ ও ২৩ অধ্যায়; যোহন ১২ থেকে ১৯ অধ্যায়ের ওপর ভিত্তি করে।

  • যিশু কোন নতুন উদ্‌যাপন প্রবর্তন করেছিলেন?

  • যিশুর মৃত্যুর আগে কোন ঘটনাগুলো ঘটেছিল?

যিশুর অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা

যিহোবার উদ্দেশ্য পরিপূর্ণ করার ক্ষেত্রে যিশুর মৃত্যু এক মুখ্য ভূমিকা পালন করেছে। যেহেতু যিশুকে ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে গর্ভে ধারণ করা হয়েছিল, তাই তিনি সিদ্ধ ব্যক্তি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, উত্তরাধিকারসূত্রেপ্রাপ্ত মৃত্যুর অধীন ছিলেন না। তা সত্ত্বেও, তিনি তাঁর জীবন দিয়েছিলেন, যাতে মানবজাতি অনন্তকাল বেঁচে থাকার এবং অবাধ্য আদম তার বংশধরদের জন্য যেধরনের জীবন হারিয়েছিল, তা উপভোগ করার সুযোগ পেতে পারে।a—মথি ২০:২৮; লূক ১:৩৪, ৩৫; যোহন ৩:১৬, ৩৬; ২ পিতর ৩:১৩.

a যিশুর মৃত্যুর বলিদানমূলক মূল্য সম্বন্ধে আলোচনার জন্য বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ৪৭-৫৬ পৃষ্ঠা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার