ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bh পৃষ্ঠা ২২২-পৃষ্ঠা ২২৩
  • আমাদের কি ছুটির দিনগুলো উদ্‌যাপন করা উচিত?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের কি ছুটির দিনগুলো উদ্‌যাপন করা উচিত?
  • বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার সাক্ষিরা কেন কিছু উদ্‌যাপন পালন করে না?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
  • ইস্টার অথবা স্মরণার্থক সভা কোন্‌টি আপনার পালন করা উচিত?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সমস্ত ধরনের উদ্‌যাপন কি ঈশ্বরকে খুশি করে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • কেন আপনারা ইস্টার পালন করেন না?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
আরও দেখুন
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
bh পৃষ্ঠা ২২২-পৃষ্ঠা ২২৩

পরিশিষ্ট

আমাদের কি ছুটির দিনগুলো উদ্‌যাপন করা উচিত?

আজকে পৃথিবীর অনেক জায়গায় উদ্‌যাপিত জনপ্রিয় ধর্মীয় ও জাগতিক ছুটির দিনগুলোর উৎস বাইবেল নয়। তাহলে, এই ধরনের উদ্‌যাপনগুলোর উৎস কী? আপনার যদি কোনো গ্রন্থাগারে যাওয়ার সুযোগ থাকে, তা হলে আপনি যেখানে থাকেন সেখানকার জনপ্রিয় ছুটির দিনগুলো সম্বন্ধে তথ্যগ্রন্থগুলো যা বলে, তা জানা আপনার কাছে আগ্রহজনক বলে মনে হবে। কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।

ইস্টার। “নূতন নিয়মে ইস্টার উৎসব পালন করার বিষয়ে কোনো ইঙ্গিত নেই,” দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে। ইস্টারের সূত্রপাত কীভাবে হয়েছিল? এর উৎস পৌত্তলিক উপাসনা। যদিও দাবি করা হয় যে, এই ছুটির দিনটা যিশুর পুনরুত্থানকে স্মরণ করার জন্য উদ্‌যাপন করা হয়ে থাকে, কিন্তু ইস্টারের সঙ্গে সম্পর্কযুক্ত রীতিনীতিগুলো খ্রিস্টীয় নয়।

নববর্ষ উদ্‌যাপন। নববর্ষ উদ্‌যাপনগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত তারিখ ও রীতিনীতিগুলো একেক দেশে একেক রকম হয়ে থাকে। এই উদ্‌যাপনের উৎস সম্বন্ধে দ্যা ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া বলে: “রোমীয় শাসক জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ৪৬ সালে ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে প্রবর্তন করেছিলেন। রোমীয়রা এই দিনকে দ্বার, দরজা ও শুরুর দেবতা জেনাসের উদ্দেশে উৎসর্গ করেছিল। জেনাস, যার দুটো মুখমণ্ডল ছিল—একটা সামনের দিকে তাকানো এবং অন্যটা পিছনের তাকানো—তার নামানুসারে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছিল।” তাই, নববর্ষের উদ্‌যাপনগুলো পৌত্তলিক রীতিনীতিগুলোর উপর প্রতিষ্ঠিত।

ভ্যালেনটাইনস্‌ ডে। দ্যা ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া বলে: ভ্যালেনটাইনস্‌ ডে ভ্যালেনটাইন নামে দু-জন খ্রিস্টান শহীদের নামে উদ্‌যাপিত পর্বের দিন থেকে এসেছে। কিন্তু, এই দিনের সঙ্গে সম্পর্কযুক্ত রীতিনীতিগুলো . . . সম্ভবত এক প্রাচীন রোমীয় উৎসব থেকে এসেছে, যেটাকে বলা হতো লুপারক্যালিয়া, যা প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতো। সেই উৎসব নারী ও বিবাহের রোমীয় দেবী জুনো এবং প্রকৃতির দেবতা প্যানের সম্মানে অনুষ্ঠিত হতো।”

অন্যান্য ছুটির দিন। সারা পৃথিবীতে অনুষ্ঠিত সমস্ত উদ্‌যাপন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু, যে-ছুটির দিনগুলো মানুষ বা মানুষের সংগঠনগুলোকে উচ্চীকৃত করে, সেগুলো যিহোবার কাছে গ্রহণযোগ্য নয়। (যিরমিয় ১৭:৫-৭; প্রেরিত ১০:২৫, ২৬) এ ছাড়া মনে রাখুন যে, ধর্মীয় উদ্‌যাপনগুলোর উৎস নির্ধারণ করবে, সেগুলো ঈশ্বরকে সন্তুষ্ট করে কি না। (যিশাইয় ৫২:১১; প্রকাশিত বাক্য ১৮:৪) এই বইয়ের ১৬ অধ্যায়ে উল্লেখিত বাইবেলের নীতিগুলো আপনাকে এটা নির্ধারণ করতে সাহায্য করবে যে, জাগতিক ছুটির দিনগুলোতে অংশগ্রহণ করাকে ঈশ্বর কোন দৃষ্টিতে দেখে থাকেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার